এই সময়ে সব মোবাইল ফোনই 4G হয়ে থাকে। 2G আর 4G ফোনের যুগ আর নেই বল্লেই হয়। আর এই সময়ে 15000 টাকা দামের মধ্যে ফোন গুলিই এই 4G প্রযুক্তি সাপোর্ট করে। আর এর মধ্যে অনেক ফোনই ডিজাইনেও নিজেদের অনেকটাই এগিয়ে রেখেছে। আর আজকে এখানে আমরা এই দামের মধ্যে সব দিক দিয়ে দারুন কিছু 4G ফোনের বিষয়ে আপনাদের বলব।
Oppo A5s ফোনটিতে 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনটি আপনারা 3GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। আর এর সঙ্গে এই ফোনের স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনটি একটি 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS/GLONASS আর মাইক্রো USB পোর্ট সাপোর্ট করে।
এই সাওমি ফোনটিতে আপনারা 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন আর এটি 13,999 টাকা প্রাথমিক দামে কেনা যাবে। আর এই ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির নচ পাবেন আর এর সঙ্গে এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC দেওয়া হয়েছে।
এই ফোনটি নতুন আপডেট পেয়েছে আর এর পরে এখন এই ফোনে 240fps স্লো মোশান ফিচার আছে। আর এই ফোনে আপনারা কোয়াল্ক স্ন্যাপড্র্যাগন 710 আর GPU অ্যাড্রিনো 616 পাবেন। আর এই ফোনে আপনারা একটি 4045mAH য়ের ব্যাটারি পাবেন। ফোনটিতে 25MP র AI ক্যামেরা আছে। আর এই ফোনটি VOOC 3.0 ফ্ল্যাশ সাপোর্ট করে আর এই ফোনে এর সঙ্গে 20W চার্জারও আছে।
Samsung Galaxy M30 ফোনটিতে আপনারা একটি সুপার AMOLED স্ক্রিন পাবেন। আর এর সঙ্গে এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এর মধ্যে একটি 13MP ক্যামেরা আর দুটি 5MP র ক্যামেরা আছে।
এই ফোনে 3D গ্রেডিয়েন্ট ইউনিবডি ডিজাইন, ডুয়াল রেয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেনার আর ওয়াটার ড্রপ নচ আছে। আর এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P70 প্রসেসার পাবেন। আর এর সঙ্গে এই ফোনে 4230mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে চলে।
Xiaomi Redmi 7 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 পাবেন। আর এর সঙ্গে এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনটি 4000mAh য়ের ব্যাটারি যুক্ত। ফোনটিতে আপনারা 12+2 মেগাপিক্সালের ডুয়াল AI ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা AI ক্যামেরা পাবেন।
আরই একটি সাওমি ফোন এই তালিকায় জায়গা করে নিয়েছে, এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 5 আর 2.5D কার্ভড ব্যাক পাবেন। আর এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য USB টাইপ C পোর্ট আছে। আর এই ফোনটি কুইক চার্জ 2.0 IR ব্লাস্টার আর 3.5mm হেডফোন জ্যাক পাবেন।
এই রিয়েলমি ফোনে ট্রিপ্লে সিম স্লট আছে। আর এই ফোনে আপনারা একটি AI ফেসিয়াল আনলক ফিচার পাবেন। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে এর সঙ্গে কালার OS 6 নির্ভর অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
ইনফিনিক্সের এই ফোনটি আপনারা ওয়াটার ড্রপ নচের সঙ্গে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে,। আর ফোনে AI ক্যামেরা ফিচার্স আছে। আর ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এসেছে। আর এই ফোনটি 6.19 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর ফোনে মিডিয়াটেক হেলিও P22 SoC দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 6GB র্যাম পাবেন।
Vivo Y15 ফোনটিতে আপনারা মিডিয়াটেক হেলিও P22 SoC, 4GB র্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এর সঙ্গে এই ফোনে ট্রিপেল রেয়ায়র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর মধ্যে একটি 13MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে 8MP র সেকেন্ডারি ক্যামেরা আর 2MP র তৃতীয় ডেপথ সেন্সার আছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।