ভারতীয় টেলিকম বাজারে যেদিন থেকে রিয়ায়েন্স জিও তাদের ৪জি পরিষেবা নিয়ে এসেছে সেই দিন থেকেই টেলিকম বাজারে অন্যান্য কোম্পানি গুলি নিজেদের গ্রাহক ধরে রাখার জন্য প্রায় প্রতিদিনই কোন না কোন নতুন অফার নিয়ে হাজির হচ্ছে।
জিওকে প্রতিযোগিতায় ফেলতে এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন সবাই নতুন নতুন চমকপ্রদ অফার নিয়ে হাজির হচ্ছে। আর এবার একদম নতুন একটি অফার নিয়ে হাজির হল এয়ারটেল। টেলিকম বাজারে এই ধরনের অফার এই প্রথম।
আসলে এয়ারটেল একটি বিশেষ অফার নিয়ে এসছে। বেশির ভাগ সময়েই আমাদের ব্যবহার করার পরেও ফোনের সব ডাটা শেষ হয় না। অনেকটাই থেকে যায়।
কিন্তু মাস শেষ হয়ে গেলেই সেই ডাটা বাতিল হয়ে যায়। ফের নতুন ভাবে ভরতে হয় ডাটা প্যাক, নষ্ট হয় আগের মাসের ডাটা।
তাই এবার এয়ারটেল নিয়ে আসতে চলেছে এমন এক পরিষেবা, যার মাধ্যমে আপনার বেঁচে যাওয়া ডাটা পরের মাসে ক্যারি ফরোয়ার্ড হয়ে যাবে।
তবে আপাতত এই পরিষেবাটি শুধু এয়ারটেল পোস্টপেড ইউজার্সরাই পাবেন। ব্যবহার না হওয়া ৩জি-৪জি ডাটা এবার ইউজার্সরা ২০০ জিবি অব্দি ব্যবহার করতে পারবে।