বিগত বেশ কিছু সময় ধরে Apple iPhone 8 এর বিষয়ে বিভিন্ন লিক সামনে এসেছে। Apple এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 9 এর বিষয়ে প্রথমবার কোন খবর সামনে এল। খবর অনুসারে এই স্মার্টফোনটি দুটি আলাদা সাইজে পাওয়া যাবে।
বলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মডেল সাইজ 5.28 ইঞ্চি আর লার্জ মডেল সাইজ 6.46 ইঞ্চির হবে। এই দুটি ডিভাইসে Samsung এর বানানো OLED প্যানেল ব্যবহার করা হবে। এছাড়া এও খবর পাওয়া গেছে যে apple iPhone 8 এ OLED প্যানেল ব্যবহার করা হবে।
পরিচিত স্মার্টফোন তৈরির কোম্পানি Apple কে ভারত সরকার এর তরফ থেকে ইমপোর্ট ইউনিটে ছাড় দেওয়া হয়েছে। এও খবর পাওয়া গেছে যে apple তাদের প্রোডাকশানে লোকাল শেয়ার বাড়ানোর তোরজোড় শুরু করে দিয়েছে। কেন্দ্রিয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ খবরের এজেন্সি রিউটার্সএক এই খবর দিয়েছে।
ভারতে Apple এর স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং একটি বড় সিদ্ধান্ত। আপনাদের বলেদি যে ভারত পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় মোবাইল ফোনের মার্কেট। মনে করা হচ্ছে যে ভারতে Apple এর ডিভাইস ম্যানুফ্যাকচারিং শুরু হওয়ার পরে এই ডিভাইসের দাম অনেক কমে যাবে।
একটি রিপর্ট অনুসারে iPhone SE’র দামে কম করে 100 ডলার কমে যাবে। আমেরিকান কোম্পানি চিনের মোবাইল কোম্পানির সঙ্গে কড়া প্রতিযোগিতায় পরেছে। চিনের একটি বড় অংশে Apple স্মার্টফোনের বিক্রি 14 শতাংশ কমে গেছে।