Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

দ্বারা Digit Bangla | আপডেট করা Sep 01 2022
Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

Apple iPhone 14 series আসছে। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে জানানো হল 7 সেপ্টেম্বরেই লঞ্চ হতে চলেছে এই সিরিজ। Apple এর তরফে নিশ্চিত করা হয়েছে যে তাদের এই বছরের প্রথম অ্যানুয়াল স্পেশাল ইভেন্টটি ওইদিনই হতে চলেছে।

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

'ফার আউট' ট্যাগলাইন দেওয়া হয়েছে এই ইভেন্টের। অ্যাপেলের নিমন্ত্রণ পত্র অনুযায়ী এই অনুষ্ঠানটি এবার মুখোমুখি হতে চলেছে। কোভিড 19 (Covid 19) এর কারণে যে রীতি শুরু হয়েছিল ভার্চুয়াল আইফোন ইভেন্টের সেটা এবার ভাঙতে চলেছে।

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

এই আইফোন 14 ইভেন্টটি বুধবার, 7 সেপ্টেম্বর সকাল 10টায় অনুষ্ঠিত হবে প্যাসিফিক টাইম অনুযায়ী, এবং ইস্টার্ন টাইম অনুযায়ী বেলা 1টায়। অন্যান্য বছরের মতো এই বছরও এই ইভেন্টে একাধিক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে এই ইভেন্টে, যার মধ্যে আছে iPhone 14 series এবং Apple Watch 8। দেখে নিন অ্যাপেল আইফোন 14 সম্পর্কে বিস্তারিত। 

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

Apple iPhone 14 সিরিজের বিক্রি মনে করা হচ্ছে সেপ্টেম্বর থেকেই শুরু হবে

আইফোন সেল ডের, শুক্রবার ট্র্যাডিশন মেনেই হয়তো 16 সেপ্টেম্বর থেকে এই ফোন বিক্রি শুরু হবে। অ্যাপেলের iPhone 13 এর ইভেন্ট যেমন সেপ্টেম্বর 14এ অনুষ্ঠিত হয়েছিল, এবং বিক্রি শুরু হয় 24 সেপ্টেম্বর, শুক্রবার থেকে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল স্টোরের কর্মীদের বলা হয়েছে যে তাঁরা যেন তৈরি থাকেন, 16 তারিখ একটি দারুন নতুন প্রোডাক্ট রিলিজ হতে চলেছে।

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

কোনও আইফোন মিনি থাকছে না এই বছর

আগে থেকেই শোনা যাচ্ছিল যে অ্যাপেল হয়তো এবার তাদের 5.4 ইঞ্চির ছোট আইফোন মডেলটিকে আনবে না কারণ এটার বিক্রি কম। Nikkei Asian Review এর একটি 2021 সালের রিপোর্টে প্রথম আইফোন মিনির ' মৃত্যু ' ঘোষণা করা হয়েছিল। এছাড়াও অ্যানালিস্ট Ming Chi Kuo এর একটি গবেষণাও এমনটাই দাবি করেছিল। 

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

আইফোন 14 সিরিজে 4টে নতুন ফোন লঞ্চ হতে চলেছে, থাকছে না iPhone 14 mini

আইফোন 14 সিরিজে চারটি আইফোন থাকতে চলেছে, এগুলো হল: iPhone 14,  iPhone 14 Pro, iPhone 14 Max, iPhone14 Pro Max। এখানে প্রো বলতে বোঝানো হয়েছে যেগুলো বাকিদের তুলনায় উন্নতমানের এবং ম্যাক্সের অর্থ হল যাতে বড় স্ক্রিন আছে। তাহলে, আইফোন 14 সিরিজের সব থেকে বড় আপগ্রেড হল আইফোন 14 ম্যাক্সের অ্যাডিশন।

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

এই প্রথমবার অ্যাপেল একটি 6.7 ইঞ্চির আইফোন মডেল আনতে চলেছে যাতে থাকবে 'Pro' ফিচার। নচলেস ডিসপ্লে থাকবে, সঙ্গে 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে Pro এবং Max মডেলে।

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

Processor: জানা যাচ্ছে iPhone 14 এর প্রসেসরে এবার বড়সড় বদল আসতে চলেছে

অ্যাপেল প্রতি বছরই একটি করে A সিরিজ প্রসেসর লঞ্চ করে তাদের Flagship ফোনের সঙ্গে। আইফোন 13 A15 প্রসেসরের সাহায্যে চলে, তার মানে iPhone 14 সিরিজে থাকতে চলেছে A16 প্রসেসর।

