Apple এর লোকাল ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারত সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে

দ্বারা Aparajita Maitra | আপডেট করা May 25 2017
Apple এর লোকাল ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারত সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে

পরিচিত স্মার্টফোন তৈরির কোম্পানি Apple কে ভারত সরকারের তরফে ইম্পোর্ট ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে।

Apple এর লোকাল ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারত সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে

এও খবর পাওয়া গেছে যে Apple তাদের প্রোডাকশানে লোকাল শেয়ার বাড়ানোর তোরজোড় শুরু করে দিয়েছে। কেন্দ্রিয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ খবরের এজেন্সি র‍্যটার্সকে এই খবর দিয়েছেন।

Apple এর লোকাল ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারত সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে

এর আগে Apple তাদের স্মার্টফোন iPhone SE’র ম্যানুফ্যাকচারিং ভারতে শুরু করে দিয়েছে। তাইওয়ানের নির্মাতা কোম্পানি Wistron কর্নাটকে iPhone SE’র ম্যানুফ্যাকচারিং এর ট্রায়াল রান শুরু করে দিয়েছে।

Apple এর লোকাল ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারত সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে

ভারতে Apple এর স্মার্টফোনের ম্যানুফ্যাকচারিং একটা বড় সিদ্ধান্ত। আপান্দের জানিয়ে রাখি যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল মার্কেট। ভারতে Apple এর ডিভাইসের ম্যানুফ্যাকচারিং শুরু হওয়ার পরে এই ডিভাইসের দাম কমে যাবে বলে মনে করা হচ্ছে। 

Apple এর লোকাল ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারত সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে

একটি রিপোর্ট অনুসারে iPhone SE র দাম কম করে 100 ডলার কমে যাবে। মাএরিকার এই কোম্পানিটি চিনের মোবাইল কোম্পানির সামনে কড়া প্রতিযোগিতায় পরেছে। চিনের একটি বড় অংশে Apple আইফোন বিক্রির পরিমান 14 শতাংশ হ্রাস পেয়েছে।

সোর্সঃ