ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

দ্বারা Digit Bangla | আপডেট করা Sep 29 2022
ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই ভারতে লঞ্চ হয়ে যাবে 5G পরিষেবা। দীপাবলির আগেই ভারতের কয়েকটি শহর যেমন কলকাতা, দিল্লি, ইত্যাদিতে লঞ্চ হতে চলেছে 5G পরিষেবা। তাই তার আগে যদি আপনার 5G ফোন কেনার পরিকল্পনা থেকে থাকে তাহলে দেখে নিন বিভিন্ন রেঞ্জের স্মার্টফোনের নাম এবং দাম। তালিকায় আছে Samsung, Redmi, Xiaomi, ইত্যাদির ফোন।

15,000 টাকার কমে 5G স্মার্টফোন কিনতে চাইলে তালিকা দেখুন।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Samsung Galaxy M13 5G

দাম: আসল দাম 13,999 টাকা কিন্তু এখন সেলে 11,999 টাকায় মিলছে।

ফোনের ডিসপ্লে 6.5 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে দেওয়া। প্রসেসর MediaTek Dimensity 700 রয়েছে। এছাড়া ব্যাটারি 15W চার্জার সহ 5000mAh সাপোর্ট করে।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Redmi Note 11T 5G

দাম: 14,999 টাকায় পাওয়া যাচ্ছে 64 GB ভ্যারিয়েন্ট। 

ফোনে ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির full HD+ ডিসপ্লে অফার করা হচ্ছে। প্রসেসর হিসাবে MediaTek Dimensity 810 চিপসেট দেওয়া। ব্যাটারি ক্ষেত্রে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া। 

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Poco M4 5G

দাম: এই ফোনের 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম 10,999 টাকা। এই দামেই এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই ফোন।

ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনে 6.58 ইঞ্চির full HD+ ডিসপ্লে। প্রসেসর রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর। ব্যাটারি দেওয়া 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

iQOO Z6 Lite 5G

দাম: Amazon এ এই ফোন এখন 13,999 টাকায় কেনা যাবে।

ফোনে ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসর Qualcomm Snapdragon 4 Gen 1 দেওয়া হয়েছে। ব্যাটারি হিসাবে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Realme 9i

দাম: ফ্লিপকার্টে এই ফোনটি মাত্র 14,999 টাকায় এখন কেনা যাবে।

ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির Full HD+ ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসাবে MediaTek Dimensity 810 প্রসেসর দেওয়া। ফোনে ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh রয়েছে।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

20,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন কিনতে চাইলে দেখুন

Samsung Galaxy M33 5G

দাম: 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল 14,499 টাকা। 

ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। প্রসেসর এর জন্য় Octa Core দেওয়া। ব্যাটারি 6000mAh রয়েছে। ডিসপ্লে: 120 Hz রিফ্রেশ রেট সহ full HD+ দেওয়া। ফোনে RAM অপশনে 6GB, 8GB দেওয়া।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Redmi Note 11T 5G

দাম: 6GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 14,999 টাকা।

প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 810 5G। ব্যাটারি এর জন্য 5000mAh দেওয়া। ডিসপ্লে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে। RAM অপশনে পাওয়া যাবে 6GB, 8GB।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

OnePlus Nord CE 2 Lite 5G

দাম: 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ সহ ভ্যারিয়েন্টটির দাম 18,999 টাকা।

ডিসপ্লে 120HZ রিফ্রেশ রেট অফার করা হয়। প্রসেসর হিসাবে Snapdragon 695 দেওয়া হচ্ছে। ব্যাটারি থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Moto G82 5G

দাম: 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এর দাম 19,999 টাকা।

ডিসপ্লে হিসাবে 120HZ রিফ্রেশ রেট এবং 360 HZ টাচ স্যাম্পলিং রেট সহ 6.6 ইঞ্চির ডিসপ্লে। প্রসেসর হিসাবে Snapdragon 695 দেওয়া হয়েছে। ব্যাটারি: 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh অফার করা হচ্ছে। ক্যামেরা: 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Realme 9 5G SE

দাম: 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম 19,999 টাকা। 

ডিসপ্লে হিসাবে 144HZ রিফ্রেশ রেট অফার করা হচ্ছে। প্রসেসর হিসাবে Snapdragon 778G 5G দেওয়া। ব্যাটারি দেওয়া 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh। ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Xiaomi Redmi 11 Prime 5G

ফোনে থাকছে 6.58 ইঞ্চি 90Hz ডিসপ্লে। 5G ভেরিয়েন্টে MediaTek Dimensity 700 ও 4G ভেরিয়েন্টে MediaTek Helio G99 চিপসেট দিয়েছে বেজিংয়ের সংস্থাটি। 50 MP প্রাইমারি সেন্সর পাবেন। 5G ভেরিয়েন্টে থাকছে 2MP পোট্রেট ক্যামেরা। থাকছে 8 MP সেলফি ক্যামেরা। Redmi 11 Prime -এ থাকছে 5,000 mAh ব্যাটারি।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Infinix Zero 5G

ফোনে 6.78-ইঞ্চি ফুল HD + IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি 120Hz এর রিফ্রেশ রেট। ফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনে MediaTek Dimensity 900 চিপসেট দেওয়া হয়েছে। এতে 48-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে একটি 13-মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করছে। এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Poco m4 Pro 5G

ফোনের আসল দাম 17,999 টাকা তবে সেলে এই ফোন আপনি 13,999 টাকায় কেনা যাবে

ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি ডট ডিসপ্লে রয়েছে। M4 Pro ফোনে 50MP প্রাইমারি লেন্স, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স দেওয়া। এতে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে। Poco M4 Pro 5G স্মার্টফোন MediaTek Dimensity 810 6nm SoC প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া, UFS2.2, 1TB এক্সপেন্ডবল স্টোরেজ, MIUI12.5 Android 11 এর উপর রান করবে। Poco M4 Pro 5G ফোনে 33W ফাস্ট চার্জার, Type-C পোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

25,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন কিনতে চাইলে দেখুন

OnePlus Nord CE 2 5G

দাম: ফ্লিপকার্ট এ 23,900 টাকা থেকে শুরু হচ্ছে দাম।

ডিসপ্লে হিসাবে 90Hz রিফ্রেশ রেট সহ 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া। প্রসেসর MediaTek Dimensity 900 অফার করা হচ্ছে। ব্যাটারি 65W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500mAh অফার করা হচ্ছে।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Moto G62 5G

এই ফোনটিতে আছে 6.55 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে, এতে Full HD+ রেজোলিউশন আছে এবং এই ডিসপ্লেতে আছে 120Hz রিফ্রেশ রেট আছে। এছাড়া ফোনে আছে Snapdragon 695 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্যা বক্স অপারেটিং সিস্টেম এর সাহায্যে চলবে এই ফোনটি। এই ফোনটিতে আছে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। এছাড়া আছে 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা। অন্যদিকে ভিডিও কল এবং সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। 5000mAh ব্যাটারি ফিচার আছে এই ফোনে।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Redmi Note 11 Pro+ 5G

দাম: Amazon এ বর্তমানে এই ফোনটি 20,999 টাকায় পাওয়া যাচ্ছে।

ফোনের ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির AMOLED অফার করা হচ্ছে। প্রসেসর Snapdragon 695 দেওয়া। ব্যাটারি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh দেওয়া হয়েছে।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Moto Edge 30 5G

দাম: Big Billion Days Saleএ এটি মাত্র 24,999টাকায় পাওয়া যাচ্ছে।

ফোনে ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।
প্রসেসর হিসাবে Qualcomm Snapdragon 778G+ রয়েছে। ব্যাটারি 80W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4020mAh অফার করা হচ্ছে।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Realme 9 Pro+ 5G

দাম: Flipkart এ এটি এখন 22,999 টাকায় কেনা যাচ্ছে।

ফোনে ডিসপ্লে 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে।
প্রসেসর হিসাবে MediaTek Dimensity 920 দেওয়া। ফোনে পাওয়ার দিতে 4500mAh ব্যাটারি অফার করা হচ্ছে। 

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Samsung Galaxy A52 5G

দাম: Flipkart এ 22,999 টাকায় কেনা যাচ্ছে।

ফোনে রয়েছে 6.5 ইঞ্চির Full HD+ ডিসপ্লে। প্রসেসর হিসাবে Snapdragon 720G। ব্যাটারির জন্য় 15W চার্জার সহ 4500mAh ব্যাটারি দেওয়া।

ভারতে আসছে 5G নেটওয়ার্ক, সস্তায় কিনুন Redmi থেকে Samsung এর 5G Mobile, দাম 10000 টাকা থেকে শুরু

Moto G51 5G

Moto G51 5G স্মার্টফোনে 6.8-ইঞ্চি ফুল HD+ IPS LCD প্যানেল রয়েছে। এই ফোনের ডিসপ্লের রেজোলিউশন হল ফুল HD+ এবং রিফ্রেশ রেট হল 120Hz। Motorola এই ফোনটি Qualcomm Snapdragon 480+ SoC সহ আসে। Motorola এর এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাথে ফোনে 5000mAh ব্যাটারি এবং 20W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।