Mi Band 6 স্মার্টব্যান্ডে থাকবে 1.56 ইঞ্চি অ্যামোলয়েড টাচস্ক্রিন ডিসপ্লে
26th August দুপুর 12 টায় ইন্ডিয়ান টেক মার্কেটে আসতে চলেছে Xiaomi Mi Band 6
Mi Band 6 পাওয়া যাবে SpO2 সেন্সরের সঙ্গে এবং 30 স্পোর্টস মোড
26th August দুপুর 12 টায় ইন্ডিয়ান টেক মার্কেটে আসতে চলেছে Xiaomi Mi Band 6। জানা গিয়েছে নতুন এই স্মার্টব্যান্ড পাওয়া যাবে চারটি কালার অপশনে। Mi Band 6 গত মার্চ মাসেই বিশ্বের বাজারে হাজির হয়ে গিয়েছে। Xiaomi India টুইটারে কনফার্ম করেছে যে 26th August দুপুরে Smarter Living ইভেন্টে এই ব্যান্ড লঞ্চ করা হবে। এই ইভেন্টে একইসঙ্গে লঞ্চ হবে Redmi Book Pro 15 ল্যাপটপ। নতুন এই Mi Band 6 পাওয়া যাবে SpO2 সেন্সরের সঙ্গে এবং এতে থাকবে 30 স্পোর্টস মোড।
Mi Band 6 -এর ফিচার এবং দাম কী হতে পারে
Mi Band 6 স্মার্টব্যান্ডে থাকবে 1.56 ইঞ্চি অ্যামোলয়েড টাচস্ক্রিন ডিসপ্লে। সঙ্গে থাকবে 326ppi পিক্সেল ডেনসিটি এবং 450 নিটস পিক ব্রাইটনেস। এই স্মার্টব্যান্ডে থাকবে 125mAh ব্যাটারি, যা চলবে টানা 14 দিন পর্যন্ত। Mi ব্যান্ডে থাকবে 50 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফের সুবিধা এবং এতে থাকবে Bluetooth 2.0।
এই নতুন ফিটনেস ব্যান্ডে থাকবে 30 স্পোর্টস মোড। Mi Band 6 ডিভাইসে থাকবে অটো- ডিটেক্ট সিক্স অ্যাকটিভিটি ফিচার। নতুন এই স্মার্টব্যান্ডে থাকবে 24/7 ব্লাড মনিটরিং ফিচার , ব্লাড অক্সিজেন (SpO2) সেন্সর এবং স্লিপ ট্র্যাকিং ফিচার।
চিনে এই ফিটনেস ব্যান্ডের দাম CNY 230, ভারতীয় দামে যা 2,630 টাকা। Mi Band 6 NFC এডিশনের দাম চিনে CNY 280, যা ভারতীয় মুদ্রায় 3,200 টাকা। তবে ভারতে নতুন Mi Band 6 কত দামে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।