Xiaomi Buds 4 লঞ্চ করে গেল দেশে, ব্লুটুথ থেকে ANC সাপোর্ট সহ আর কী কী সুবিধা মিলবে?

Xiaomi Buds 4 লঞ্চ করে গেল দেশে, ব্লুটুথ থেকে ANC সাপোর্ট সহ আর কী কী সুবিধা মিলবে?
HIGHLIGHTS

চিনে Xiaomi 13 সিরিজের সঙ্গেই লঞ্চ করল Xiaomi Buds 4

এই ইয়ার বাডসে মিলবে ব্লুটুথ 5.3, ANC সাপোর্ট

এই ইয়ার বাডসে রয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিজাইন যা কানকে আরাম দেবে

রবিবার, 11 ডিসেম্বর চিনে Xiaomi তাদের একাধিক প্রোডাক্ট লঞ্চ করেছে। এই প্রোডাক্টগুলোর মধ্যে আছে Xiaomi 13 সিরিজ। এর সঙ্গে লঞ্চ করেছে Xiaomi Buds 4 TWS ইয়ার বাডস। এই Earbuds এ মিলবে মিলবে ব্লুটুথ 5.3 এর সাপোর্ট সহ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন। সঙ্গে আছে তিনটি মাইক। দেখে নিন এই Earbuds এ কোন কোন ফিচার মিলবে আর এর দামই বা কত। 

Xiaomi Buds 4 এর দাম এবং উপলব্ধতা

Xiaomi Buds 4 এর দাম চিনে রাখা হয়েছে CNY 699। অর্থাৎ ভারতীয় অর্থে এই Earbuds এর দম পড়বে 8,280 টাকা। তিনটি রঙে এখন এই ইয়ার বাডস কিনতে পাওয়া যাচ্ছে চিনে, এই তিনটি রঙ হল কালো, সাদা এবং সবুজ। তবে বিশ্ব বাজারে কবে এটি লঞ্চ করবে সেটা এখনও জানা যায়নি। 

Xiaomi Buds 4 এর ফিচার

এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন ব্লুটুথ 5.3 এর কানেকটিভিটি সহ SBC, AAC, LHDC 5.0 কোডের সাপোর্ট। সঙ্গে 192 KHz এর স্যাম্পলিং রেট মিলবে এই ইয়ার বাডসে। এটি HiFi অডিও এবং স্পেশিয়াল অডিও সাপোর্ট করবে। এখানে আছে গ্র্যাফেন ডুয়াল ম্যাগনেটিক ডায়নামিক ড্রাইভারস। 35mAh ব্যাটারি আছে এই Earbuds- এ। ফলে একবার চার্জ দিলেই এই Earbuds এর সাহায্যে আপনি 6 ঘণ্টার ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। অন্যদিকে এই TWS Earbuds এর কেসে মিলবে 480mAh ব্যাটারি যা আপনাকে ANC অফ অবস্থায় 30 ঘণ্টার সুবিধা এবং ANC অন অবস্থায় 20ঘণ্টার সুবিধা দেবে। এছাড়া এটি মাত্র 10 মিনিট চার্জ দিলেই মিলবে 2.5 ঘণ্টার প্লেব্যাক টাইম। 

Xiaomi Buds 4

আর যদি এই Earbuds- এর ডিজাইনের কথা বলতে হয়, তাহলে এখানে আছে একটি অর্ধেক কানের শেপের 60 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিজাইন যার সাহায্যে ব্যবহারকারীরা কোনও সমস্ত ছাড়াই আরাম সহকারে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে আছে 3 মাইক এর সঙ্গে AI কল নয়েজ রিডাকশন ফিচার। এই Xiaomi Buds 4- এ ডুয়াল ডিভাইস স্মার্ট কানেকশন এর সুবিধা মিলবে পেয়ার করার জন্য। এই wearable ডিভাইসটিতে IP54 রেটিং আছে, অর্থাৎ এটিতে জল বা ধুলো লাগলেও কোনও  সমস্যা হবে না। তবে এই Earbuds- এর কেসে আছে IPX4 রেটিং। এটি ওজন মাত্র 4.4গ্রাম।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo