বাজার এখন এমনই অগ্নিমূল্য। সবজি থেকে পেট্রোল, রোজকার জিনিস থেকে শুরু করে সবের দামই আকাশছোঁয়া। এমন অবস্থায় যদি পকেটে বেশি চাপ না দিয়ে বাজেট ফোন কিনতে চান তাও ফিচারে ঠাসা তাহলে কিন্তু ভারতের বাজারে একাধিক অপশন পেয়ে যাবেন। এর মধ্যে অবশ্যই আছে Vivo, Samsung, IQOO, ইত্যাদির মতো কোম্পানি। 15,000 যদি আপনার বাজেট হয় তাহলে দেখুন কোন কোন ফোন কিনতে
পারবেন।
এই ফোনটির দাম 12,999 টাকা। কিন্তু এখানে আছে MediaTeK Dimensity 6020 প্রসেসর। 60 HZ রিফ্রেশ রেট সহ একটি 6.58 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা পাবেন। আছে 5000 mAh ব্যাটারি।
Exynos 1330 প্রসেসরের সাহায্যে চলা এই ফোনের দাম মাত্র 13,999 টাকা। এখানে 6.6 ইঞ্চির একটি PLS LCD ডিসপ্লে আছে। ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এখানে, যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এখানেও 5000 mAh ব্যাটারি আছে।
এই ফোনের দামও 13,990 টাকা। এখানেও Exynos 1330 প্রসেসর আছেন তবে এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরায় পাবেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 90 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি PLS LCD ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনে। এখানে আছে দুর্দান্ত একটি ব্যাটারি, 6000 mAh ফলে এক চার্জে চলবে অনেকক্ষণ।
Samsung এর এই ফোনটি 13,490 টাকার বিনিময়ে কেনা যাবে। 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে আছে এই ফোনে যেখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। এছাড়া 50+2+2 মেগাপিক্সেলের তিনটি রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। এটি চলে Exynos 1330 প্রসেসরের সাহায্যে। এখানেও 6000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি পাবেন।
নাম থেকেই বুঝতে পারছেন এটি একটি 5G ফোন যা কিনা আপনি মাত্র 14,499 টাকায় কিনতে পারবেন Snapdragon 750G প্রসেসরের সাহায্যে চলা এই ফোনে আছে 120 Hz রিফ্রেশ রেট। এখানে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এখানে। আছে 5000 mAh ব্যাটারি।
এই ফোনের দাম 13,990 টাকা। এই 5G ফোনটি চলে Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে। এটির ডিসপ্লেটি একটু ছোট, 6.58 ইঞ্চির। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। 5000 mAh ব্যাটারি রয়েছে এখানে।
Redmi এর এই 5G ফোনটি তুমুল সস্তা। এই লিস্টের মধ্যে অন্যতম সস্তা 5G ফোন বলা যায়। এখানে আছে MediaTek Dimensity 700 প্রসেসর সহ 6.58 ইঞ্চির একটু IPS LCD ডিসপ্লে। 5000 mAh ব্যাটারি পাওয়া যাবে এই ফোনে। 50+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে। এটির দাম 12,990 টাকা।
Vivo এর এই ফোনটি 13,999 টাকার বিনিময়ে কিনতে পারবেন। এখানেও ডুয়াল রিয়ার ক্যামেরা আছে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 60 HZ রিফ্রেশ রেট সহ 6.58 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাবেন এই ফোনে। MediaTek Dimensity 6020 প্রসেসরের সাহায্যে চলে এটি।
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা যুক্ত এই ফোনটির দাম 14,599 টাকা এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে। MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 90 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাবেন এখানে।
এই ফোনটির দাম 12,313 টাকা। এখানে Exynos নয় বরং MediaTek Dimensity 700 প্রসেসর আছে ডুয়াল রিয়ার ক্যামেরা পাবেন এই ফোনে, যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 5000 mAh ব্যাটারি তো থাকবেই।
এটির দাম মাত্র 11,999 টাকা। বিপুল সস্তা এই ফোনটি চলে MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে। এখানে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে রয়েছে। 5000 mAh ব্যাটারি পাবেন এই ফোনে।
এটিও একটি 5G ফোন যেখানে 6 GB RAM পাবেন স্টোরেজের জন্য। এটির দাম মাত্র 14,990 টাকা Samsung এর Exynos 1330 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 90 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে। 6000 mAh ব্যাটারি পাবেন।
Infinix এর এই ফোনটি এই তালিকার অন্যতম সস্তা ফোন। এটির দাম 11,499 টাকা। এখানে MediaTek Dimensity 810 প্রসেসর আছে। 120 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে 5000 mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তো থাকবেই। এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে।
এই ফোনটির দাম 14,999 টাকা। এই 5G ফোনে আছে Exynos 1330 প্রসেসর সহ 8 GB RAM। 90 HZ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। 50+2+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন এই ফোনে। এছাড়া আছে একটি 5000mAh এর শক্তিশালী ব্যাটারি।
MediaTek Dimensity 920 প্রসেসর আছে এই ফোনে। 8 GB RAM যুক্ত এই ফোনের দাম 14,999 টাকা। 120 Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে রয়েছে। এখানেও ট্রিপল রিয়ার ক্যামেরা আছে প্রাইমারি ক্যামেরায় পাবেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। 5000mAh ব্যাটারি পাবেন এই ফোনে।
এটিও একটি বাজেট ফোন যার দাম 12,499 টাকা। এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 6020 প্রসেসরের সাহায্যে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এখানে। 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই ওজন যেখানে 90 HZ রিফ্রেশ রেট আছে। 5000mAh এর একটা ব্যাটারিও আছে Tecno এর এই ফোনে।
এটিও একটি 5G ফোন যা আপনি মাত্র 14,499 টাকায় কিনতে পারবেন। 90 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে রয়েছে এই ফোনে যার সাইজ 6.6 ইঞ্চি। MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা পাবেন। 5000 mAh ব্যাটারি এবং একটি 4 GB RAM থাকবে এখানে।
এই ফোনের দাম 13,499 টাকা। এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাবেন এখানে, সঙ্গে আছে 5000 mAh ব্যাটারি। MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
এটি একটি 5G ফোন। এই ফোনের 6GB RAM যুক্ত মডেলের দাম 14,999 টাকা। Snapdragon 750G প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। 6.6 ইঞ্চির একটি TFT ডিসপ্লে পাবেন এখানে। 50+8+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। সঙ্গে 5000 mAh ব্যাটারি তো থাকছেই।
এই বাজেট ফোনের দাম 14,499 টাকা। MediaTek Dimensity 700 এর সাহায্যে চলা এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে। এখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় পাবেন 48 মেগাপিক্সেলের একটি সেন্সর। 5000mAh ব্যাটারি আছে।