2017-য় বাজার কাঁপাতে আসছে 8GB র্যাম যুক্ত ৫টি স্মার্টফোন

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Jan 19 2017
2017-য় বাজার কাঁপাতে আসছে 8GB র্যাম যুক্ত ৫টি স্মার্টফোন

২০১৭-য় বাজার কাঁপাবে 8GB র্যাম যুক্ত স্মার্টফোন। ইতিমধ্যেই অ্যাসুস বাজারে নিয়ে এসেছে তাদের 8GB র্যাম স্মার্টফোন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই একইরকমভাবে 8GB RAM যুক্ত স্মার্টফোন বাজারে আনতে চলেছে স্যামসাং, HTC, অপ্পো, ওয়ান প্লাস।

2017-য় বাজার কাঁপাতে আসছে 8GB র্যাম যুক্ত ৫টি স্মার্টফোন

অ্যাসুস জেনফোর AR- প্রথম 8GB র্যাম যুক্ত স্মার্টফোন নিয়ে আসে অ্যাসুস-ই। খুব শিগগিরই ভারতেও আসতে চলেছে এই স্মার্টফোন। অ্যাসুস জেনফোর AR-এ রিয়ার ক্যামেরা 23 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

2017-য় বাজার কাঁপাতে আসছে 8GB র্যাম যুক্ত ৫টি স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি S8- শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি S8-এ থাকবে ৮জিবি RAM। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই আত্মপ্রকাশ করতে চলেছে স্যামসাং S8। থাকবে ৩০০০ mAh নন-রিমুভেবল লি-লন ব্যাটারি। অটোফোকাস, ডুয়াল LED ফ্ল্যাশ সহ থাকবে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগা পিক্সেলের।

2017-য় বাজার কাঁপাতে আসছে 8GB র্যাম যুক্ত ৫টি স্মার্টফোন

HTC11- মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৭-তে HTC নিয়ে আসতে চলেছে তাদের নতুন স্মার্টফোন HTC11। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের সঙ্গে থাকবে 8GB র্যাম ও কোয়াড HD ডিসপ্লে।

2017-য় বাজার কাঁপাতে আসছে 8GB র্যাম যুক্ত ৫টি স্মার্টফোন

অপ্পো ফিন্ড ৯- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ও 8GB র্যাম নিয়ে বাজারে আসবে অপ্পো সিরিজের নতুন স্মার্টফোন। খবর এমনই।

2017-য় বাজার কাঁপাতে আসছে 8GB র্যাম যুক্ত ৫টি স্মার্টফোন

ওয়ান প্লাস ৫- ওয়ান প্লাস ৩T-তে ছিল 6GB র্যাম । এবার ওয়ান প্লাস ৫-এ শোনা যাচ্ছে থাকতে চলেছে 8GB র্যাম।

আমাজন থেকে কিনুন টাকায় 29,999 OnePlus 3T