36 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এবং ব্রাইট ডিসপ্লে সহ Pixel Watch 3 লঞ্চ, জানুন দাম কত

36 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এবং ব্রাইট ডিসপ্লে সহ Pixel Watch 3 লঞ্চ, জানুন দাম কত
HIGHLIGHTS

Google ভারতে দুটি ডিসপ্লে সাইজ 41mm এবং 45mm সহ Pixel Watch 3 লঞ্চ করেছে

পিক্সল ওয়াচ 3 তে 36 ঘন্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে দাবি করেছে কোম্পানি

পিক্সেল ওয়াচ 3 এর WiFi কানেক্টিভিটি সহ 41mm মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে

Google ভারতে Pixel Watch 3 লঞ্চ করেছে। পিক্সল ওয়াচ 3 তে 36 ঘন্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে দাবি করেছে কোম্পানি। ঘড়িটি দুটি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে। পিক্সেল ওয়াচ 3 তে কোম্পানি 41mm এবং 45mm সাইজ অফার করেছে। দুটি মডেলই কোম্পানির Actua ডিসপ্লে সহ আসে। এতে কার্ডিও লোড ট্র্যাকিং ফিচার দেওয়া। আসুন বিস্তারিতভাবে পিক্সেল ওয়াচ 3 এর বিষয় জেনে নেওয়া যাক।

ভারতে Pixel Watch 3 এর দাম কত এবং বিক্রি কবে

পিক্সেল ওয়াচ 3 এর WiFi কানেক্টিভিটি সহ 41mm মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, 45mm ডিসপ্লে এবং WiFi কানেক্টিভিটি সহ বড় মডেলটি 43,900 টাকার শুরুর দামে কেনা যাবে।

আরও পড়ুন: Pixel 9 Series লঞ্চ হওয়ার পরেই 7000 টাকার পর্যন্ত সস্তা হল Pixel 8 Series ফোন, জানুন নতুন দাম কত

কোম্পানির অনুযায়ী, পিক্সেল ওয়াচ 3 এর বিক্রি 22 অগাস্ট Flipkart, রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমা রিটেল আউটলেট থেকে বিক্রি করা হবে।

পিক্সেল ওয়াচ 3 এর স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, পিক্সেল ওয়াচ 3 দুটি ডিসপ্লে সাইজ 41mm এবং 45mm তে পাওয়া যাবে। দুটি মডেলে কোম্পানির Actua ডিসপ্লে দেওয়া। গুগল জানিয়েছে যে পিক্সেল ঘড়িতে 2000 নিট পিক ব্রাইটনেস লেভল সাপোর্ট করে যা গত বছরের মডেল থেকে দ্বিগুন।

Loss of Pulse Detection on Google Pixel Watch 3

গুগল এর দাবি যে পিক্সেল ওয়াচ 3 গ্রাহকদের প্রতিদিনের প্ল্যান করতে সাহায্য করে। গুগল ব্যাপক রান ট্র্যাকিং ফিচার সহ উন্নত ফিটনেস ট্র্যাকিং ক্ষমতাও চালু করেছে যা ইউজারদের কাস্টম রানিং রুটিন ডিজাইন করতে, হার্ট রেট মনিটার এবং ফিটবিট অ্যাপের সাথে পেয়ার করার সময় ক্যাডেন্স এবং স্ট্রাইড লেন্থর মতো মেট্রিক্স ট্র্যাক করার সুবিধা দেয়। শুধু তাই নয়, কোম্পানি নতুন পিক্সেল ঘড়িতে AI সাপোর্ট দিয়েছে।

পিক্সেল ওয়াচ 3 এর ব্যাটারি লাইফ আগের মডেলের মতোই অলওয়েজ-অন ডিসপ্লে সহ 24 ঘন্টা পর্যন্ত ব্যবহারের দাবি করে। গুগল বলেছে যে ব্যাটারি সেভার মোড অন থাকলে ঘড়িটি 36 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ অফার করবে। তবে পিক্সেল ওয়াচ 3 এর 41mm সাইজের মডেল কোম্পানির দ্বিতীয় জেনারেশন স্মার্টওয়াচের তুলনায় 20 শতাংশ ফাস্ট চার্জিং রেট সাপোর্ট করে।

আরও পড়ুন: Reliance Jio Unlimited 5G Plans: আনলিমিটেড 5জি ডেটা এবং বেশি ভ্যালিডিটি, কম দামে জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo