নিজের বাড়িকে আলট্রা স্মার্ট করে তুলতে দরকার স্মার্ট গ্যাজেটের। আজ আমরা আপনাদের এমন কয়েকটি গ্যাজেটের খোঁজ দেবো যেগুলো ইউজ করলে আপনার বাড়ির ইন্টিরিয়র হয়ে উঠবে এক্কেবারে চোখে পড়ার মতো। লিস্টে রয়েছে স্মার্ট প্লাগ, স্মার্ট সুইচ, এলইডি লাইটের মতন ডিভাইস। এদের বেশিরভাগকেই আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন।কেনা যাবে মাত্র 5,000 টাকার মধ্যেই। দেখুন লিস্ট-
এই স্মার্টপ্লাগের ভোল্টেজ রেঞ্জ রয়েছে 100-240 ভোল্ট। এতে রয়েছে শক প্রুফ ABS মেটিরিয়াল। এই প্লাগ ডিভাইসকে ভয়েস কম্যান্ডের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। ছোটো এবং মাঝারি মাপের ডিভাইসগুলিকে কানেক্ট করবার জন্য এই প্লাগ উপযুক্ত। অন্যান্য স্পেশ্যাল ফিচারগুলি হল- ফ্রেন্ডস এবং ফ্যামিলি শেয়ারিং, রুম অ্যালোকেশন, রুটিন এবং প্লাগ এবং প্লে মোডের অটোমেটিক কম্প্যাবিলিটি। অ্যামাজন থেকে কিনতে পারেন।
অ্যামাজনের এই স্মার্ট প্লাগকে সেটআপ করা যায় খুব সহজেই। অ্যালেক্সা ডিভাইসেও কানেক্ট করা যাবে এই স্মার্ট প্লাগকে। এই প্লাগের স্পেশ্যাল ফিচারগুলির মধ্যে অন্যতম হল পাওয়ার স্টেট রিটেনশন সিস্টেম। এই স্মার্ট প্লাগ সাপোর্ট করবে ম্যাক্সিমাম লোডের 6A , যার মানে হল কোনো ভারি জিনিসের সাথে এই প্লাগকে কানেক্ট করা যাবেনা। এই স্মার্টপ্লাগকে ব্যবহার করবার জন্য 2.4 GHz ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে। অ্যামাজন থেকে কিনতে পারেন।
রিয়েলমি ব্র্যান্ডের এই স্মার্ট প্লাগে রয়েছে রিমোট স্মার্ট WiFi কন্ট্রোল। এই প্লাগ ডিভাইস আসছে 5 লেয়ারের সেফটি প্রটেকশনের সাথে। এতে রয়েছে 200 ভোল্টের সারজ প্রটেকশন। এই স্মার্ট গুগল অ্যাসিস্টেন্ট এবং অ্যালেক্সা দুটি ডিভাইসকেই সাপোর্ট করে।
এই স্মার্ট সুইচ দুটি ইলেকট্রিকাল পয়েন্টকে কন্ট্রোল করতে পারে। এই ডিভাইসকে ব্যবহার করতে হবে EZ Home অ্যাপের সাহায্যে। এই ডিভাইসে রয়েছে ইন- বিল্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম এবং পারফরমেন্স ট্র্যাকিং ফিচার। কাজ করবে গুগল অ্যাসিস্টেন্ট এবং অ্যালেক্সা ডিভাইসের সাথেও। অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই স্মার্ট বাল্বে রয়েছে 105+ লুমেনস পার ওয়াটের সাপোর্ট। এতে মিলবে 16 মিলিয়ন কালারের অ্যাক্সেস। এই স্মার্ট বাল্বকে Mi Home অ্যাপের মাধ্যমে অন্যান্য Xiaomi Smart লাইটের সাথে সিঙ্ক করা যায়। তবে এই স্মার্ট এলডি বাল্বকে ব্যবহার করবার জন্য স্মার্টফোনে থাকতে হবে Android 4.4 এবং তার ওপরের OS ভার্সন। আইফোনের ক্ষেত্রে হ্যান্ডসেটের OS ভার্সন হতে হবে ios 8.0 এবং তার ওপরে। অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই স্মার্ট এলইডি কিট Google Assistant এবং Alexa উভয়কেই সাপোর্ট করে। ইউজারেরা প্রত্যেকটি LED স্ট্রিপকে একটি কম্প্যানিয়ন অ্যাপের মাধ্যমে একটি গ্রুপ হিসেবে কন্ট্রোল করতে পারবেন। এতে রয়েছে 16 মিলিয়ন কালারের অ্যাক্সেস। আসছে সান সেট এবং সান রাইজ ফিচারের সাথে। অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই ডিভাইসে রয়েছে 16 মিলিয়ন কালার প্যালেট। আসছে একটি স্মার্ট টাচ প্যানেলের সাথে। Xiaomi ব্র্যান্ড দাবি করেছে যে এই ল্যাম্পের 11 বছরের লাইফ স্প্যান রয়েছে। আসছে Amazon Alexa এবং Google Assistant সাপোর্টের সাথে। এই বেড সাইড ল্যাম্পে রয়েছে বিভিন্ন মুড সেটিং ফিচার। এই ল্যাম্পকে সিঙ্ক করা যাবে Mi লাইটের সাথে। অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই রিয়েলমি ক্যামেরাতে রয়েছে AI মোশন ডিটেকশন মনিটর এবং রিয়েম টাইম অ্যালারম ফিচার। তবে এই ডিভাইসকে কানেক্ট করতে দরকার পড়বে Android 5.0 বা ios 9.0 কিংবা তার চাইতে বেশি ভার্সনের অপারেটিং সিস্টেম রয়েছে এমন ডিভাইসের। এই ক্যামেরা ভিডিওকে 1080P কোয়ালিটিতে রেকর্ড করে। আসছে 3D নয়েজ ক্যানসেলেশনের সাপোর্টের সাথে। এই ডিভাইস 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচরে অপারেট করতে পারে। অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই স্মার্ট ডোরবেলে রয়েছে টু- ওয়ে অডিও এবং নয়েজ ক্যানসেলেশনের সাপোর্ট। এতে রয়েছে 32GB মাইক্রো এসডি কার্ডের স্লট যা ভিডিও প্লে ব্যাক এবং স্ক্রিনশটকে স্টোর করতে সাহায্য করবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ডিভাইসের সাথেই কম্প্যাটিবেল। অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই সিঙ্গেল কন্ট্রোলার ব্যবহার করে ঘরের সমস্ত অ্যাপ্লায়েন্সকে মোবাইল এবং ভয়েস কম্যান্ডের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। এই স্মার্ট রিমোট কাজ করে Lifelong Smart Home অ্যাপের সাহায্যে। এই ডিভাইস 2.4GHz ওয়াইফাই কনফিগারেশনের সাথে কম্প্যাটিবেল। অ্যামাজন থেকে কিনতে পারেন।অ্যামাজন থেকে কিনতে পারেন।