যেদিন থেকে টেলিকম বাজারে জিও এসেছে সেইদিন থেকে ভারতীয় টেলিকম বাজারে একটা হৈচৈ পরে আছে। তবে জিওর এই পরিষেবার ফলে আখেরে লাভ হয়েছে গ্রাহকদেরই। কারন জিওর সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে এবার অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও প্রায়ই বিভিন্ন সস্তার অফার বাজারে নিয়ে আসছে।
বাজারের অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও জিওর কাছে হেরে যায়নি। এবার এই সময়ে এয়ারটেল একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এয়ারটেলের এই প্ল্যানের দাম Rs. 349।
এয়ারটেলের এই Rs. 349 দামের প্ল্যানে রোজ 1GB ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। এতে মোট 28GB ডাটা পাওয়া যাচ্ছে। এর সঙ্গে এয়ারটেল এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধাও দিচ্ছে।
এই দামের একটি প্ল্যান জিওরও আছে। এই প্ল্যানের দামও Rs. 349 আর এই প্ল্যানটি 56 দিনের জন্য বৈধ। তবে এতে শুধু 10+10GB ডাটা পাওয়া যাচ্ছে। এতে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাচ্ছে।
এছাড়া এয়ারটেল আরও একটি প্ল্যান এনেছে তা হল।
এবার আমরা এখানে আপনাদের এয়ারাটেলের Rs 149 দামের প্ল্যানের কথা বলব। আনলিমিটেড এয়ারটেল টু এয়ারটেল কলিং এর সঙ্গে আসা এই প্ল্যানে কোম্পানি 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে আর এই দামের মধ্যে এটি কোম্পানির সব থেকে সস্তার প্ল্যান।