ভারতের বাজারে যবে থেকে রিলায়নেস জিও নিজেদের ‘হ্যাপি নিউ ইয়ার’ ও আরও অএঙ্ক অফার নিয়ে এসেছে, তবে থেকে ভারতীয় টেলিকম দুনিয়ায় একের পর এক নতুন ধামাকা অফার এসেচলেছে। প্রতিযোগিতায় টিকতে আর গ্রাহকদের নিজেদের পরিষেবার আওতায় আরও বেশি করে নিয়ে আসতে শুরু করেছে প্রায় সবকটি টেলিকম সংস্থাই। এবার সেই দৌরে ভোডাফোন নিয়ে এল তাদের নতুন অফার।
টেলিকম কোম্পানি ভোডাফোন তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল একটি নতুন প্ল্যান। এই প্ল্যানের মধ্যে গ্রাহকরা পাবেন ডাটা প্যাক ও ভোডাফোন টু ভোডাফোন আনলিমিটেড কলের সুবিধা। এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ১৪৫ টাকা।
ভোডাফোনের এই নতুন প্ল্যানটি 28দিনের জন্য বৈধ থাকবে, আপাতত এই অফারটি কিছু ভোডাফোন গ্রাহকই পাবেন। এই প্ল্যানের মধ্যে গ্রাহকরা 2GB ডাটা ও নিজেদের নেটওয়ার্কে আনলিমিটেড কলে সুবিধা পাবেন।
যে গ্রাহকরা এই প্ল্যানের আওতায় পরবেন ভোডাফোন সেই গ্রহাকদের জানিয়ে দেবে।
ভোডাফোন আরও কটি প্ল্যান ঘোষনা করেছে। সেই প্ল্যান গুলিও মূলত ডেটা পরিষেবার কথা মাথায় রেখেই লঞ্চ করা হয়েছে।
Rs.346 বা Rs.348 দামের প্ল্যানের অন্তর্গত গ্রাহকরা প্রতিদিন 1GB 4G/3G ডাটার সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা পাচ্ছেন।এবং এর মাধ্যমে ইউযার্সরা মোট 28GB ডাটা ও ব্যবহার করতে পারবেন।
এও জেনে রাখা ভাল যে ভোডাফোনের অন্যতম প্রতিযোগী এয়ারটেলও কিছুদিন আগে রকমই দুটি প্ল্যান নিয়ে এসছিল। একটি প্ল্যানের অন্তর্গত গ্রাহকরা Rs.145-149তে 2GB 4G ডাটার সঙ্গে এয়ারটেলের নিজের নেটওয়ার্কে আনলিমিটেড কলিংএর সুবিধা দিয়েছে।
এয়ারটেলের অন্য প্ল্যানটিতে Rs.345-349 তে প্রতিদিন 28দিনের জন্য 1GB 4G ডাটা পাওয়া হচ্ছে।