Google তার নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 11 Beta ভার্সন লঞ্চ করে দিয়েছে। গুগল এই নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিয়ে আসলো একাধিক নতুন ফিচার যা স্মার্টফোন ব্য়াবহার করা অনুভব কে আরও উন্নত করে তুলবে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে স্প্য়াম কল আটকানো থেকে নিয়ে ব্য়াবহারকারীর প্রাইভেসি অবদি জোর দেওয়া হয়েছে।
Google একটি ব্লগ পোস্টে জানিয়েছে, অ্যান্ড্রয়েড 11 বিটা তে থাকবে উন্নত ভয়েস অ্যাকসেস, বেটার পারফরমেন্স, স্ক্রিন রেকর্ডার ও উন্নত শেয়ার মেনু মতো ফিচার। তবে আসুন দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে কী কী বিশেষ ফিচার রয়েছে।
অনেকই রয়েছে যারা ফোনে টাইপ করার বদলে Google Assistent ব্য়বহার করতে পছন্দ করেন। সেই ব্য়বহারকারীদের কথা মাথায় রেখে গুগল নিয়ে এসছে একটি নতুন রুপে এই ফিচার।
গুগল এর এই নতুন কনভারসেশন ফিচার ফোনে নোটিফিকেশন ক্ষেত্রে ব্য়বহার করা হবে। আপনি ফোনের মধ্য়ে যেই অ্য়াপ বেশি ব্য়াবহরা করবেন সেটি ফোনের স্ক্রিনে ‘বাবেল’ আকারে দেখা যাবে। আপনি এটি শর্টকাট করতে এই ফিচার কে হোমস্ক্রিন ও করে নিতে পারবেন।
ফোন কে আরো ভালো ভাবে কন্ট্রোল করতে Android 11 Beta তে এই ফিচার নিয়ে আসছে গুগল। কোনও ফিচার ব্য়বহার করতে এটি ফাস্ট কাজ করবে।
এই ফিচার এর মাধ্য়মে ইউজারা ফোনে মাল্টিটাস্কিং ও একাধিক অ্য়াপের চ্য়াট করার সুবিধা পাবেন।
এই নতুন ফিচার আপনাকে ফোনে বেশী কন্ট্রোল দেবে। ফোনের মাধ্য়মে এবার অডিও ও ভিডিও অদল বদল করা সহজ হবে।
ফোনের উপর বেশী কন্ট্রোল দেওয়ার পাশাপাশি ব্য়াবহারকারীদের প্রাইভেসি নিয়ে সজগ গুগল। তাই Android 11 অপরেটিং সিস্টমে থাকবে প্রাইভেসি ফিচার ও।
আপনার ফোনের কোন ফিচার যেমন ক্য়ামেরা, মাইক্রোফোন এক বার পরমিশন এর সঙ্গে সংযুক্ত করা যাবে।
আপনার ফোন থাকা অ্য়াপ যদি অনেকদিন ধরে ব্য়বহার না করা হয়ে, তবে অ্য়ান্ড্রয়েড ১১ অ্য়াপের প্রাইভেসি পারমিশন অটো রিসেট করে দেবে। এর জন্য় ব্য়বহারকারীদের অনুমতি নিয়ে এই আপডেট করা হবে।
১- ফোনে অ্য়ান্ড্রয়েড ১১ এর বিটা ভার্সন ডাউনলোড করা জন্য় সবার প্রথমে Android 11 Beta-র আধিকারিক ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।
২- এখানে আপনাকে কয়েকটি ফোনের লিস্ট দেখা দেবে, যেই ফোনে নতুন অপরেটিং সিস্টম আপাতত ব্য়াবহার করা যাবে।
৩- ওয়েবসাইটে দেওয়া ফোনের লিস্টের মধ্য়ে থেকে আপনার ফোনটি সেলেক্ট করে নিন।
৪- এবার আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে, যেখানে দেওয়া থাকবে যে Android 11 Beta ডাউনলোড ও ইনস্টলের জন্য প্রস্তুত।
৫- তবে যদি কোনও কারনে ফোনে নোটিফিকেশন না পেয়ে থাকেন, তা হলে ফোনে সেটিং-এ গিয়ে সিস্টম অপশনে ক্লিক করুন। এবার এখানে সিস্টম আপডেটে যান। সেখানে Check For Update অপশনে ক্লিক করে দেখে নিন, যে আপনার ফোনে নতুন অ্য়ান্ড্রয়েড ১১ অপরেটিং সিস্টম এর আপডেট পাওয়া যাবে কি না।