Breaking Deal: 50 হাজারের Samsung Galaxy Watch5 Pro পাওয়া যাচ্ছে মাত্র 12,499 টাকায়, মিস করা যাবে না এই অফার

Breaking Deal: 50 হাজারের Samsung Galaxy Watch5 Pro পাওয়া যাচ্ছে মাত্র 12,499 টাকায়, মিস করা যাবে না এই অফার
HIGHLIGHTS

Samsung Galaxy Watch5 Pro ব্লুটুথ ওয়াচ মাত্র 12499 টাকায় বিক্রি হচ্ছে

Amazon India একটি দুর্দান্ত অফারের ঘোষনা করেছে

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 প্রো ঘড়ি 32 হাজার টাকার দেদার ছাড়ে বিক্রি হচ্ছে

Samsung Galaxy Watch5 Pro ব্লুটুথ ওয়াচ মাত্র 12499 টাকায় বিক্রি হচ্ছে। আসলে Amazon India একটি দুর্দান্ত অফারের ঘোষনা করেছে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 প্রো ঘড়ি 32 হাজার টাকার দেদার ছাড়ে বিক্রি হচ্ছে। এই স্যামসাং স্মার্ট ওয়াচ অগাস্ট 2022 সালে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এই ঘড়িটি দাম 44,999 টাকা ছিল। তবে স্যামসাংয়ের এই ঘড়িটি মাত্র 12,499 টাকার দামে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ঘড়িতে কী অফার দেওয়া হচ্ছে।

Samsung Galaxy Watch5 Pro ব্লুটুথ ওয়াচ অফার কী রয়েছে

আরও পড়ুন: Price Cut: 6000mAh ব্যাটারি, 50MP OIS সহ লেটেস্ট Samsung 5G স্মার্টফোনে 2000 টাকার ছাড়, জানুন কোথায় পাবেন

galaxy watch5 pro bluetooth deal on amazon india

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 প্রো তে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

গ্যালাক্সি ওয়াচ 5 প্রো তে 1.4-ইঞ্চি সফায়র ক্রিস্টাল সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। ঘড়িটির ওজন অনেকটা কম এবং হালকা। এতে GPS নেভিগেশনের পাশাপাশি কল ফাংশন, ডুয়াল কোর CPU, 5 ওয়াচ ফেস এবং 1.5GB RAM সহ 16GB স্টোরেজ রয়েছে।

Samsung Galaxy Watch5 Pro

এই ঘড়িতে পাওয়ার দিতে 590mAh ব্যাটারি সহ বেশি ব্যাকআপ পাওয়া যাবে।

স্যামসাংয়ের এই স্মার্ট ওয়াচে বডি কম্পোজিশন মেজারমেন্ট (বিআইএস মেজারমেন্ট) ফিচার রয়েছে, যা আপনার শরীরে উপস্থিত অতিরিক্ত চর্বি সম্পর্কে নোটিফাই করে।

এই স্মার্ট ঘড়িটিতে একটি অপটিক্যাল হার্ট রেট সেন্সর রয়েছে যা হার্ট সম্পর্কে রিয়েল-টাইম নোটিফিকেশন দেয়। এছাড়া থাকছে 90টি এক্সসরসাইজ এবং ফিটনেস ট্র্যাকিং সহ আসে। ঘড়িতে স্লিপ ট্র্যাকিং, অ্যাক্সিলোমিটার, ব্যারোমিটার, বায়োইলেক্ট্রিক্যাল ইম্পিডেন্স অ্যানালাইসিস সেন্সর এবং ইলেক্ট্রিকল হার্ট সেন্সরও রয়েছে।

আরও পড়ুন: Amazon Great Freedom Festival Sale হতে চলেছে শুরু, এই সব প্রোডাক্টে থাকবে 80 শতাংশ ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo