অটোমোবাইলের বাজার হিসাবে ভারত বেস বড়. আর ভারতে গাড়ি কেনার অনেক অপশনও আছে. ভারতে সব ধরনের গাড়ি কিনতে পাওয়া যায় সবার জন্য. আপনার যদি গাড়ি কেনার ইচ্ছে থাকে আর আপনার বাজেট হয় 10 লাখের কম তবে সেই বাজেটের গাড়িও ভারতে অনেক আছে. আসুন এবার তেমনই কিছু গাড়ি দেখে নেওয়া যাক.
Mahindra Scorpio Intelli-Hybrid S4
মহিন্দ্রা ব্র্যান্ডের এই SUV মডেলে হাইব্রিড সিস্টেম আছে, যা ক্লিন এনার্জি রিলিজ করে. এই ডিভাইসে ওয়ারলেস মিউজিক শোনার ব্যবস্থা আছে আর তার জন্য স্ট্যান্ডার্ড ব্লুটুথ কানেক্টিভিটি আছে. এই গাড়িটির দাম Rs.9,66,000.
Mahindra e-Verito
এবার আমরা কথা বলব মহিন্দ্রারই অন্য একটি গাড়ি e-Verito র কথা. এই গাড়িটি ইলেকট্রিক সেডান গাড়ি. এই গাড়ির পিক পাওয়ার 41 ব্রেক হর্সপাওয়ার. একবার চার্জ করলে এটি 110কিমি অব্দি চলতে পারে. এর দাম Rs.9,50,000.
Honda WR-V i-DTEC VX
হন্ডার এই গাড়িতে নতুন ইনফোটেনিমেন্ট সিস্টেম আছে যা দিয়ে ডিজিপ্যাড করা যায়. হন্ডার WR-V তে সানপ্রুফও আছে. এর দাম Rs.9,99,000
Maruti Suzuki Ciaz SHVS
Maruti Ciaz একটি মিড সেগমেন্ট সোডান. এই গড়িতে আপনি ভাল রাইড কোয়ালিটি পাবেন. এর ইনফরটেনমেন্ট সিস্টেমে Apple CarPlay আছে. এর দাম Rs.8,23,000
Volkswagen Ameo Highline
Volkswagen Ameo একটি কমপ্যাক্ট সোডান. এর ইনফরটেনমেন্ট সিস্টেমে ওয়ারলেস ফোন কানেক্টিভিটি আছে. এই গাড়ির ব্লু মোনোক্রোম MID র সঙ্গে গিয়ার স্পিকার আছে. এর দাম Rs.9,88,000.
Mahindra e2o Plus
Mahindra e2o Plus একটি ইলেকট্রনিক গাড়ি. এই গাড়িটি একবার চার্জ করার পরে 110km যেতে পারে. এই গাড়িতে চারজন বসার জায়গা আছে. এই গাড়িটির দাম Rs.7,76,000.
Tata Tigor Revotorq (O)
Tata Tigor Revotorq (O) তে ইন কেবিন এক্সপিরিয়ান্স ডাটা টিয়াগোর মতন. এই গাড়িটিতে মাল্টিকালার ইনফরটেনমেন্ট সিস্টেম আছে. এই গাড়িটিতে মিউজিক হটস্পট ক্যাপাবলিটি যুক্ত. এর দাম Rs.7,09,000.