এক চার্জে 16 দিন! শক্তিশালী ব্যাটারি নিয়ে এল Xiaomi-এর MI Band 8, দেখুন অন্যান্য ফিচার

Updated on 20-Apr-2023
HIGHLIGHTS

Xiaomi লঞ্চ করল Mi Band 8

এক চার্জে এই স্মার্ট ব্যান্ড চলবে 16 দিন

দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এটির, NFC এবং নন NFC

Xiaomi -এর তরফে সদ্য লঞ্চ হয়েছে Xiaomi 13 Ultra। চিনের বাজারে এই ফোন লঞ্চ করল। একই সঙ্গে এই কোম্পানির তরফে বাজারে আনা হল Mi Band 8 যা কিনা এর পূর্বসূরির থেকে অনেক বেশি উন্নত। 

এই স্মার্ট ব্যান্ডের দাম কত?

Xiaomi -এর তরফে Mi Band 8 -এর দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে, NFC এবং নন NFC। NFC ব্যান্ডটির দাম চিনে রাখা হয়েছে 299 CNY যা কিনা ভারতীয় মূল্যে প্রায় 3,600 টাকা। আর নন NFC মডেলের দাম রাখা হয়েছে 239 CNY অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 2,800 টাকা।

এই ঘড়িটি গ্রাহকরা দুটো রঙে কিনতে পারবেন। এই রং দুটি হল লাইট গোল্ড এবং ব্রাইট ব্ল্যাক। Xiaomi -এর চাইনিজ ওয়েবসাইটে এটি উপলব্ধ হয়ে গিয়েছে অর্ডারের জন্য। 

কী কী ফিচার এখানে?

1. 1.62 ইঞ্চির একটি AMOLED ডিসপ্ল আছে যেখানে মিলবে 192X490 পিক্সেলের রেজোলিউশন। এখানে সর্বোচ্চ 600 নিটসের ব্রাইটনেস মিলবে। 

2. 150 টির বেশী ট্রেনিং মোড, স্মার্ট হেলথ ফিচার যেমন SPO2 ট্র্যাকার, হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, মেনস্ট্রুয়াল ট্র্যাকার, ইত্যাদি। 

3. অ্যান্ড্রয়েড 6 বা তার বেশি এবং IOS 12 বা তার বেশি সফটওয়্যার আছে এমন যে কোনও ডিভাইসের সঙ্গে এটি কানেক্ট করা যাবে। 

4. 190 mAh ব্যাটারি আছে এই ফোনে। অলয়েজ অন ডিসপ্লে মোড রয়েছে এই ঘড়িতে। একবার চার্জ দিলে এটি 16 দিন পর্যন্ত চলতে সক্ষম। তবে অলয়েজ অন মোড চালু থাকলে এক চার্জে 5 দিন চলতে সক্ষম এটি। 

5. 5 ATM জল প্রতিরোধ করবে এমন ডিজাইন এবং বডি আছে এই ঘড়িতে। এটিকে জুতোর সঙ্গে আটকানো যাবে রানিং পড হিসেবে। 

6. এটির ওজন 27 গ্রাম। এখানে প্রফেশনাল রানিং মোড পাবেন যা আপনার দৌড়ের ডেটা ট্র্যাক করতে সক্ষম যেমন স্ট্রাইড ফ্রিকোয়েন্সি, স্ট্রাইড লেন্থ, ইত্যাদি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :