অ্যামাজন প্রাইম ডে সেল (Amazon Prime Day Sale) শুরু হচ্ছে 23 জুলাই থেকে, চলবে 24 জুলাই অবধি। এই প্রাইম ডে সেল হচ্ছে Amazon Prime পেড মেম্বারদের জন্য একটি বার্ষিক এক্সক্লুসিভ সেল। ভারতে প্রতি মাসের জন্য Amazon Prime এর মেম্বারশিপ পাওয়া যায় মাত্র 179 টাকায়, তিন মাসের মেম্বারশিপ নিতে হলে ব্যয় করতে হবে 459 টাকা। এবং যদি কেউ এক বছরের জন্য এই মেম্বারশিপ নিতে চান তাহলে তাঁকে দিতে হবে 1499 টাকা। এছাড়া বিভিন্ন প্রোডাক্টের উপর ফ্রি এবং ফাস্ট ডেলিভারি ছাড়াও মেম্বাররা Amazon prime এর কন্টেন্টের ফ্রি অ্যাকসেস পাবেন।
Airtel এবং Vodaphone এর এমন কিছু প্ল্যান আছে যাতে Amazon Prime membership পাওয়া যায় তাও একদম বিনামূল্যে। যদিও সময়কালটা প্ল্যানের ভ্যালিডিটির উপর নির্ভর করে। দেখা নেওয়া যাক এয়ারটেল ভোডাফোনের এমন 13 টি প্ল্যান।
কোনও গ্রাহক যদি এয়ারটেলের 999 টাকার প্ল্যানটি নেন তাহলে তিনি 100GB মোট data পাবেন, তার সঙ্গে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি মেসেজের সুবিধা পাবেন। পাশাপাশি পেয়ে যাবেন 6 মাসের প্রাইম মেম্বারশিপ।
এয়ারটেলের এই প্ল্যান নিলে মোট 150GB data সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি মেসেজের সুবিধা থাকবে। এই প্ল্যানটি নিলে Amazon prime membership পাওয়া যাবে 6 মাসের।
Airtel 1599 টাকার Postpaid প্ল্যান নিলে 250 GB এর ডেটা সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি মেসেজের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে 6 মাসের জন্য।
এই প্ল্যানটি নিলে গ্রাহক মোট 75GB ডেটা সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি মেসেজের সুবিধা পাবেন। এর সঙ্গে থাকবে 6 মাসের জন্য Amazon প্রাইম মেম্বারশিপ এর সুবিধা।
ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের রিচার্জ করলে পাওয়া যাবে আনলিমিটেড ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টা করে মেসেজ সহ 6 মাসের অ্যামাজন প্রাইম এর মেম্বারশিপ।
এই প্ল্যানেও থাকবে আনলিমিটেড ডেটা সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং 100 টা মেসেজের সুবিধার সঙ্গে 6 মাসের অ্যামাজন প্রাইম মেম্বারশিপ।
এই প্ল্যানের রিচার্জ করলে মিলবে 220GB ডেটা সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং 100টি করে ম্যাসেজ প্রতিদিন। এছাড়া থাকবে 6 মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ।
এই প্ল্যানটি গ্রাহকদের আকর্ষিত করবেই, এতে থাকছে 3000GB ডেটা সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা সহ রোজ 100টি করে মেসেজ এবং 6 মাসের অ্যামাজন প্রাইম এর মেম্বারশিপ।
এতেও থাকছে আনলিমিটেড ডেটা, সমস্ত নেটওয়ার্কে ভয়েস কল এবং 100 টি মেসেজের সুবিধা সঙ্গে অবশ্যই থাকছে 6 মাসের জন্য Amazon Prime এর membership।
এই প্ল্যান রিচার্জ করলে পাওয়া যাবে আনলিমিটেড ডেটা, সমস্ত নেটওয়ার্কে ভয়েস কল এবং 100টি মেসেজের সঙ্গে অ্যামাজন প্রাইম এর মেম্বারশিপ তাও 6 মাসের জন্য।
84 দিনের জন্য এয়ারটেলের যে প্রিপেড প্ল্যান আছে 999 টাকার সেটা নিলে মিলবে 2.5GB ডেটা প্রতিদিন সঙ্গে আনলিমিটেড লোকাল এবং STD ভয়েস কল সঙ্গে 100 টি মেসেজ সহ 84 দিনের জন্য অ্যামাজন প্রাইম এর মেম্বারশিপ।
এই প্ল্যানটি নিলে 3GB ডেটা পাওয়া যাবে প্রতিদিনের জন্য সঙ্গে আনলিমিটেড লোকাল এবং STD ভয়েস কল সহ 100 টি মেসেজ প্রতিদিন। আর থাকবে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ 56 দিনের জন্য।
এই প্ল্যানটি নিলে 2GB ডেটা পাওয়া যাবে প্রতিদিন সঙ্গে আনলিমিটেড লোকাল এবং STD কল এবং 100 টি SMS প্রতিদিন। এই প্ল্যানে 28 দিনের জন্য Amazon Prime এর মেম্বারশিপ পাওয়া যাবে।