ভারতে 19,990 টাকায় স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ লঞ্চ হল

Updated on 26-Jun-2019
HIGHLIGHTS

Samsung Galaxy Watch Active OS 4.0 তে চলে

এই ডিভাইসটি IP 68 রেটিং যুক্ত

স্যামসাং তাদের গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ ডিভাইসটি ভারতে লঞ্চ করেছে। স্মার্টওয়াচটি কোম্পানি প্রথম ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত “গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট” নিয়ে এসেছিল। আর এর পরে এই ডিভাইসটি ভারতে এল। কোম্পানি একটি প্রেস ইভেন্টে তাদের এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করেছে।

গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ একটি এক্সারসাইজ ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস ট্র্যাকিং আর হেলথ ট্র্যাকিংয়ের মত ন ফিচার যুক্ত। আর আপনাদের বলে রাখি যে এটি স্যামসাংয়ের প্রথম ওয়ারেবেল ডিভাইস প্রোডাক্ট যা ব্লাড প্রেসার মনিটার করতে পরে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ ব্ল্যাক, ডিপ গ্রিন, রোজ গোল্ড আর সিলভার কালারে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভের দাম আর এটি কবে কোথায় পাওয়া যাবে

আমরা যদি দামের দিকটি দেখি তবে এই স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ কোম্পানির গ্যালাক্সি ফিট আর গ্যালাক্সি ফিট e অ্যাক্টিভ ট্র্যাকারের সঙ্গে আসবে। আর এই স্মার্টওয়াচটির দাম 19,990 টাকা। আর ইউজার্সরা এটি অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট ছাড়া স্যামসাং য়ের নিজস্ব অনলাইন শপ থেকেও কিনতে পারবেন। আর এই স্মার্টওয়াচটি অফলাইন স্টোরে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভের স্পেসিফিকেশান

স্মার্টওয়াচে আপনারা 1.1 ইঞ্চির 360×360 পিক্সাল AMOLED স্ক্রিন পাবেন আর এটি কর্নিং গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান যুক্ত। আর এই ডিভাইসে 230 mAh য়ের ব্যাটারি আছে। আর এর সঙ্গে এতে আপনারা ডুয়াল কোর এক্সিয়ন্স 9110 প্রসেসার পাবেন।

এতে 768mb র‍্যাম আর 4GB ইনবিল্ট স্টোরেজ আছে। আর এই স্মার্টওয়াচটি টাইজেন নির্ভর ওয়ারেবেল OS 4.0 তে চলে। আর এই স্মার্টওয়াচটি IP 68 যুক্ত। আর এটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট যুক্ত ব্লুটুথ 4.2/wi-fi b/g/n, nfc আর A-gps য়ের মতন কানেক্টিভিটি ফিচার যুক্ত। আর এর সঙ্গে এতে গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপের অ্যাক্সেসও দেওয়া হয়েছে। আর এই ভয়েস অ্যাকশানের জন্য ডিভাইসে ভয়েস অ্যাসিস্টেন্স ইন্টিগ্রেশান দেওয়া হয়েছে।

এভাবে নিজের বাল্ড প্রেসার চেক করুন

আপনারা স্যামসাংয়ের এই ডিভাইস থেকে যদি আপনার প্রথম ওয়ারেবেল ডিভাইস হয় তবে বলে রাখি যে এটি দিয়ে কিন্তু আপনারা ব্লাড প্রেশার মনিটার করতে পারবেন। আর গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ ইউজার আর তাদের ব্লাড প্রেসার চেক করতে চাইলে এখানে আপনাদের “My BP Lab” অ্যাপটি ডাউনলোড করতে হবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :