5G Smartphone In India: ভারতীয় স্মার্টফোন বাজারে গ্রাহকদের জন্য অনের বিকল্প রয়েছে। বাজেট ফোন থেকে নিয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোন পর্যন্ত ইউজাররা সমস্ত ধরনের ফোন ব্যবহার করছেন। বেশিরভাগ ব্যবহারকারী এখনও 4G স্মার্টফোনে আটকে আছেন। কারণ এই পর্যন্ত 4G সবচেয়ে জনপ্রিয় ছিল। তবে এখন বাজারে 5G স্মার্টফোনগুলি তাদের জায়গা তৈরি করতে শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত অনেক স্মার্টপোন এই সেগামেন্টে লঞ্চ করা হয়েছে।
যদিও 5G-র মধ্যে অনেকগুলি স্মার্টফোন রয়েছে তবে আমরা আপনাকে বাজারে এখন পর্যন্ত আসা কিছু 5G স্মার্টফোনগুলি সম্পর্কে বলবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনগুলি সম্পর্কে।
iPhone 12 সিরিজে রয়েছে iPhone 12 mini, vanilla iPhone 12, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max এই চারটি ফোন। এই চারটি ফোন 5G সপোর্টের সাথে বাজারে আসে এবং সাথে থাকছে A14 Bionic SoC। বাজারে iPhone 12 mini ফোনের দাম 69,900 টাকা, এই দামে 64GB স্টোরেজ মডেলটি কেনা যাবে। iPhone 12 Pro Max-এর 128GB স্টেরেজের দাম 1,39,900 টাকা। আইফোনের বাকি মডেলের দাম আপনি Apple ওয়েবসাইটে দেখে নিতে পারেন।
Oppo Reno 5 Pro 5G অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে যদি কথা বলি তবে, ফোনে 6.5-inch 1080p AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট 90Hz পর্যন্ত। পিক্সেলের ডেনসিটি 402PP। এই স্মার্টফোনের ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বললে, ফোনের পিছনে একটি 64-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, 8-মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং দুটি 2-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Oppo Reno 5 Pro 5G স্মার্টফোনে 12 জিবি র্যাম রয়েছে। ওপ্পো রেনো 5 প্রো 5G অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ColorOS 11 এ কাজ করে। ব্যাটারি সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে 4350mAh ব্যাটারি রয়েছে, যা 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং টেকনোলজি সপোর্ট করে। 320 ডিগ্রি সরাউন্ড এন্টেনা দেওয়া হয়েছে, যাতে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই ফোনে মাত্র 11 সেকেন্ডে 1GB পর্যন্ত মুভি রেকার্ড করা যাবে।
স্যামসাং গ্যালাক্সি নোট 20 আল্ট্রা এক্সিনিস 990 SoC দ্বারা চালিত যা 5उ মডেমের সাথে সংহত করা হয়েছে। ডিভাইসে একটি 120Hz ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা QHD+ সরবরাহ করে এবং HDR10+ সপোর্ট করে। ডিভাইসে S-পেন সপোর্ট রয়েছে। ফোনে একটি 108MP প্রাথমিক ক্যামেরা রয়েছে যা 50x zoom সপোর্ট করে।
Mi 10i ফোনে 6.67-ইঞ্চি ফুল HD+ (2400 x 1080 পিক্সেল) রেজোলিউশন সহ ডটডিসপ্লে রয়েছে। স্ক্রিনের এডাপ্টিভ সিঙ্ক রিফ্রেশ রেট 120Hz। ফোনকে সুরক্ষিত রাখতে, সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে।
কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের Mi 10i ফোনটি ফোটোগ্রাফির দিক থেকে দুরন্ত। প্রাইমারি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 108MP-র প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে Xiaomi-র এই নয়া মডেলে একটি 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের সামনে সেলফির জন্য একটি 16MP-র ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
ওয়ানপ্লাস সংস্থা এই বছরেই লঞ্চ করেছে OnePlus 8 Pro, ফোনে রয়েছে 5G সপোর্ট। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চি এইচডি স্ক্রিন। ফোনে শক্তিশালী ব্যাটারি এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর রয়েছে। ফোনটিতে 8 জিবি র্যাম এবং 4 টি ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রধান ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের। এই ফোনের ক্যামেরাটি পেশাদার ফটোগ্রাফির জন্যও ব্যবহার করা যেতে পারে। ফোনটির দাম 55 হাজার থেকে শুরু হয়।
Oppo Reno 4 Pro-তে 6.5-ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে, কোয়ালকম 720G স্ন্যাপড্রাগন প্রসেসর, 8 জিবি র্যাম, 128 গিগাবাইট স্টোরেজ এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে চারটি রিয়ার ক্যামেরা পাবেন প্রথম লেন্সটি 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর এবং এর অ্যাপারচারটি f/1.7। দ্বিতীয় লেন্সটি হবে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল মনো লেন্স হবে। ফোনে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।
OnePlus Nord ফোনটিতে রয়েছে 6.44 ইঞ্চির FluidAMOLED ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ডিজাইন আসলে পাঞ্চ হোল আর সেখানেই থাকছে সেলফি ক্যামেরাটি। 5G সাপোর্টেড এই ফোনের প্রসেসার Snapdragon 765G। গ্রাফিক্সের জন্যও ফোনে থাকছে Adreno 620 GPU।
