Realme লঞ্চ করল Dizo Watch 2 এবং Dizo Watch 2 Pro লঞ্চ, জানুন দাম ও স্পেসিফিকেশন

Updated on 15-Sep-2021
HIGHLIGHTS

Realme Dizo Watch 2 ও Realme Dizo Watch 2 Pro লঞ্চ হল

Realme Dizo Watch 2 এখন কেনা যাবে 1,999 টাকায়

Realme Dizo Watch 2 Pro এখন কেনা যাবে 4,499 টাকায়

Realme Dizo Watch 2 ও Realme Dizo Watch 2 Pro আজ ভারতীয় টেক মার্কেটে লঞ্চ করে গিয়েছে। এই দুটি স্মার্টওয়াচের যে ঝলক সামনে এসেছে তাতে দেখা গিয়েছে যে ডিভাইসগুলি আসবে হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর ও ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটর ফিচারসমেত। Dizo Watch 2 ডিভাইসে দেখা যেতে পারে 1.69 ইঞ্চি ফুল টাচস্ক্রিন ডিসপ্লে। এই দুটি স্মার্টওয়াচের লঞ্চের পাশাপাশি Realme Pocket Bluetooth স্পিকার রেঞ্জ এই প্রথম সেলে যাবে। এই পোর্টেবেল স্পিকার দেবে টানা 6 ঘণ্টার প্লেব্যাক টাইম। এই ডিভাইস আসবে 3W ডায়নামিক বুস্ট ড্রাইভারের সঙ্গে প্যাসিভ রেডিয়েটার সমেত।

Realme Dizo Watch 2, Realme Dizo Watch 2 Pro ও Realme Pocket Bluetooth স্পিকারের দাম

এই দুটি স্মার্ট ডিভাইস সম্পর্কে জানানো হয়েছে যে Realme Dizo Watch 2  ডিভাইসের দাম 2,999 টাকা। তবে সেল উপলক্ষ্যে এই ডিভাইস পাওয়া যাবে 1,999 টাকায়। Realme Dizo Watch 2 Pro ডিভাইসের দাম 4,999 টাকা। তবে সেল উপলক্ষ্যে এই ডিভাইস কেনা যাবে 4,499 টাকায়। ফ্লিপকার্টে এই নতুন ডিভাইসের সেল শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে। অন্যদিকে Realme Pocket Bluetooth স্পিকারের দাম হতে পারে 1,099 টাকার মধ্যে।

Realme Dizo Watch 2, Realme Dizo Watch 2 Pro স্পেসিফিকেশন

  • Realme Dizo Watch 2 ডিভাইসে রয়েছে  1.69 ইঞ্চি ফুল টাচস্ক্রিন ডিসপ্লে 600 নিটের পিক ব্রাইটনেস 2.5D গ্লাস প্রটেকশনসমেত।
  • Realme Dizo Watch 2 Pro ডিভাইসে রয়েছে 1.75 ইঞ্চি হাই ডেফিনেশন টাচস্ক্রিন ডিসপ্লে ।
  • Realme Dizo Watch 2 সাপোর্ট করছে 15টি স্পোটস মোডকে।
  • Realme Dizo Watch 2 Pro সাপোর্ট করে 90 টি স্পোটস মোড ফিচার।
  • Realme Dizo Watch 2 ও Realme Dizo Watch 2 Pro স্মার্টওয়াচে পাওয়া যাবে 24X7 হার্ট রেট , স্লিপ মনিটর, SPO2 মনিটর, স্টেপস কাউন্ট, ডিসটেন্স কভার, ক্যালোরি বারনিং ফিচার।
  • Realme Dizo Watch 2 ও Realme Dizo Watch 2 Pro ডিভাইস সাপোর্ট করে  মেসেজ ও কল নোটিফিকেশন, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল , ওয়েদার ফোরকাস্ট প্রভৃতি।
  • Realme Dizo Watch 2  5ATM সার্টিফায়েড ডিভাইস যাতে রয়েছে 2,600 mAh ব্যাটারি যা সিঙ্গেল চার্জে চলবে টানা 10 দিন পর্যন্ত।
  • Realme Dizo Watch 2 ও Realme Dizo Watch 2 Pro এই দুটি ডিভাইসেই মিলবে Bluetooth সাপোর্ট।

Realme Pocket Bluetooth স্পিকারের স্পেসিফিকেশন

  • Realme Pocket Bluetooth স্পিকার আসবে 600mAh ব্যাটারি ফিচার সমেত।
  • এই স্পিকার দেবে সিঙ্গেল চার্জে টানা 6 ঘণ্টার প্লেব্যাক ফিচার।
  • এই ডিভাইসে থাকবে 3W ডায়নামিক বুস্ট ড্রাইভার সঙ্গে প্যাসিভ রেডিয়েটর যা যুক্ত থাকবে বাস বুস্ট প্লাস এনহ্যান্সমেন্ট সমেত।
  • এই রিয়েলমি স্পিকার দেবে Bluetooth V5 কানেক্টিভিটি ও ইউএসবি টাইপ সি চার্জের পোর্ট।
  • স্পিকারের ওজন 113 গ্রাম।

 

 

Connect On :