সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Apr 10 2017
সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

এখনকার স্মার্টফোন গুল যেসমস্ত ফিচার দিচ্ছে তার মধ্যে ভাল অপটিমাইজেশন যুক্ত বেশিক্ষণ চলার মতন  ব্যাটারি প্যাক অন্যতম। ভাল পারফরমেন্সের সঙ্গে ভাল ক্ষমতা সম্পন্ন ব্যাটারি একটি স্মার্টফোন ভাল হবার অন্যতম শর্ত। এখানে আমরা  তেমন কিছু স্মার্টফোনের কথা বলব যার ব্যাটারি ভাল। এই সব ফোন গুলিই ভারতে পাওয়া যায় এবং এগুলি বিভিন্ন ধরনের ক্রেতার জন্য ভাল।

 

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

সাওমি রেডমি 3S (৬,৯৯৯ টাকা)
4100 mAh ব্যাটারি নিয়ে সাওমি রেডমি 3S আপনার বাজেটের মধ্যে থাকা একটি ফোন। এছাড়া এটি অন্যান্য  7K স্মার্টফোনের মধ্যে এর পারফর্মেন্স ভাল এবং এর ব্যাটারি লাইফও সবথেকে ভাল.

আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

লেনোভো  K6 পাওয়ার ( ৯,৯৯৯ টাকা)
সাওমি রেডমি 3s প্রাইমের পদাঙ্ক অনুসরণ করে K6 পাওয়ার  রেডমির মত একই ধরনের পারফরমেন্স ও ব্যাটারি লাইফ দিচ্ছে। যাই হোক এটি  1080p ডিসপ্লে ফিচার যুক্ত এবং এতে ভাল ছবি তোলা যায় এমন 13MP রেয়ার ক্যামেরা আছে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.10,999 টাকায় Lenovo K6 Power

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

সাওমি রেডমি নোট 4( ৯,৯৯৯টাকা)

সাওমির রেডমি নোট 4 এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে এরকম  ভাল ব্যাল্যান্স যুক্ত অন্যতম সেরা স্মার্টফোন, এবং 4100mAh ব্যাটারি আপনাকে হতাস করবেনা।  অনেক বেশি ব্যাবহার করা হলেও রেডমি নোট 3 এর ব্যাটারি একদিনের বেশি ব্যাটারি লাইফ দেয়। তবে রেডিমি নোট 3র মতন এর পারফরমেন্স অত ভাল নয়, তবে আপনি এতে একটি ভাল ক্যামেরা ও ভাল ব্যাটারি লাইফ পাবেন।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.12,999 টাকায় Redmi Note 4

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

সাওমি মি ম্যাক্স প্রাইম( ১৯,৯৯৯টাকা)

আপনি যখন কোন স্মার্টফোনে 6.44inch এর ডিসপ্লে এবং অনেকক্ষণ চলার মতন ব্যাটারি পান তখন তা আপনাকে আকর্ষণ করবে। সাওমি ঠিক তাই করছে, 4850mAh ব্যাটারি যুক্ত মি ম্যাক্স প্রাইম ফোনে। কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 625Soc, 4GB র‍্যাম ও 128Gb স্টোরেজ যুক্ত এই মি ম্যাক্স প্রাইম।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.14,999 টাকায় Mi Max

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

লেনোভো পি২ (১৭,৯৯৯টাকা)

5100mAh ব্যাটারি যুক্ত লেনোভো পি২ হল ভাল ব্যাটারি যুক্ত  আজকের দিনের অন্যতম সেরা একটি স্মার্টফোন। এটি কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 625 SoC ও ব্যাটারি যুক্ত এমন একটি কম্বিনেশন যা, একে সেরা স্মার্টফোন করেছে। ফোনটি অনায়াসেই দুদিন ব্যাবহার করা যায়, এবং যদি আরও ভালভাবে ব্যবহৃত হয় তবে আরও বেশি দিন এর লাইফ থাকতে পারে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.17,999 টাকায় Lenovo P2 (Gold, 32 GB) (4 GB RAM)

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

মোটো জেড প্লে ( ২৪,৯৯৯টাকা)

মোটো জেড প্লে হয়ত 25K দামের কাছাছি ফোন হিসাবে সেরা পারফরমেন্স দেয়না, তবে এটি বিশ্বাসযোগ্য ব্যটারি দেয়। ফোনটি ১৬-১৭ ঘণ্টা অল্প গেমিংএর সঙ্গে সহজেই চলে। অল্প ব্যবহারের সঙ্গে, ফোনটি সহজেই ২৪ ঘণ্টার মতন চার্জ না করে চলে যায়।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.24,999 টাকায় Moto Z Play with Style Mod (Black, 32 GB)

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

ওয়ান প্লাস ৩টি (২৯,৯৯৯ টাকা)

ওয়ান প্লাস ৩টি ২০১৬ সালের  সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে একটি। এই স্মার্টফোনটিতে 3400 mAh এর ব্যাটারি আছে, শুনে হয়ত তত ভাল মনে হচ্ছেনা, তবে সফটওয়্যার ওপ্টিমেশন ও ড্যাশ চার্জ একে ভরসাযোগ্য ব্যাটারি লাইফ দিয়েছে। এবং সঙ্গে আছে ভরসা যোগ্য হাই পারফর্মেন্স।

আমেজান থেকে 29,999 টাকায় কিনুন OnePlus 3T (Gunmetal, 6GB+64GB)

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

গুগ্ল পিক্সল এক্সএল ( ৬৪,০০০ টাকা থেকে শুরু)

গুগলের সাম্প্রতিকতম স্মার্টফোন হল পিক্সাল এক্সএল,   আজপর্যন্ত অ্যাড্রয়েডের বানানো সেরা ফোন। এর 3450 mAh ব্যাটারি প্যাকের ফলে  পিস্কাল এক্স এল একদিন চার্জ করে দুদিন পর্যন্ত ব্যবহার করা যায়, যদি না আপনি মোবাইলে অতিরিক্ত গেম খেলেন।

আমেজান থেকে 65,890 টাকায় কিনুন Google Pixel XL (Very Silver, 32 GB)

সেরা ব্যাটারি স্মার্টফোন বাজেটের মধ্যে

আইফোন ৭ প্লাস ( আনুমানিক ৬৩,০০০ টাকার ওপর)

অ্যাপেল আইফোন ৭ প্লাসে  2900 mAh ব্যাটারি আছে যা হয়ত তেমন ভাল শোনাচ্ছেনা, তবে সত্যি বলতে এটি খুব ভাল ব্যাকআপ দেয়। এই আইফোন ৭ প্লাসের অন্যতম শক্তিশালী A10 প্রসেসার থাকা সত্তেও  এটি সহজেই একদিন চলে যায়। এটি আজকের দিনের সেরা ক্যামেরা সহ ভাল স্পিড যুক্ত ফোন।

আমেজান থেকে 49,999 টাকায় কিনুন Apple iPhone 7 (Black, 32GB)