ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

দ্বারা Team Digit | আপডেট করা Aug 17 2017
ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

একটা ভাল স্মার্টফোনে ভাল ব্যাটারি, ভাল ডিসপ্লে বা কি প্রসেসার আছে তার সঙ্গে একটা ভাল ক্যামেরা থাকা খুবই প্রয়জনীয় হয়ে পরেছে. এখন ফোন কিনতে গেলে আমরা সবাই ভাল ক্যামেরা যুক্ত ফোন খুঁজি. তাই আমরা আপনাদের জন্য এখানে নিয়ে এলাম এমন কিছু স্মার্টফোন যার ক্যামেরা ভাল. 

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

Apple iPhone 7 Plus

এই স্মার্টফোনটি দেখতে iPhone 6s plus এর মতনই. এই স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. এই ডিভাইসটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে. এর ক্যামেরা 12+12 MP আর 7MP’র. এই ডিভাইসের ব্যাটারি 2900mAh. এই ডিভাইসে 3GB র্যাম আর 32/128/256GB ইন্টারনাল স্টোরেজ আছে.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

Google Pixel XL

পিক্সাল সিরিজ স্মার্টফোন গুগলের প্রিমিয়াম স্মার্টফোন. পিক্সাল XL অ্যালুমিনিয়াম বডির. এটি 5 ইঞ্চির 1080p ডিসপ্লে যুক্ত. পিক্সাল XL এ 5.5 ইঞ্চির কোয়াড কোর HD ডিসপ্লে দেওয়া হয়েছে. এইদুটি ফোনই অসাধারন সব ফিচার্স যুক্ত. এই ডিভাইসে 12.3 MP,8MP ক্যামেরা আছে.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

Samsung Galaxy S7 Edge

এই স্মার্টফোনে 4GB র্যাম আর 32 GBর ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসের ব্যটারি 3600mAh. এর ক্যামেরা 12MP ডুয়াল ক্যামেরা. এটি অ্যান্ড্রয়েড 6.0 তে কাজ করে.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

Apple iPhone7

আইফোন 7এ 4.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লের রেজিলিউশন 1334x750 পিক্সাল. এই ডিসপ্লের ডেনসিটি 326ppi. এই ডিভাইসে A10 ফিউশন চিপ আছে, এটি কোয়াড কোর 64-বিট চিপস্টেক আর 3GB র্যাম যুক্ত. এই ডিভাইসের ফ্রন্ট কেমেরা 7MP আর রেয়ার ক্যামেরা 12MPর.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

Apple iPhone6S

অ্যাপেল আইফোন 6S এর ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 4.7 ইঞ্চির রেটিনা HD ডিসপ্লে দেওয়া হয়েছে. এটিতে 2GB র্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে. আপনাদের বলে রাখি যে, আইফোনে স্টোরেজ বাড়ানোর অপশন থাকেনা. এর সঙ্গে এই ফোনে 12MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

HTC 10

HTC 10 ফোনে স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে. এই ডিভাইসে 5.2 ইঞ্চির কোয়াড HD সুপার LCD 5 ডিসপ্লে আছে. ফোনে 4GB র্যাম আছে. এই স্মার্টফোনে 12MP’র আল্ট্রাপিক্সাল ক্যামেরা আছে. এই ক্যামেরাটিতে সোনি Exmor R IMX377 ইমেজ সেন্সার আছে. ফোনে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

Huawei P9

এই ফোনের রেয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. এই ডিভাইস থেকে লো লাইটেও ভাল ছবি তোলা যায়. এই ডিভাইসের র্যাম 4GB. এই ডিভাইসের স্টোরেজ 64GB. এই ডিভাইসে ক্যামেরা 12 আর 8 MP.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

OnePlus 3T

ওয়ানপ্লাস 3T তে 6GB র্যামের সঙ্গে 64GB বা 128GB’র ইন্টারনাল স্টোরেজ বেছে নেওয়ার সুযোগ পাওয়া যাবে. এই স্মার্টফোনে 16MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, এটি স্যামসং এর f/2.0 অ্যাপার্চারযুক্ত সিস্টেম. এর ব্যাটারিও বড়. এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার অ্যাড্রিনো 530 GPU এর সঙ্গে আছে. এটির কোয়াড কোর প্রসেসার এর ক্লক স্পিড 2.35GHz. এই প্রসেসার যুক্ত অন্য ডিভাইস গুলি হল শুধু গুগল পিক্সাল, পিক্সাল XL আর অসুস জেনফোন 3 ডিলাক্স.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

LG G5

এই ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. রেয়ার ক্যামেরা 16MP আর ফ্রন্ট ক্যামেরা 8MP. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 SoC আছে. এই ডিভাইসে 4GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসের ব্যটারি 2800mAh.

ভারতের সেরা ক্যামেরা স্মার্টফোন

Moto Z

Moto Z, 5.5 ইঞ্চি QHD ডিসপ্লে যুকর ফোন. এর সঙ্গে এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আর 4GB র্যাম আছে. এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়. একটিতে 32GB ইন্টারনাল স্টোরেজ ও অন্যটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ অপশন থাকবে . এটি একটি মডিউলার স্মার্টফোন.