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

কিছু গুজব অনুযায়ী অ্যাপেল এ বছর তাদের এই বার্ষিক আপগ্রেড সাইকেল থেকে বিরত থাকবে। তাদের দাবি অনুযায়ী iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেলেই কেবল A16 প্রসেসর থাকবে। অন্যদিকে আইফোন 14 এবং আইফোন 14 ম্যাক্স মডেলে A15 প্রসেসর থাকবে। 

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

iPhone 14 ডিজাইন

এবারের ডিজাইনের সব থেকে বড় পরিবর্তন হল নচ কাটআউট থাকছে না এবার। সেই iPhone X থেকে শুরু করা হয়েছিল এই নচ, তারপর থেকেই একই রকম থেকে গিয়েছিল। এমনকি এরপর বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড OEM এও একই ডিজাইন আনা হয়। 

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

এই নচের মধ্যে অ্যাপেলের তরফে দেওয়া হতো একাধিক সেন্সর যেমন, ফেস আইডি, স্পিকার, মাইক্রোফোন, ইত্যাদি। রিপোর্ট অনুযায়ী আইফোন 14 এবং আইফোন 14 প্রো ম্যাক্সে একটা নতুন হোল প্লাস পিল আকারের কাটআউট থাকতে পারে। তার মানে স্ক্রিনে আরও জায়গা বাড়তে চলেছে। 

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

আইফোন 14 বিগত কয়েক বছরের মধ্যে সব থেকে বড় ক্যামেরা আপডেট আনতে চলেছে

অন্যান্য বড়সড় বদলগুলোর অন্যতম হতে পারে, iPhone 14 সিরিজের ক্যামেরায় বদল। সূত্রের খবর অনুযায়ী অ্যাপেল একটি নতুন সাপ্লায়ার বেছেছে তাদের ফ্রন্ট ক্যামেরার জন্য যাতে তাতে উন্নতমানের লেন্স দেওয়া যায়। ET News, একটি কোরিয়ান টেক সাইট অনুযায়ী, LG Innotek হয়তো আইফোন 14 এবং আইফোন 14 প্রোর ফ্রন্ট ক্যামেরা দেবে।

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

এই বিষয়ে উল্লেখযোগ্য, কুও মনে করছেন হোল পাঞ্চেই ফ্রন্ট ক্যামেরা থাকবে যাতে আইফোন 14কে নচলেস বানানো যায়। এছাড়াও বর্তমানের 12 মেগাপিক্সেল ক্যামেরার বদলে 48 মেগাপিক্সেলের ওয়াইড রিয়ার ক্যামেরা থাকবে প্রো এবং প্রো ম্যাক্স মডেলের জন্য। 

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

আর কোনও Camera Bump থাকছে না

ডিজাইনে আরও একটি যেটা বড় বদল আসছে সেটা হল ফ্ল্যাট ক্যামেরা বাম্প। Prosser, একজন বিখ্যাত লিকস্টারের মতে, আইফোন 14 এর বডিটা বেশ মোটা হতে চলেছে। যার ফলে এটা ক্যামেরার প্রতিটা হার্ডওয়্যার নিজের ভিতর রাখতে পারবে কোনও রকম প্রোট্রুডিং ক্যামেরা সেট আপ ছাড়াই। আইফোন 14 মোটা হবে কারণ এতে আছে বড় ব্যাটারি।

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

আইফোন 14 সিরিজে সব e-sim নাও হতে পারে

গুজব অনুযায়ী আইফোন সম্পূর্ণ ভাবে ফিজিক্যাল ই-সিম বাদ দিতে পারে। কিন্তু মনে করা হচ্ছে iPhone 14 সিরিজটি ফিজিক্যাল সিম ছাড়া হবে না। অ্যাপেল iPhone 15 এর সঙ্গেই হয়তো e-SIM আনা হবে। 

Apple iPhone 14 series লঞ্চ হচ্ছে 7 সেপ্টেম্বর, জেনে নিন কী কী ফিচার থাকছে, দামই বা কত

সব সময় লক স্ক্রিন খোলা থাকবে

অ্যাপলের iOS 16 অনুযায়ী লক স্ক্রিনের জন্য সর্বদা অন মোডের ইঙ্গিত দেওয়া আছে। যাইহোক, বেশ কিছু রিপোর্ট অনুযায়ী এই ফিচারটি হাইএন্ড ফোন যেগুলো, অর্থাৎ আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স এ থাকবে না।