ভারতীয় বাজারে কিছু সময় ধরে ফ্রি কলিং এবং ডাটা নিয়ে বেশ আলোড়ন দেখা যাচ্ছ. রিলায়েন্স জিও’র 4G সেবা লঞ্চ হওয়ার পর থেকে অন্যান্য টেলিকম মার্কেটের শীর্ষ সংস্থাগুলি দের ও এখন কার্যত জলের দরে ইন্টারনেট ডেটা দিতে হচ্ছে গ্রাহকদের৷ এখন পাওয়া খবর অনুযায়ী এয়ারটেল শীঘ্রই বাজারে একটি নতুন প্লান নিয়ে হাজির হবে. এই নতুন প্লানে এয়ারটেল 145 টাকায় 14GB ডাটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা দেবে.
এই বিষয় ইংরেজি সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস রিপোর্ট দেয়. ইকোনমিক টাইমস অনুযায়ী, খুব শীঘ্রই এয়ারটেল 145 টাকার এবং 349 টাকার দুটি নতুন প্লান চালু করবে. উভয় প্যাকগুলি এক মাসের জন্য বৈধ হবে এবং এতে 14GB 3G / 4G ডেটা পাওয়া যাবে এবং সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা ও ব্যবহারকারীদের দেওয়া হবে.
145 টাকার প্যাকে-এ অন-নেট কল (নিজের নেটওয়ার্ক) সীমাহীন হবে, যদিও 349 টাকার প্যাকে সব নেটওয়ার্কে সীমাহীন কলিং এর সুবিধা দেওয়া হবে. কিন্তু এখনো কোম্পানির তরফ থেকে এই সম্পর্কে কোনো খবর দেওয়া হয়েনি.
ভারতে আর কোথাও কোনও রোমিং চার্জ দিতে হবে না গ্রাহকদের, ইনকামিং একেবারে ফ্রি, ঘোষণা করল ভারতের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল।
আগামী এপ্রিলের প্রথম দিন (১ তারিখ) থেকেই এয়ারটেল গ্রাহকরা এই পরিষেবা উপভোগ করতে পারবেন।
শুধু ইনকামিং ফ্রি'ই নয়, এয়ারটেল তাদের ডেটা চার্জ এবং কলিং প্যাকেজকেও আরও সস্তা করছে।
কল চার্জের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি শুল্ক কমিয়েছে এয়ারটেল। আর ডেটা প্যাকের ক্ষেত্রে মাশুল কমেছে প্রায় ৯৯ শতাংশের কাছাকাছি।