ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

দ্বারা Joyeeta Bhattacharya | আপডেট করা Jun 23 2020
ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

দেশে একদিকে চীন থেকে আসা করোনা ভাইরাস নিয়ে চলছে লড়াই আবার অন্য় দিকে শুরু হয়েছে ভারত-চীন সীমানা নিয়ে অশান্তি। এই সব নিয়ে শুরু হয়ে ভারতসহ সারা বিশ্বে চীনা প্রোডাক্ট কে বর্জন করার দাবি। আর এই কারনে ভারতীয়রা চীনা পন্য় বহিষ্কার করতে চাইছে। ইতিমধ্য়ে ভারতীয়রা ফোনে চীনা অ্য়াপস ডাউনলোড করতে এবং চাইনিজ স্মার্টফোন কিনতে মানা করে দিয়েছে। 

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

আপনাদের কথা ভেবে আমরা আজ কোনও চাইনিজ স্মার্টফোন সম্পর্কে নয়, তবে ১৩টি ভারতীয় মোবাইল কোম্পানি সম্পর্কে কথা বলছি যারা চাইনিজ স্মার্টফোন সংস্থার সামনে কোথাও তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এদের মধ্য়ে কিছু স্মার্টফোন কোম্পানি এখনও বাজারে টিকে আছে যারা চীনা কোম্পানি দের সমান ভাবে মাত দিচ্ছে। আসুন জেনে নি সেই 13টি ভারতীয় মোবাইল কোম্পানি সম্পর্কে

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

Micromax Mobile

মোবাইল ফোন নির্মাতা মাইক্রোম্যাক্স এক সময় কার খুব জনপ্রিয় কোম্পানি হয়ে উঠে ছিল। এই কোম্পানি সস্তা দামে দুর্দান্ত ফিচার স্মার্টফোন বাজারে এনে ছিল। এখনো এই কোম্পানি বাজারে তাদের স্মার্টফোন বিক্রি করে।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

Lava

লাভা মূলত ফিচার ফোন তৈরি করে, যদিও এটি স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের ক্ষেত্রেও সক্রিয়, লাভার বিশেষত্ব এটি অন্যান্য সংস্থাগুলির জন্যও স্মার্টফোন তৈরি করে এবং সম্ভবত এ কারণেই এই সংস্থাটি বাজারে এখনও টিকে আছে।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

XOLO

এই কোম্পানি এখনো বাজারে তাদের স্মার্টফোন বিক্রি করছে। এই কোম্পানি ফোন অফলাইন ও অনলাইন দুটি মার্কেটেই পাওয়া যাবে।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

KARBONN MOBILE

কার্বন মোবাইল কোম্পানির বিষয়ে যদি বলি তবে এটি টুইটার ও ফেসবুক পেজ এ খুবই এক্টিভ। এই কোম্পানি ফোন আপনি অফলাইন ও অনলাইন বাজারে পেয়ে যাবেন।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

Intex Mobile

ইন্টেক্স কোম্পানির নাম প্রায় মানুষে শুনেছেন। কিন্তু কোম্পানির ওয়েবসাইটে শুধুই ফিচার ফোন দেখা যাচ্ছে। অন্য়দিকে ই-কমার্স সাইট Amazon-এ এই কোম্পানি আপনি স্মার্টফোনও পেয়ে যাবেন। তবে বলা যেতে পারে যে স্মার্টফোন বাজারে এই কোম্পানি খুব একটি সক্রিয় নয়।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

IBALL

এই কোম্পানি শুধু Tablets বা Tabs নির্মিত করে। তবে এই কোম্পানি এখনো বাজার থেকে উঠে  যায়েনি।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

Onida

অনিডা একটি ভারতীয় ইলেক্ট্রনিক কোম্পানি। এই কোম্পানি তাদের অন্য়ান্য় প্রোডাক্ট এর পাশাপাশি ফোনের বাজারেও পা রেখে ছিল। কোম্পানির ওয়েবসাইটে কোনো ফোনের ওয়েবসাইটে কোনও ফোনের উল্লেখ নেই।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

SPICE MOBILE

এই কোম্পানির ওয়েবসাইট-এরও কোনো হদিস নেই। ফ্লিপকার্ট ও অনলাইন মার্কেটে এই কোম্পানি ২ ফিচার ফোন পাওয়া যাচ্ছে, তবে কোম্পানির নতুন ফোনের কোনও খবর নেই।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

CELKON MOBILES

সেলকোন কোম্পানি এখনো তাদের ফোন বাজারে বিক্রি করছে। এই কোম্পানির ফোন অফলাইন ও অনলাইন দুটি মার্কেটে পাওয়া যাবে। তবে এই কোম্পানির ও ওয়েবসাইট celkonmobiles.com পুরোপুরি বন্ধ।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

VIDEOCON

ইলেকট্রনিক্স কোম্পানি ভিডিওকন অন্য়ান্য় প্রোডাক্ট এর সঙ্গে তাদের মোবাইল ফোনও বাজারে আনে। এই কোম্পানি ভারতে বেশ জনপ্রিয় ছিল এক সময়। এই কোম্পানির ফোন এখনো অনলাইন ও অফলাইন দুটি মার্কেটেই পাওয়া যাচ্ছে তবে এই কোম্পানি ওয়েবাসাইট videoconmobiles.com যা শুধু মোবাইল ফোনের জন্য় আলাদাভাবে তৈরি করা হয়েছে, সেটি আর চলছে না।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

YU PHONES

ইউ ফোন্স যে ইউ টেলিভেনচার এর মালিক। এটি Micromax নামের কোম্পানি দিয়েও পরিচিত। এই কোম্পানির ফোন এখনো ই-কমার্স সাইট Amazon এ পাওয়া যাবে, তবে তাদের অস্তিত প্রায় শেষ বললেই চলে। কোম্পানির কোনও প্রোডাক্ট ২০১৯ জুলাই এর পর থেকে বাজারে আসেনি।

ভারতীয় এই মোবাইল ফোনগুলি কি দিতে পারবে চাইনিজ স্মার্টফোন কে টেক্কা, দেখে নিন লিস্ট

CREO

ভারতীয় মোবাইল ফোন কোম্পানি CREO এখন বন্ধ হয়ে গেছে। আমবা কোম্পানির ওয়েবসাইটে creosense.com -এ যাই, এখানে কিছু দেখা যাচ্ছে না কারন এটি বর্তমানে বন্ধ হয়ে গেছে এবং এই কোম্পানির মোবাইল ফোন এখন বাজারে পাওয়া যায়ে না। বলে দি যে Creo সেই হার্ডওয়্য়ার স্টার্টআপ কোম্পানি যাকে ভারতীয় মেসেজিং অ্য়াপ Hike messenger কিনেছিল।