এখনকার দিনে লোকেরা নিজেদের ছবি তুলে সোশাল মিডিয়াতে দিতে খুবই পছন্দ করে। আর ভাল ছবি তোলার জন্য ভাল ক্যামেরার দরকার হয়, কিন্তু সবসময় ক্যামেরা নিয়ে ঘোড়া সম্ভব হয়না। আর তাই এখন সবাই স্মার্টফোনের ভাল ক্যামেরার ওপর ভরসা করে। আমরা আজ আপনাদের এখানে বাজারে পাওয়া যায় এরকম সেরা ৯টি মোবাইল ক্যামেরা সেন্সারের বিষয়ে বলব।
এই ছবিটিতে সোনি এটা বলার চেষ্টা করেছে যে, একটি ইমেজ সেন্সারে কি কি থাকে। এটি সোনি IMX318 সেন্সার।
Sony IMX333
প্রথমে একদম নতুন স্মার্টফোন দিয়ে শুরু করা যা, ক্যামেরার ব্যাপারে স্যমসং গ্যালাক্সি S8 তাদের পুরনো ভেরিয়েন্টের মতনই, কিন্তু এই নতুন ফোনে একটি নতুন ক্যামেরা সেন্সার দেওয়া হয়েছে। এই সেন্সারের সাইজ 1/2.5, Sony IMX333 12.2MP ক্যামেরা সেন্সার যুক্ত। এতে 1.4 মাইক্রোন পিক্সাল আছে। এটি একটি RGB সেন্সার আর সোনি এতে তাদের ডুয়াল-পিক্সাল টেক দিয়েছে।
Sony IMX378
Google Pixel XL গত বছর লঞ্চ হয়েছিল। এই ফোনকে ভাল বানাবার পেছনে গুগলের ভাল ক্যামেরা আর HDR অল্গেরিয়াম অনেক সাহায্য করেছিল, কিন্তু IMX378 একটি ভাল সেন্সার, যা আগেই তা প্রমান করেছে। IMX333 তেও 12.2MP’র সেন্সার আছে। তবে IMX378 এর মাধ্যমে সবথেকে বড় পিক্সাল সাইজ পাওয়া যায়। 1.5 মাইক্রোন এর ফলে এটি অনেক উজ্জ্বল দেখায়।
Sony IMX400
এই 19MP ইমেজ সেন্সার সোনির সবথেকে নতুন সেন্সার। এতে CMOS র মধ্যে DRAM দেওয়া হয়েছে। এর 1.22 মাইক্রোন পিক্সাল সাইজ ঠিক-ঠাক। তবে Sony Xperia XZs তেও এই সেন্সার দেওয়া হয়েছে, কিন্তু এটি আমাদের ইমপ্রেস করেনি।
Sony IMX258
এই Sony IMX258 সেন্সারকে LG G6 এ ব্যাবহার করা হয়েছে। তবে এটি আগেও অনেক ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত ফোনের অংশ হয়েছে। যেমন, Xiaomi Mi 5s এর 13MP সেন্সার আছে যা 1.12 মাইক্রোন পিক্সাল সাইজ যুক্ত।
Sony IMX362
Asus Zenfone 3 Zoom প্রথম ফোন ছিল যাতে, এই সেন্সার ব্যাবহার করা হয়েছিল, কিন্তু এটি তেমন চলেনি। তবে সম্প্রতি সোনি তাদের এই সেন্সারকে ডুয়াল পিক্সাল ফিচারের সঙ্গে নিয়ে এসেছে। মোটোরোলা এর ব্যবহার Moto G5 Plusএ করেছে। এই 12MP’র সেন্সার সব মিলিয়ে বেশ ভালই।
Sony IMX298
এই সেন্সারটিকে Asus Zenfone 3, OnePlus 3 আর OnePlus 3T, Xiaomi Mi 5 আর আরও কিছু স্মার্টফোনে দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেন্সারটিকে ভ্যালু ফর মানি বলাই যায়।
Sony IMX286
আপনি হয়ত Sony IMX286 এর বিষয়ে শোনেনি। কারন এটিকে Huawei P9 এ ব্যবহার করা হয়েছে। এটি Leica এর কারনে তেমন নাম করতে পারেনি। কিন্তু এটিও একটি খুব ভাল ইমেজ সেন্সার।
Sony IMX260/Samsung ISOCELL S5K2L1
এই দুটি ইমেজ সেন্সারকে গ্যালাক্সি S7 আর S7 এজে ব্যাবহার করা হয়েছে।