OnePlus-এ প্রাইমারি ক্যামেরাটি 48-megapixel-এর। আর তাতে থাকছে Sony IMX586 সেন্সর। একটি ক্যামেরা রয়েছে যার সেন্সর 8-megapixel-এর এবং তাতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে। 2-megapixel macro সেন্সরের আর একটি ক্যামেরা রয়েছে। ডেপথ ক্যামেরাও রয়েছে একটি, যার সেন্সর 5-megapixel-এর। ফোনের সামনেও রয়েছে সেলফির জন্য দুর্দান্ত ক্যামেরা সেট আপ। আর তার প্রাথমিক ক্যামেরাটির সেন্সরও 32MP-এর এবং সঙ্গে রয়েছে Sony IMX616 সেন্সর। One Plus Nord-এর ব্যাটারি ক্যাপাসিটি 4,115mAh, যা 30T অবধি সাপোর্ট করতে সক্ষম।
Moto G 5G স্মার্টফোনে প্রসেসর হিসেবে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SOC দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফোনে থাকছে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যাবে। পিছনের প্যানেলে একটি ছোট স্কোয়ার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনের ফ্রন্টে একটি 6.7 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 394 পিপিআই রয়েছে।
Moto G 5G ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা 48 মেগাপিক্সেল প্রাইমারী, 8 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরযুক্ত। Moto G 5G-তে সেলফি তোলার জন্য 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Moto G 5G স্মার্টফোনে শক্তিশালী 5,000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এই ফোনে আছে 6.44 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865। ফোনে আছে তিনটি ভেরিয়েন্ট 8GB, 12GB র্যামের সঙ্গে 128GB, 25GB ভেরিয়েন্ট। এর 5G ভেরিয়েন্টি আপনারা 12GB র্যাম আর 256GB ভেরিয়েন্টে পাবেন।
এই iQOO 5G ফোনে আছে কোয়াড রেয়ার ক্যামেরা যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে 12MP র ক্যামেরা দুটি আর একটি 2MP র ক্যামেরা দিচ্ছে। ফোনের পাঞ্চ হোল ডিসপ্লেতে আছে 16MP র ক্যামেরা। আর ফোনে আপনারা পাবেন 4440mAh য়ের ব্যাটারি যা 55W সুপার ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।
Vivo V20 Pro 5G নতুন এই স্মার্টফোনে একটি 6.44 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে-তে যেমন ওয়াইড নচ দেওয়া হয়েছে তেমনই আবার এটি AMOLED ডিসপ্লে। চিপসেট হিসেবে Vivo V20 Pro 5G স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 765G SoC প্রসেসর দেওয়া হয়েছে, যা 8GB র্যাম-এর সঙ্গে থাকছে। ফোনটির ইন্টারন্যাল স্টোরেজ 128GB। Vivo V20 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 64MP। এতে স্যামসাং ISOCELL GW1 সেন্সর দেওয়া হয়েছে এবং এর অ্যাপার্চার f/1.89। এছাড়াও রয়েছে একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (অ্যাপার্চার f/2.2) এবং একটি 2MP মনোক্রোম সেন্সর (অ্যাপার্চার f/2.4)। ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপের এই ফোনের প্রাইমারি সেন্সর 44MP-র। এই সেলফি ক্যামেরায় রয়েছে একটি অটোফোকাস লেন্স, যার অ্যাপার্চার f/2.0। এছাড়াও রয়েছে 8MP-র একটি সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপার্চার f/2.28। এই লেন্সের আবার ফিল্ড অফ ভিউ (FoV) 105 ডিগ্রির। এই ফোনে একটি 4000mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফ্ল্যাশচার্জ-সহ ফাস্ট চার্জিং সাপোর্ট করতে সক্ষম।
ফোনে থাকছে ৬.৫৯ ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে। রয়েছে Snapdragon 865+ SoC। ফোনের 5G, 4G LTE, Wi-Fi 6 কানেকশনের পাশাপাশি থাকছে ডুয়াল USB টাইপ C পোর্ট। ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। রয়েছে ৬০০০ mAh ব্যাটারি। 8GB+128GB স্টোরেজ অপশনে এই গেমিং স্মার্টফোনের দাম 46,999 টাকা।
Realme X50 Pro 5G ফোনে আছে 6.44 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। আর এই ফোনে আছে ব্যাকে 3D AG গ্লাস। আর এই ডিভাইসটি গ্রিন আর রাস্ট রেড কালারে কেনা যাবে। ফোনের ক্যামেরা দেখি তবে এই ফোনে আছে মেন 64MP র ক্যামেরা আস্নগে 12Mp র একটি টেলিফটো লেন্স আর সঙ্গে 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর সঙ্গে আছে ম্যারক্রো লেন্স আর চতুর্থটি ব্যাল অ্যাণ্ড হোয়াইট 2MP র ক্যাএম্রা। আর এই ফোনের ফ্রন্টে আছে 32MP র ক্যামেরা সঙ্গে একটি 8MP র ক্যামেরা। এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 5G । আর এই ফোনে আপনারা পাবেন 12GB LPDDR5 RAM আর 256GB র স্টোরেজ আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 10 পাবেন। Realme X50 Pro 5G ফোনে আছে 65W সুপার ডারট চারজিং যা 35 মিনিটে ডিভাইসটি সম্পুর্ন ভাবে চার্জ করতে পারে।
5G ফোন কেনার ক্ষেত্রে Realme X50 5G ফোনও একটি ভাল বিকল্প হতে পারে। এই ফোনে দেওয়া হয়েছে 6.44 ইঞ্চি এইচডি স্ক্রিন, শক্তিশালী প্রসেসর এবং 4200 এমএএইচ ব্যাটারি। ফোনটিতে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে এবং ক্যামেরাটি 16 মেগাপিক্সেল। ফোনটির দাম শুরু হয় প্রায় 37 হাজার টাকা থেকে।