বিগত বেশ কিছু সময় ধরে আমরা দেখেছি যে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা ভাল রকমের বৃদ্ধি পেয়েছে। আর এই সময়ে ফোনের বাজারে নতুন নতুন প্রযুক্তি দেখা গেছে। আর এখানে স্মার্টফোনে এক সময়ে সিকিউরিটি ফিচারে শুধু প্যাটার্ন লক বা পিন অপশান থাকত এখন সেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থেকে ফেস আনলক ফিচার সব কিছু এসে গেছে। আর এই সময়ের স্মার্টফোন গুলির ডিস্প্লেও আগের থেকে অনেক বড়।
আমরা যদি ভারতের স্মার্টফোনের বাজার দেখি তবে এখানে Xiaomi র মতন কোম্পানি নিজেদের আধিপত্য বিস্তার করেছে।
আর এই সময়ে আমরা তাই একটি নির্দিষ্ট রেঞ্জের ফোনেও অনেক কিছু পেয়েও যাই। আর আজকে আমরা এখানে আপনাদের সেই সব ফোনের বিষয়ে বলব যা এই সময়ে দারুন ক্যামেরা অফার করে।
আর আজকে আমরা এখানে আপনাদের এমন কিছু স্মার্টফোনের কথা বলব যা ভারতে 15,000 টাকা দামের মধ্যে দারুন সব ক্যামেরা দেয়। মানে এই দামের মধ্যে দারুন কিছু ক্যামেরা যুক্ত স্মার্টফোনের বিষয়ে আমরা আজকে আপনাদের জানাব।
Redmi Note 7 Pro ফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম মাত্র 13,999 টাকা আর এই ফোনের 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। আর য 11,999 টাকায় Redmi Note 7 ফোনটি কেনা যায় আর এই ফোনে আপনারা 3GB র্যাম আর 32GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা।
Note 7 Pro ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5;9 আর এই ফোনে একটি ডট নচ ডিসপ্লে আছে। আর ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত আর এই ডিভাইসটি রিফ্লেক্টিভ গ্লাস ডিজাইন যুক্ত। Redmi Note 7 Pro ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা তে 48+5 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন আর এই ফোনে ফ্রন্টে একটি 13MP র AI ক্যামেরা দেওয়া হয়েছে।
Galaxy M30 ফোনটি কোম্পানির M সিরিজের ফোন আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত। আর এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা একটি নচও পাবেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনে Exynos 7904 অক্টা কোর প্রসেসার পাবেন আর এর সঙ্গে এই ফোনের ক্যামেরার দিকটি যদি দেখি তবে এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 13MP+5MP+5MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
Sasmung Galaxy M20 ফোনটির স্পেক্স যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 6.3 ইঞ্চির FHD+LCD ইনফিনিটি V ডিসপ্লে আছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিউও 19:9:5। আর এই ফোনে আপনারা দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাবেন। 32GB আর 64GB আর এদের র্যাম যথাক্রমে 3GB/4GB। আর এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+5MP ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে।
Honor 10 LIte ফোনটিতে আপনারা অক্টা কোর HiSilicon Kirin 710 প্রসেসার পাবেন। এই ফোনে GPU Turbo 2.0 আছে আর এই ফোনের গ্রাফিক্স পার্ফর্মেন্স আর এফিসিয়েন্সির জন্য 60% বুস্ট করতে পারে। আর এই ফোনে আপনারা ক্যামেরাতে একটি 13 আর অন্যটি 2 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ডিসপ্লে 6.21 ইঞ্চির IPS LCD Full HD+।
ফোনের ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লের টপে ওয়াটার ড্রপ নচে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা একটি 3,4000mAh য়ের ব্যাটারি পাবেন।
Asus Zenfone Macx Pro M2 6.2 ইঞ্চির ফুল HD+ স্ক্রিনের ফোন। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 6 দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর এই ফোনে আপনারা 3GB আর 4GB র্যামের সঙ্গে 6GB র্যাম ভেরিয়েন্ট পাবেন। আর এই ফোনে স্টোরেজ 32Gb আর 64GBর। ফোনটিতে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে।
অপ্টিক্সের বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা 12mP র ক্যামেরা আর একটি 5MP র ক্যামেরা পাবেন আর এই ফোনে ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Realme U1 ফোনটিতে 6.3 ইঞ্চির ফুল HD+ রেজিলিউশান আছে আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে চলে। আর এই ফোনে আপনার 2.1GHz MediaTek Helio P70 SoC প্রসেসার আর ARM G72 GPU পাবেন। ফোনে 3GB র্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে 4GB র্যাম আর 64GB স্টোরেজ আছে আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে 13MP+2MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
Honor 8X ফোনটিতে আপনারা একটি 6.5 ইঞ্চির FHD+ TFT IPS নচ ডিসপ্লে পাবেন আর এই ফোনের রেজিলিউশান 1080x2340।
ফোনটিতে 4GB র্যাম আর 64GB স্টোরেজ আছে আর এর সঙ্গে ফি অনে আপনারা 6GB র্যাম পাবেন আর এর স্টোরেজ 64GB থেকে 128GB পর্যন্ত পাওয়া যাবে। ফোনে একটি 3,750mAH য়ের ব্যাটারি আছে।
ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে 20+2MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 3.5mm ওডিও জ্যাক পাবেন।
Nokia 6.1 Plus ফোনে আপনারা এজ টু এজ ডিসপ্লে পাবেন। এই ফোনে একটি 5.8 ইঞ্চির FHD+(2280x1080) ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান পাবেন।
ফোনটিতে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট দেওয়া হেয়ছে। আর এই ফোনে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হেয়ছে, এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর Nokia 6.1 Plus ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস মানে এতে সময়ে সময়ে অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেট আসতে থাকবে।
এই ফোনে ডুয়াল ক্যামেরাতে 16+5MP র ক্যামেরা আছে। আর ফোনের ফ্রন্টয়ে একটি 16MP র ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনে আপনারা 3,060mAH য়ের ব্যাটারি পাবেন।
Xiaomi Mi A2 ফোনটিতে একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এছাড়া এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 দেওয়া হয়েছে। আর এই ফোনে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হেয়ছে। আর এই ফোনটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।
এই ডিভাইসে একটি 12MP আর 20MP র রেয়রা ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এইফোনটিতে আপনারা 3,000mAh য়ের ব্যাটারি পাবেন।
Honor 9N ফোনটিতে 13+2মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এছাড়া এই ফোনে আপনারা LED ফ্যাশ পাবেন। আর এই ফোনে একটি 16MPর 2.0µm pixel sensor size সেরলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 3,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।