Smartphone, Smartwatch এখন অতীত, এসে গেল Smart Ring, কী কাজ এই ‘টেক’বাজ আংটির?
Smartphone, Smartwatch এখন অতীত, এসে গেল Smart Ring
এখন স্মার্ট রিং দিয়েই করা যাবে ডিজিটাল পেমেন্ট
মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচের সাহায্য লাগবে না আর
Smartphone আছে? সে তো সবার আছে। Smartwatch? সেও তো এখন সবার হাতে হাতে। ফলে এগুলো এখন বড়ই ক্লিশে হয়ে গেছে। তাই নতুন চমক হিসেবে আসছে Smart Ring। আর এটার সাহায্যেই করা যাবে Digital Payment। এবার আর UPI পেমেন্ট এর জন্য লাগবে না স্মার্টফোন বা স্মার্ট ওয়াচের সাহায্য। এবার এই স্মার্ট রিং দিয়েই করা যাবে ডিজিটাল পেমেন্ট। ভাবছেন কী ভাবে? দেখুন।
এটা ডিজিটাইজেশনের যুগ। সব কিছুই দ্রুত পাল্টাচ্ছে। স্মার্টফোন এখন একাই নানা কাজ করে ফেলছে। হালকা থেকে হালকাতর হচ্ছে। পাল্টে যাচ্ছে কম্পিউটারের সাইজ থেকে টাকা লেনদেনের ধরন। বাদ যাচ্ছে না ঘড়িও। এখন স্মার্টফোনের একাধিক ফিচার স্মার্ট ওয়াচে পাওয়া যায়। তাই এবার চেষ্টা করা হচ্ছে যাতে স্মার্টফোনের নানা ফিচার এবার স্মার্ট রিংয়ে রাখা যায়। এমন চেষ্টা করছে কোচির একটি স্টার্ট আপ সংস্থা। হাতের আংটি দিয়েই এখন করা যাবে নানা কাজ।
হঠাৎ সব ছেড়ে আংটিকে কেন স্মার্ট করার চেষ্টা করা হল?
Smart Ring বানানোর নেপথ্যের মূল কারণ হল কার্ড বা কোনও ওয়ালেট বা ক্যাশ না থাকলেও যাতে NFC ব্যবহার করেই টাকা লেনদেন করা যায় ডিজিটালি। Acemoney নামক একটি কোচির সংস্থা এই ভাবনা প্রকাশ্যে এনেছে। তিরুবনন্তপুরুমের কেরালা স্টার্ট আপ মিশনে তারা এই ভাবনার কথা জানায়। আমরা অনেক সময়ই পার্স নিয়ে বেরোতে ভুলে যাই, বেরোলেও তাতে ক্যাশ বা করে থাকে না। তাই তখন যাতে কোনও সমস্যায় না পড়তে হয় সেহেতু এই ঘড়ি আনা হয়েছে।
এই ঘড়িতে কী কী বিশেষ ফিচার আছে?
জিরকোনিয়া সিরামিক দিয়ে এই আংটিটি বানানো হয়েছে। এখানে কোনও স্ক্র্যাচ পড়বে না। একই সঙ্গে এটি hypoallergenic বিরোধী এবং ওয়াটার প্রুফ। ফলে আপনি নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে সব অবস্থাতেই এটিকে পরতে বা ব্যবহার করতে পারেন। তবে এটার মধ্যে কোনও ব্যাটারি নেই। ফলে স্মার্টওয়াচ বা ফোনের মতো চার্জ দেওয়ার ঝক্কি থাকবে না। এটি NFV সক্ষম হবে, ফলে ব্লুটুথ কানেকটিভিটির উপরেও এটা নির্ভরশীল নয় একেবারেই।
তবে ভাবছেন কী ভাবে এই আংটি ব্যবহার করবেন?
Acemoney অ্যাপটিকে আপনার ফোনে ডাউনলোড করুন। তারপর আংটিটিকে অ্যাক্টিভেট করুন। এবার টাকা লেনদেনের জন্য ফোনে ডিজিটাল পেমেন্ট অ্যাপ রাখুন। এবার এটার সুবিধার আংটিতে দেওয়ার জন্য কন্টাক্টলেস যে অপশন আছে সেটাকে বেছে নিন। এবার যখনই আপনি যে প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন তখনই আপনি এই আংটির সাহায্যে লেনদেন করতে পারবেন। ফোন বা স্মার্টওয়াচ লাগবে না তখন। তবে খেয়াল রাখবেন যাতে লেনদেন ঠিক হয়, কোনও ব্যাঘাত না ঘটে আপনার হাতের অঙ্গভঙ্গি সঠিক হতে হবে। দরজায় টোকা দেওয়ার মতো আঙুল ভাঁজ করে নিতে হবে লেনদেন করার জন্য। এবার পেমেন্ট টার্মিনালে আপনার যে আঙুলে আংটি পরা সেটা রাখুন, বিপ শব্দ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তবে হ্যাঁ এই আংটি ব্যবহার করে অর্থ লেনদেন নিরাপদ কিনা হলেও কতটা সেটা এখনও জানা যায়নি। একই সঙ্গে জানা যায়নি এই আংটির আর কাজ কী, এটার সাহায্য কল রিসিভ না করা যাবে কিনা গান চালানো যাবে কিনা, ইত্যাদি জানা যায়নি। ফলে এখনও যেহেতু এটা প্রাথমিক পর্যায় আছে সেহেতু কিছুই সঠিক ভাবে বলা যাচ্ছে না। আগামীতে হয়তো আরও একাধিক ফিচার আসবে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile