আপনি যদি বাজেট স্মার্টফোন কিনতে চান তবে আপনার কাছে অনেক গুলি বিকল্প আছে. এমন অনেক বাজেট স্মার্টফোন আছে যা এন্ট্রি লেভেল ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতন পারফরমেন্স দেয়. স্মার্টফোন কেনার আগে এই স্মার্টফোনের লিস্ট একবার দেখে নেওয়া ভাল.
Moto G5 Plus
Moto G-series ভারতে পাওয়া যায় এমন সেরা স্মার্টফোন গুলির মধ্যে একটা. এই ডিভাইসে লেটেস্ট অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট সিস্টেম আছে. এছাড়া এই ডিভাইসের ব্যাটারি লাইফও খুব ভাল. এই ডিভাইসটিতে 5.2 ইঞ্চি ডিসপ্লে আছে. এই ডিভাইসের ব্যাটারি 3000mAh. এই ডিভাইসের ক্যামেরা 12 আর 5 মেগাপিক্সালের.
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 16,999 টাকায় Moto G5 Plus (Lunar Grey, 32 GB) (4 GB RAM)
Coolpad Cool 1
এই স্মার্টফোনটি বাজেট রেঞ্জের মধ্যে পাওয়া যায় এমন ফোনের মধ্যে একটি. এই ডিভাইসে 5.5 ইঞ্চি ডিসপ্লে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625, 4GB র্যাম, ইন্টারনাল স্টোরেজ 32GB আছে. এছাড়া এই ডিভাইসে 13 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের, এই ডিভাইসের ব্যাটারি 4000mAh.
Xiaomi Redmi Note 4
এই লিস্টের পরবর্তী ফোন হল সাওমি রেডমির. এই ডিভাইসের ব্যাটারি লাইফ খুবই ভাল. এ ডিভাইসে 4100mAh ব্যাটারি আছে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে. এই ডিভাইসটিতে 4GB র্যাম এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 13 আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিস্কালের.
Xiaomi Mi Max
বাজেটের মধ্যে যদি আপনার ফ্যাবলেট কেনার ইচ্ছে হয় তবে আপনি Xiaomi Mi Max কিনতে পারেন. এই ডিভাইসে 6.44 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 650 আছে. এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 3GB আর এর ব্যাটারি 3850mAh. এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেম আছে.
Nubia ZTE Z11 Mini
আপনি এই স্মার্টফোনটিও কিনতে পারেন, এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 617 SoC আছে. এই ডিভাইসের ডিসপ্লে 5.0 ইঞ্চি. এতে 3GBর র্যাম আছে আর স্টোরেজ 32GB. এই ডিভাইসের ব্যাটারি 2800mAh.
Honor 6X
এই ডিভাইসে 3GB র্যামের সঙ্গে আপনি 32GBর ইন্টারনাল স্টোরেজ পাবেন. এই ডিভাইসে খুব ভাল ক্যামেরা আছে. এই দিব্ভাইসে 12+2 মেগাপিক্সাল ক্যামেরা আছে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসে র্যাম 3GBর. এর ব্যাটারি 3340mAh.
Moto G4 Plus
এই স্মার্টফোনে স্টেলার ক্যামেরা আছে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 617 আছে. এই ডিভাইসের ব্যাটারি 3000mAh. এই ডিভাইসের অপারেটিং সিস্টেম 6.0.1.
InFocus Epic 1
এই স্মার্টফোনটিতে ডেকা কোর প্রসেসার আছে. এছাড়া এই ডিভাইসের ডিজাইনও বেশ ভাল. এই ডিভাইসে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে. এছাড়া এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 617 যুক্ত. এই ডিভাইসের ব্যাটারি 3000mAh. এই ডিভাইসের অপারেটিং সিস্টেম 6.0.1.
XIaomi Redmi 3S Prime
এই ডিভাইসে 5.0 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসটি মিডিয়াটেক কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 SoC যুক্ত. এই ডিভাইসটিতে 3GB র্যামের সঙ্গে 32GBর ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসের ব্যাটারি 4100mAh. এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে.
Lenovo K6 Power
এই ডিভাইসের ডিজাইন Xiaomi Redmi Note 3 এর মতন. এই ডিভাইসে অক্টাকোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন আছে. এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 32GB. এতে 5.0 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসের ব্যাটারি 4100mAh. এই ডিভাইসের অপারেটিং সিস্টেম ৬.0.1.
ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.9,999 টাকায় Lenovo K6 Power (Gold, 32 GB) (3 GB RAM)