ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Jul 29 2016
ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

আপনি যদি নিজের পুরোনো ফোন কে ছেড়ে নতুন ফোন নেয়ার কথা ভাবছেন এবং আপনার বাজেট বেশি নয় তালে আপনাদের জন্য আমাদের লিস্ট এ ২০১৬ (জুলাই) এর বেস্ট মোবাইলে ফোন এর তথ্য দেওয়া হয়েছে। আমরা এখানে ভারতে পাওয়া সেরা বাজেট স্মার্টফোনের ফিচার্স ও পারফর্মেন্স এর তথ্য দিচ্ছি। আমাদের লিস্ট টি আপনার নিশ্চই কাজে আসবে।

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

শাওমি রেডমি নোটে 3

শাওমি রেডমি নোট 3 তে আছে 5.5 ইঞ্চি ডিসপ্লে আর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। এইটা প্রথম এমন স্মার্টফোন যেটা এই প্রসেসর সহ ভারতে পেশ করা হয়েছে। এইটা আপনি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট এ পাবেন মানে ১৬GB ও ৩২GB ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। এইটা তে ২GB ও ৩GB রাইম দেওয়া আছে. ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ সঙ্গে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া. এছাড়াও 5 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফোন এ দেওয়া। এটা ৪০৫০mAh ধারণক্ষমতা বইটি দিয়ে চলে.

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

আসুস জেনফোন 2 ZE55 1 ML

আসুস নিজের স্মার্টফোন জেনফোন 2 সম্প্রতি ভারতীয় বাজারে চালু করেছে. এই ফোন 4GB Ram এবং 64GB ইনবিল্ট স্টোরেজ দিয়ে সজ্জিত করা। ফোন ইন্টেল এটম Z3580 চিপ দিয়ে সজ্জিত করা হয়. এই ফোন এর ব্যাক এ 13MP ও ফ্রন্ট এ 5MP ক্যামেরা দেওয়া. এছাড়া এটা তে একটা 1.83GHz কয়েড কোর প্রসেসর এর সঙ্গে দেওয়া। এইটা বাজেট এ পাওয়া যাবার একটা বেস্ট ফোন।

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

শাওমি Mi4i

শাওমি Mi4i তে 5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া. এটা অ্যান্ড্রয়েড Lolipop এর সঙ্গে নতুন MIUI 6 চলে, যা ভারতীয় সাইন্ট্রিক ফিচার সহ আসে. নতুন MIUI 6 বিভিন্ন ভাষায় এবং হিন্দি সহ বিভিন্ন ভারতীয় ভাষা কে সাপোর্ট করে. এছাড়াও এটা দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন 615 অক্টার কোর 64 বিট প্রসেসর আয়ের সাথে 2GB RAM দিয়ে সজ্জিত করা. এটার দাম 15,000.

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

লেনোভো Vibe K4 নোট

লেনোভো Vibe K4 নোট নিজের পুরোনো সংস্করণ K3 নোট এর স্থান নিয়ে ছে. এটির ডিজাইন মটোরোলা স্মার্ট ফোনের মতন এ দেখতে। এটা তে কার্ভড ব্যাক দেওয়া হয়েছে. এটা তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও দেওয়া, কম দাম এ এটা একটি ভালো ফোন বলা যেতে পারে. এটা তে আট-কোর মিডিয়াটেক MT6753 SoC প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া 3GB RAM উপস্থিত রয়েছে. এটা তে 16GB ইন্টারনাল স্টোরেজ সঙ্গে মাইক্রো এসডি কার্ড সমর্থন করে.

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

হোনর  5X

Honor 5X তে 5.5 ইঞ্চি FHD 1080x1920 পিক্সেল রেজল্যুশন ডিসপ্লে দেওয়া হয়েছে. এছাড়া স্মার্টফোন 64-বিট অক্টার কোর কোয়াল-কোম স্ন্যাপড্রাগন 616 প্রসেসর এর সঙ্গে উপস্থিত। এছাড়া এতে Adreno 405 GPU দেওয়া। স্মার্টফোনে 16GB ইন্টারনাল দেওয়া যা আপনি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128GB অব্দি বাড়াতে পারেন। এতে ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল LED ফ্ল্যাশ সহ 13MP রিয়ার ক্যামেরা ও f/2.2 অ্যাপারচার 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া। এটা 3000mAh ব্যাটারি রয়েছে.

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

মোটা G টার্বো

এটা 5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে সজ্জিত. এটার ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 3 দিয়ে সুরক্ষিত করা. এছাড়া এই স্মার্টফোনে 64-বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 615 প্রসেসর, অ্যাড্রিনো 405GPU ও ২GB রাম দিয়ে সজ্জিত করা. এছাড়া এতে 16 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সম্প্রসারিত করা যেতে পারে. এছাড়া এটি ওয়াটারপ্রুফ।

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

মিজু M2 নোট

মিজু ভারতে খুব কম সময় হয়েছে এন্ট্রি করেছে. M1 একটি অসাধারণ স্মার্টফোন ছিল, কিন্তু M2 নোট এর কথা ই আলাদা। এইতা নিজের দাম হিসাবে একটি দারুন ফোন বলা যেতে পারে।

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

কুলপ্যাড নোট 3

স্মার্টফোন 64-বিট 1.3GHz অক্টা-কোর মিডিয়াটেক MT6753 প্রসেসর এর সঙ্গে সজ্জিত। এতে 16GB ইন্টারনাল স্টোরেজ ও পাওয়া যাবে। যা আপনি মাইক্রোএসডি কার্ড এর সাহায্যে ৬৪GB অব্দি বাড়াতে পারেন।এটা একটা ভাল ব্যাটারি দিয়ে সজ্জিত যেটা একটি সিঙ্গল চার্জে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রদান করে.

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

লিইকো Le 2

লিইকো Le 2 Smartphone একটি 5.5 -ইঞ্চি Full HD IPS LCD Capacitive touchscreen এর সঙ্গে পাওয়া যায় 1080 x 1920 পিক্সেল রেজল্যুশনের সঙ্গে প্রতি ইঞ্চিতে 401 পিক্সেলের একটি পিক্সেল ঘনত্বে। ফোনটি একটি 1.8 GHz Octa কোর প্রসেসর দ্বারা চালিত হয় এবং এটি RAM এর 3 GB এর সঙ্গে পাওয়া যায়। লিইকো Le 2 টি Android 6.0 OS পরিচালিত করে। এছারা এতে আছে ডুয়াল-টোন LED ফ্লাশ যুক্ত একটি ১৬ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল এর ফন্ট ক্যামেরা দেওয়া।

ভারতের জুলাই 2016 সালের সেরা বাজেট স্মার্টফোন

লিইকো লি 1S

আমাদের বাজেট লিস্ট এ এই ফোনটা তৃতীয় নম্বর এ দেয়া আছে. এই স্মার্টফোন মাত্র 7.5mm এর. এছাড়া এতে আছে মিডিয়াটেক এর হেলিও X10 চিপসেট, যেটা 2.2Ghz অক্টা-কোর CPU দিয়ে চালিত হয়ে. এছাড়া এতে আছে 3GB Ram. সাথে আছে এতে 5.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে 1080p রেজোল্যুশন এর সাথে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটা তে ফিঙারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে. ফটোগ্রাফির জন্য এতে 13MP র ISOCELL ক্যামেরা, সিঙ্গল LED ফ্ল্যাশ এর সঙ্গে দেওয়া ও 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া। এই স্মার্টফোনটির দাম Rs.15000.