মোবাইল গেমিং অনেকটা পথ পেরিয়ে এসেছে। সেই অ্যাংরি বার্ড বা ক্যান্ডি ক্রাশের সময় থেকেই মোবাইল গেমিং ধিরে ধিরে অনেকটা পথ অতিক্রম করেছে। এই সময়ের মোবাইল ফোন আধুনিক আর লেটেস্ট চিপসেট থাকে যা অনেক বেশি ইম্প্রেশিভ আর শক্তিশালী আর ভাল মোবাইল গেমিং অফার করে। আর এই জন্য পাবজির মতন বিভিন্ন পিসি গেমিং এখন তাদের মোবাইল ভার্সানও বার করেছে।
আসুস রিপাব্লিক অফ গেমার্স বা ROG ব্র্যান্ড গেমার দের কাছে গেমিং হার্ডওয়্যার হিসাবে ভালভাবে পরিচিত। এটি মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই তৈরি করা হয়। আর তারা একটি নতুন ROG মোবাইল গেমার দের কথা মাথার রেখে তৈরি করেছে। এখানে সেই ফোনটির বিষয়ে আমরা একবার দেখেনেব। আসুন তবে গেমিং প্রিয় মানুষদের জন্য আসুসের লঞ্চ করা সেই গেমিং ফোনটি আমরা এখানে একবার ভাল করে দেখেনি।
ডিসপ্লে
প্রথমে এই ফোনটির স্ক্রিন দেখে নেওয়া যাক, এই ROG ফোনটি স্পোর্টস লার্হ 6ইঞ্চির AMOLED HDR ডিসপ্লে দেওয়া হয়েছে। আর কোম্পানি বলেছে যে এই ডিসপ্লে 90GHz রিফ্রেস রেট দেয় 1মিনিট সময়ের মধ্যে। আর এটি এর সঙ্গে 108.6% DCI-P3 কালার গেমাট অফার করে যার কন্ট্রাস্ট রেশিও 10,000:1।
হার্ডওয়্যার
ROG ফোনের মধ্যে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC চিপসেট দেওয়া হয়েছে যা অ্যাড্রিনো 630 GPU সাপোর্ট করে। মেমারির জন্য এই ফোনে 8GB র্যাম 512GB স্টোরেজের সঙ্গে দেখা হয়েছে।
AeroActive Cooler
ফোনটি যাতে গেমিংয়ের সময়ে ঠান্ডা থাকে তা নিশ্চিত করার জন্য আসুস এই ফোনে এক্সটার্নাল কুলার দিয়েছে যার নাম AeroActibe Cooler। এটি ROG ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
গেমার সেন্টার
এই ফোনটিতে একটি ফিচার দেওয়া হয়েছে যার নাম গেমার সেন্টার। এটি ইউসারকে ফ্যানের স্পিড দরকার অনুসারে সেট করতে সাহায্য করে। এতে আরও একটি স্পেসিফিকেশান আছে যার নাম X মোড এটি দেওয়ার উদ্দেশ্য এই যে এটি গেমারদের গেমিং য়ের অভিজ্ঞতা ভাল করে। এটি ব্যাকগ্রাউন্ড র্যামে আছে আর এটি গেমের ডাটা অপ্টিমাইজ করে আর সঙ্গে প্রসেসিং আর পার্ফর্মেন্সও করে AeroActibe Cooler য়ের সঙ্গে।
সাইড মাউন্টেড পোর্ট
ফোনের ওপরে বা নীচে পোর্ট রাখার যায়গায় আসুস পোরট ROG ফোনের সাইডে দিয়েছে। এটি এই জন্য করা হয়েছে যাতে ইউজার কোন রকমের বাধা ছাড়া গেমিং করতে পারে এমন কি চার্জিংয়ের সময়েও তাদের গেমিংয়ে ক্মন অসুবিধা যাতে না হয়। USB C পোর্ট HDMI আউটপুট সাপোর্ট করে আর এর সঙ্গে এটি গিগাবিট ল্যান আর হেডফোনও সাপোর্ট করে। যখন AeroActive মডিউলস প্লাগড ইন থাকে তখন এটি সাইডে একটি মাউন্টেন্ড USB টাইপ C পোর্ট আর 3.5mm হেডফোন জ্যাকও আছে। আর এই স্লটে একটি মোবাইল ডেক্সটও ডক আর টুইনভিউ ডকও আছে।
আল্ট্রা সোনিক এয়ার ট্রিগার
ফিজিকাল বটনের ল্যাগ ফোনে আছে। আর এই ROG ফোনটি স্পোর্টস আল্ট্রাসোনিক ট্রিগার আর এয়ার টিগার টাচ সেন্সারে দিয়েছে। দুটি সেন্সার ডান আর বা দিকে অপ্টিমাইস আছে আর ডিসপ্লের টপে ল্যান্ডস্কেপ মোড গেমিংয়ের জন্য আর তৃতীয়টি পোট্রেড মোডের জন্য ডিজাইন করা হয়েছে। এই সেন্সার গুলি সম্পূর্ণ ভাবে প্রোগেম্বেল আর মোবাইলগেমিং এক আঙ্গুলে করার জন্য বুড়ো আঙ্গুল দিয়ে করা যায়। এছাড়া এই ফোনে একটি হেপটিক অ্যাকুটেটর আছে যা গেমার দের ফোর্স-ফিডব্যাক সিস্টেম দেয়।
অডিও
এই ROG ফোনটি ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার ফিচার যুক্ত আর কোম্পানি দাবি করেছে যে এটি শব্দ বাড়াতে পারে আর ডিস্ট্ররেশানব কমাতে পারে। এই ফোনের অডিও ইঞ্জিন 24বিট 192Khx আই রেস অডিও প্লে ব্যাক সাপোর্ট করে। এই ডিভাইসটি এর সঙ্গে DTS হেডফোন সাপোর্ট করে। X হেডফোনের অডিও উন্নত করার জন্য আর এর সঙ্গে এটি ব্লুটুথের মাধ্যমে হাই ডেফিনেশান অডিও ও সাপোর্ট করে।
ব্যাটারি
এই ROG ফোনটিতে 4000,mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর এটি বান্ডেল পাওয়ার অ্যাডপ্টার যুক্ত। যা আসুস হাইপার চার্জ প্রযুক্তি সাপোর্ট করে। এটি একি ডিরেক্ট চার্জ প্রযুক্তি যা 20W পর্যন্ত শক্তি ডেলিভারি করতে পারে।
টুইন ভিউ ডক
এই টুইন ভিউ ডক ডুয়াল স্ক্রিন অভিজ্ঞতা সাপোর্ট করে। এই ডক একটি সেকেন্ডারি 6ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে। আর এটি ফ্রন্ট ফেসিং কোয়াড স্পিকার সিস্টেম যুক্ত আর এর সঙ্গে এতে এক্সট্রা ফিজিকাল টিগার বটনও দেওয়া হয়েছে। এই ডকের অন্য ফিচার গুলি হল ডুয়াল হ্যাপ্টিক ফোর্স ফিডব্যাক ইঞ্জিন, একটি কুলিং সিস্টেম আর এর সঙ্গে একটি 6000mAhয়ের ব্যাটারি।
মোবাইল ডেকস্টপ ডক আছে এই ROG ফোনে আর এটি ইউজারকে ডিভাইসে এক্সটারনাল মনিটার , মাউস আর কিবোর্ড হুক করার অনুমতি দেয়। এই ফোনটি নিজেই একটি ডিসপ্লের সঙ্গে ব্যাবহার করা যায় আর এরতি একটি গিগাবাইট ল্যান সাপোর্ট করে যা 5.1 চ্যানেল পর্যন্ত অডিও সিস্টেম সাপোর্ট করে।
গেমেভিক কন্ট্রোলার
এই কন্ট্রোলারটি অনেক গুলি ফিজিকাল বটন যুক্ত আর এটি গেমিং অভিজ্ঞতাকে আরও ভাল করে। এই প্যাকটিতে ডুয়াল অ্যানালগ জয়স্টিক, ডান/বা দিকের টিগার আর বাম্পার, একটি 1 D প্যাড আর A,B,X,Y আর L3/R3 বটন আছে।
Aura RGB লাইটিং
এটি একটি গেমিং ডিভাইস আর এই ROG ফোনটি তার অংশ। এই ফোনটি স্ট্রিকিং ডিজাইন অ্যাঙ্গুলার লাইন যুক্ত। আর এই গেমিং ডিভাইসটি অবশ্যই RGB লাইটিং যুক্ত। এই লোগোটি নাম্বার, ব্রাইটিং, স্ট্রবিং আর কালার ক্যালিংয়ের মতন স্কিম যুক্ত। এই স্কিম ট্রিগার করা যায় ফোনের সঙ্গে ইনকামিং কল নোটিফিকেশান ফোর্থের মতন জিনিসের সঙ্গে।
এবার এই ফোনটির ভারতে আসার পালা!
Asus Zenfone5Z স্মার্টফোনের লঞ্চের সময়ে Digit য়ের সঙ্গে কথা বলার সময়ে Shen বলেন যে গেমিং চেঞ্জিং ROG ফোন এই বছরের তৃতীয় অংশে লঞ্চ করা হবে। তিনি বলেন যে , “হ্যাঁ আমারা ROG ফোন ভারতে লঞ্চ করব, আর এখন এই ফোনের লঞ্চ ডেটের বিষয়ে কিছু বলা সম্ভব না তবে এই ডিভাইসটি ভারতে তৃতীয় অংশে লঞ্চ করা হবে। আর এটি তৃতীয় অংশে লঞ্চ করতে হলে আমাদের কাছে এটি লঞ্চ করার আর তিনমাসের সময় আছে”।