স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

দ্বারা Digit Bangla | আপডেট করা Apr 04 2022
স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

2022 সালের মার্চ মাস, স্মার্টফোন লঞ্চের ক্ষেত্রে সম্প্রতি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠেছিল। মার্চে প্রায় 20টিরও বেশি স্মার্টফোন ভার‍তে লঞ্চ হয়েছে। এই এক মাসে Apple, OnePlus, Samsung, Oppo, Xiaomi, Realme এবং iQOO এর মতো বড় বড় স্মার্টফোন কোম্পানিগুলি তাদের বিভিন্ন রেঞ্জের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করেছে। এই অসংখ্য স্মার্টফোন লঞ্চের মাঝে 12 টি নতুন স্মার্টফোন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হয়ে উঠেছে। প্রতিটি স্মার্টফোনই বিভিন্ন দামের এবং বিভিন্ন আকর্ষণীয় ফিচার অফার করে। আপনার রেঞ্জের মধ্যে কোন স্মার্টফোনটি সেরা হবে তা জানতে, দেখে নিন মার্চ,2022 লঞ্চ হওয়া 12 টি সেরা স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Apple iPhone SE

Apple এর নতুন স্মার্টফোন iPhone SE, A15 Bionic প্রসেসর এবং 12 মেগাপিক্সেল f/1.8 অ্যাপার্চার ওয়াইড ক্যামেরার সাথে লঞ্চ করেছে। স্মার্ট HDR 4, ডিপ ফিউশন এবং পোর্ট্রেট মোড ফোনটিকে সেরা ফটোগ্রাফির যোগ্য করে তুলেছে। এই ফোনটির মাধ্যমে দুই বছর পর Apple তাদের ডিভাইসে হোম বটন ফিরিয়ে এনেছে। iOS 15 তে চলা, iPhone SE (2022)  5G কানেক্টিভিটির সাথে আসে। ভারতে iPhone SE এর দাম 43,900 টাকা থেকে শুরু হয়।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

OnePlus 10 Pro 5G

OnePlus এর 2022 সালের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন OnePlus 10 Pro 5G, 6.7-inch LTPO ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর অফার করে। Android 12 অপারেটিং সিস্টেমে চলা এই স্মার্টফোনটি, 48 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি শ্যুটারের সাথে পাওয়া যাবে। OnePlus এর নতুন এই ডিভাইসটিতে রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট।  ভারতে OnePlus 10 Pro 5G ফোনটি 66,999 টাকা দাম থেকে সেল শুরু হয়েছে।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Samsung Galaxy A73 5G

Samsung Galaxy A73 5G স্মার্টফোনটি 6.7-inch FHD+ ডিসপ্লে এবং অক্টা-কোর Qualcomm Snapdragon 778 প্রসেসরের সাথে পাওয়া যাবে। ফোনটি Android 12 এর UI 4.1 অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি 8GB RAM এবং 128GB অথবা 256GB স্টোরেজ অপশনে কেনা যাবে। স্মার্টফোনটির প্রধান আকর্ষণ  এর 108 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ। এর সাথে ফোনটিতে  32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। Samsung Galaxy A73 5G ওয়াটার-রেজিস্ট্যান্স এবং 5,000mAh ব্যাটারি ও 25W চার্জিং সাপোর্ট অফার করে। Samsung এর এফোর্ডেবল প্রিমিয়াম এই স্মার্টফোনটি ভারতে 41,999 টাকা থেকে পাওয়া যাবে।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

iQOO Z6 5G

iQOO এর বাজেট গেমিং ফোন iQOO Z6 5G একটি 5-লেয়ার লিকুইড কুলিং সিস্টেমের সাথে আসে। Qualcomm Snapdragon 695 প্রসেসরে চলা ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ  FHD+ ডিসপ্লে অফার করে। এছাড়াও ফোনটিএ ভার্চ্যুয়াল RAM এর ব্যবস্থা রয়েছে এবং ডিভাইসটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে। 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ, iQOO Z6 5G ভারতে 15,499 টাকায় পাওয়া যাবে।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Samsung Galaxy A53

Samsung এর মিড রেঞ্জ স্মার্টফোনটি Exynos 1280 প্রসেসর এবং 6GB/8GB RAM এর সাথে পাওয়া যাবে। স্মার্টফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ 6.5-inch FHD+ সুপার AMOLED ডিসপ্লে অফার করে। ডিভাইসটিতে Android 12 অপারেটিং সিস্টেম এবং 64 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। 5,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে Samsung Galaxy A53 স্মার্টফোন ভারতে 34,499 টাকায় পাওয়া যাবে।

 

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Samsung Galaxy A13

Samsung এর বাজেট স্মার্টফোনটি 6.6-inch FHD+ ডিসপ্লে এবং Exynos 850 চিপসেট অফার করে। ফোনটিতে রয়েছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। Android 12 অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে 50 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। 5,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Samsung Galaxy A13 ফোনটি 14,999 টাকায় পাওয়া যাবে।

 

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Poco X4 Pro 5G

Poco এর X4 Pro 5G ফোনটি 6GB RAM এবং 64GB স্টোরেজ, 6GB RAM এবং 128GB স্টোরেজ এবং 8GB RAM এবং 128GB স্টোরেজ -এই তিন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। Qualcomm Snapdragon 695 প্রসেসরে চলা স্মার্টফোনটি 6.67-inch FHD+ ডিসপ্লে এবং Android 11 OS অফার করে। 5G স্মার্টফোনটি 64 মেগাপিক্সেল সহ ট্রিপিল রিয়ার ক্যামেরা সেট আপের সাথে আসে। 5,000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Poco X4 Pro 5G ভারতে 18,999 টাকা থেকে পাওয়া যাবে।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Oppo K10

Oppo K10 এর মাধ্যমে Oppo কোম্পানি ভারতে তাদের K-সিরিজ প্রথম লঞ্চ করল। 6.59-inch FHD+ ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 680 চিপসেট সহ Oppo K10 স্মার্টফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 128 GB স্টোরেজ এই দুটি ভ্যারিয়েন্ট অফার করে। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপিল রিয়ার ক্যামেরা সেট আপ। ডিভাইসটি 5000mAh ব্যাটারি এবং 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Oppo k10 ভারতে 14,990 টাকা থেকে পাওয়া যাবে।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Redmi 10

Redmi 10 স্মার্টফোনটি Android 11 এবং অক্টা-কোর Qualcomm Snapdragon 680 চিপসেটের সাথে আসে। ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ 6.5-inch HD+ ডিসপ্লে এবং 6,000mAh ব্যাটারি।  এছাড়াও ফোনটি 18W ফাস্ট চার্জিং এবং 9W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। Redmi 10 ফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। Redmi 10 এর দাম 10,999 টাকা থেকে শুরু।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Redmi Note 11 Pro

Redmi এর নতুন স্মার্টফোনটি MediaTek Helio G96 চিপসেট সহ আসে। ফোনটিতে 6.6-inch FHD+ AMOLED ডিসপ্লে এবং 6GB/8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটিতে 108 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। 5,000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Redmi Note 11 Pro ভারতে 17,999 টাকা থেকে পাওয়া যাবে।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Redmi Note 11 Pro+ 5G

Redmi Note 11 Pro+ 5G স্মার্টফোনে রয়েছে 6.67-inch FHD+ ডিসপ্লে এবং ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 695 প্রসেসরে চলবে। Android 11 OS এ চলা ফোনটি 8GB RAM এবং 128GB/256GB ইন্টারনাল স্টোরেজের সাথে পাওয়া যাবে। ফোনটি 5,000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Redmi Note 11 Pro+ 5G এর দাম 20,999 টাকা থেকে শুরু।

স্মার্টফোন বাজারে ধামাকা করছে Apple, Xiaomi, OnePlus এর নতুন ফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Realme 9 5G SE

Realme এর নতুন স্মার্টফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 778G প্রসেসর এবং 8GB RAM অফার করে। ফোনটি 64GB এবং 128GB স্টোরেজের সাথে পাওয়া যাবে। Realme 9 5G SE ফোনটিতে রয়েছে 6.6-inch FHD+ ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট। Android 11 অপারেটিং সিস্টেমে চলা ফোনটি 48 মেগাপিক্সেল ট্রিপিল রিয়ার ক্যামেরা অফার করে। ডিভাইসটি 5,000mAh ব্যাটারি এবং 30W কুইক চার্জ সাপোর্ট করে। ভারতে Realme 9 5G SE এর দাম 19,999 টাকা থেকে শুরু।