আপনি কি Rs. 20000 টাকা দামের মধ্যে স্মার্টফোন খুঁজছেন? তবে এই দামের মধ্যে আপনার কাছে অনেক অপশান আছে। তবে এর মধ্যে সব ফোনই অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত নয়। যা কিনা অ্যান্ড্রয়েডের মার্কেটে পাওয়া লেটেস্ট ভার্শান। এই নতুন অপারেটিং সিস্টেমটি ভাল অ্যাপ ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত। আর এটি সিকিউরিটির দিক থেকেও ভাল। আমরা বিশ্বাস করি যে পারফরমেন্সই হল ফোন কেনার সেরা বিষয়। তাই এখানে Rs. 20000 দামের মধ্যে সেরা কিছু ফোন আমরা আপনাদের জন্য নিয়ে এলাম যা অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত। আর এই ফোন গুলির মধ্যে বেশিরভাগ ফোনই অ্যান্ড্রয়েড ওরেওর আপডেট পাবে যা সবার জন্য পাওয়া যাবে।
Honor 8
হনার 8প্রোর পারফরমেন্স ভাল আর এই ফোনের ক্যামেরা অন্যতম সেরা ক্যামেরা এই ধরনের ফোনের মধ্যে। হনারের এই ফোনটির ডিসপ্লে 5.2-ইঞ্চির আর যার রেজিলিউশান 1080p। এই ফোনটিতে HiSilicon Kirin 950 আছে। এই ফোনটিতে 4GB র্যাম দেওয়া হয়েছে আর এর স্টোরেজ 32GB। এই ফোনের ক্যামেরার দিকে দেখলে দেখা যাবে যে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা আছে, ক্যামেরাদুটি হল 12MP, 8MP’র। আই ফোনের ব্যাটারি 3000mAh এর। এই ফোনটির দাম ১৮,৯৯৯ টাকা।
Motorola Moto G5s
Moto G5 এর আপডেটেড ভার্শান হল Moto G5s। এটি সাইজে একটু বড় আর ভাল ক্যামেরা যুক্ত ফোন। এই ফোনটির ব্যাটারি সাইজও বাড়ানো হয়েছে। এই ফোনটির ডিসপ্লে 5.2-ইঞ্চি, যার রেজিলিউশান 1080p। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 আছে আর এই ফোনের র্যাম 3GB আর স্টোরেজ 32GB’র। এই ফোনের ক্যামেরা দুটি হল 16MP, 5MP’র। এই ফোনটির ব্যাটারি 3000mAh। ফোনটির দাম ১৫, ৯৯৯ টাকা।
Lenovo K8 Plus
লেনোভোর K সিরিজের ফোন ভারতে ভালভাবে চলছে। লেনোভো এই ফোনের একটি স্টক এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে। লেনোভো জানিয়েছে যে এই ফোনটি অ্যান্ড্রয়েডের নতুন ভার্শান নিয়ে পাবে। এই ফোনটি 5.2-ইঞ্চির 1080p ডিসপ্লে যুক্ত। এই ফোনে মিডিয়াটেক হেলিও P25 আছে। এই ফোনের র্যাম 3GB আর এই ফোনের স্টোরেজ 32GB। এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা আছে, এই ক্যামেরা গুলি 13MP, 5MP’র। এই ফোনটির ব্যাটারি 4000mAh এর। এর দাম ১০,৯৯৯ টাকা।
যারা টিপিক্যাল সোনির ডিজাইন পছন্দ করেন তাদের জন্য Xperia XA1 ডুয়াল আদর্শ ফোন। 5-ইঞ্চি, 720p রেজিলিউশান ডিসপ্লে যুক্ত এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও P20 দেওয়া হয়েছে। এই ফোনের র্যাম 3GB আর এই ফোনের স্টোরেজ 32GB। আর এই ফোনের ক্যামেরা 23MP, 8MP’র। আর এই ফোনের ব্যাটারি 2300mAh’র। ফোনটির দাম ১৮,৯৯০ টাকা।
Moto G5 Plus
G5 প্লাস ২০ হাজার টাকার নিচের স্মার্টফোনের মধ্যে অন্যতম সেরা স্মার্টফোন। এই ফোনের ক্যামেরা ভাল আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরেওর আপডেট পাবে বলে কোম্পানি জানিয়েছে। এই ফোনে 5.2-ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1080p।
SoC: Qualcomm Snapdragon 625
RAM: 4GB
Storage: 32GB
Camera: 12MP, 5MP
Battery: 3000mAh
এর দাম ১৪,৯৯৯ টাকা
Honor 8 Lite
হনারের এই ফোনটি হনার 8 এর সহজ ভার্শান। এই ফোনটি এই ক্যাটাগরির ভাল ফোন।
এই ফোনের ডিসপ্লে ৫.2 ইঞ্চির যার রেজিলিউশান ১০৮০ পিক্সাল। এই ফোনে HiSilicon Kirin 655 আছে। এর র্যাম 4GB।
Storage: 64GB
Camera: 12MP, 8MP
Battery: 3000mAh
দাম ১৪, ৮৯০ টাকা
নোকিয়ার এই ফোনটিও একটি সেরা অ্যান্ড্রয়েড ফোন। নোকিয়া 5 তারই একটি উদাহরন।
দামঃ Rs. 13,299
এই ফোনটির ডিসপ্লে 5.2-ইঞ্চির আর যার রেজিলিউশান 720p। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 আছে। এই ফোনের র্যাম 2GB আর ইন্টারনাল স্টোরেজ 16GB। আর এই ফোনের দুটি ক্যামেরার একটি 13MP’র আর অন্যটি 8MP’র। আর এই ফোনে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
আপনি যদি এই তালিকায় সেরা দেখতে ফোন খুঁজছেন তবে LG Q6 হল সেই ফোন যা আপনি কিনতে চাইবেন।
দামঃ Rs. 14,990
এই ফোনের ডিসপ্লে 5.5-ইঞ্চির আর যার রেজিলিউশান 1080p। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 আছে। এই ফোনের র্যাম 3GB’র আর এর ক্যামেরা দুটি 13MP ও 5MP’র। এই ফোনের ব্যাটারি 3000mAh এর।
নোকিয়া 3 ফোনটি তাদের জন্য যারা নোকিয়া ফোন চান 10 হাজার টাকার নিচে।
দামঃ Rs. 9,499
এই নোকিয়ার ফোনটিতে 5-ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজিলিউশান 720p। এই ফোনে মিডিয়াটেক MT6737 আছে। এই ফোনের র্যাম 2GB ও ইন্টারনালস্টোরেজ 16GB’র। আর এই ফোনের ক্যামেরা দুটিই 8MP এর। এই ফোনে একটি 2650mAh এর ব্যাটারি আছে।
আপনি যদি LG Q6 পছন্দ করেন কিন্তু তা কিনতে না পারেন তবে মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি আপনার জন্য একটি ভাল অপশান।
এই ফোনটির ডিসপ্লে 5.7 ইঞ্চির যার রেজিলিউশান 720p এর। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 আছে। এই ফোনের র্যাম 3GB’র আর এর স্টোরেজ 32GB। আর এই ফোনের দুটি ক্যামেরার একটি 13MP এর আর অন্যটি 16MP এর। আর এই ফোনে একটি 2980mAh এর ব্যাটারি আছে।