ব্লুটুথ কলিং সহ একাধিক অত্যাধুনিক ফিচার নিয়ে লঞ্চ করল Redmi Watch 3, দাম কত?

ব্লুটুথ কলিং সহ একাধিক অত্যাধুনিক ফিচার নিয়ে লঞ্চ করল Redmi Watch 3, দাম কত?
HIGHLIGHTS

Redmi-র নতুন ঘড়ি, Redmi Watch 3 লঞ্চ করল চিনে

এই ঘড়ির দাম চিনে CNY 499 যা ভারতীয় মূল্যে 5,900টাকা

এখানে ব্লুটুথ কলিং সহ একাধিক অত্যাধুনিক ফিচার মিলবে

Redmi তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল দেশে। চিনের বাজারে হাজির হল এই নতুন ঘড়ি, Redmi Watch 3। এই ঘড়িটিতে গ্রাহকরা ব্লুটুথ কলিং ফিচার সহ GPS, ইত্যাদির সুবিধা মিলবে। সঙ্গে আছে বেশ লম্বা ব্যাটারি লাইফ। এই ঘড়িটি একবার চার্জ দিলে এত 12 দিন পর্যন্ত চলতে পারবে। এছাড়া AMOLED ডিসপ্লে তো আছেই যেখানে মিলবে বিভিন্ন 20 টির বেশি কাস্টোমাইজেবল ওয়াচ ফেস। Redmi Watch 3- এর দাম মাত্র 37 গ্রাম।

এই ঘড়িটির দাম কত?

Redmi Watch 3 আপাতত কেবল চিনেই পাওয়া যাবে। সেখানকার বাজারেই উপলব্ধ হয়েছে এই স্মার্টওয়াচ। সেখানে এই ঘড়িটির দাম হল মাত্র CNY 499। ফলে এই দামটি ভারতীয় মূল্যে গিয়ে দাঁড়াবে প্রায় 5,900 টাকার মতো। চিনের গ্রাহকরা ইতিমধ্যেই এই ঘড়ি কিনতে শুরু করেছেন। সেই দেশে ঘড়িটি 28 ডিসেম্বর থেকে উপলব্ধ হয়েছে কেনাকাটার জন্য। এই ঘড়িটি দুটি রঙে কিনতে পাওয়া যাচ্ছে। এই দুটি রঙ হল, আইভরি হোয়াইট এবং এলিগ্যান্ট ব্ল্যাক।

কী কী ফিচার আছে এই ঘড়িতে? 

390X450 পিক্সেলের রেজোলিউশন এবং 60 Hz রিফ্রেশ রেট সহ একটি 1.75 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে এই ঘড়িতে। এখানে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 70% যেখানে পিক্সেলের ঘনত্ব হচ্ছে 341 পিক্সেল। গ্রাহকরা Redmi Watch 3- তে পাবেন একটি মাইক্রোফোন সহ একটি স্পিকার। সঙ্গে ব্লুটুথ কলিং ফিচার তো মিলবেই। এছাড়া SOS ফিচার আছে এখানে 24 ঘণ্টার জন্য। 

এমারজেন্সি কল করতে চাইলে ঘড়ির পাশে থাকা বাটনটি তিনবার তিন টিপলেই হবে। এখানে আছে GNSS চিপ এটার সাহায্যে গ্রাহকরা পেয়ে যাবেন প্রিসাইজ কন্ট্রোল এবং স্যাটেলাইট সিস্টেমের সাপোর্ট, যার মধ্যে আছে QZSS, GLONASS, GPS, Galileo, ইত্যাদি। 24X7 হার্ট রেট মনিটর, SPO2 ট্র্যাকার, ক্যালোরি, স্লিপ ট্র্যাকার, ব্লাড প্রেসার, ইত্যাদি সহ মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার আছে এই ঘড়িতে। 121 টির বেশি স্পোর্টস মোড আছে। সঙ্গে আছে 200টির বেশি কাস্টোমাইজেবল ওয়াচ ফেসের সুবিধা। নানান স্টাইল এবং থিম ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এই ঘড়িটির সাহায্যে। 

Redmi Watch 3

জানা গিয়েছে এক ঘড়িটি একবার চার্জ দিলে এটি 12 দিন পর্যন্ত চলতে পারে। ফলে বুঝতেই পারছেন এই ঘড়িতে বেশ একটি বড় ব্যাটারি পেয়ে যাবেন। তবে এটার জন্য আপনাকে ম্যাগনেটিক চার্জার ব্যবহার করতে হবে। NGC, 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স, সহ একাধিক জরুরি ফিচার আছে এই Redmi Watch 3- তে। এটির ওজন মাত্র 37 গ্রাম।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo