ভারতে লঞ্চ হল Jabra Elite 4 TWS Earbuds, দাম সহ ফিচার দেখুন

Updated on 15-Apr-2023
HIGHLIGHTS

Jabra -এর তরফে একটি নতুন TWS Earbuds লঞ্চ করল দেশে

এই নতুন earbuds -এর নাম Jabra Elite 4 TWS Earbuds

ভারতে এটির দাম রাখা হয়েছে 9,999 টাকা

Jabra -এর তরফে একটি নতুন TWS Earbuds লঞ্চ করা হল। এই সদ্য লঞ্চ হওয়া Earbuds -টির নাম Jabra Elite 4 TWS Earbuds। এই earbuds -টি Jabra Elite 3 -এর উত্তরসূরি। কোম্পানির তরফে জানানো হয়েছে এই Earbuds ব্যবহার করলে মিলবে কমফোর্ট সঙ্গে দারুন সাউন্ড। তাও সহজলভ্য দামে।  

কত দাম রাখা হয়েছে এই Earbuds?

Jabra Elite 4 TWS Earbuds-টি দেশে 9,999 টাকায় লঞ্চ করল। এটি গ্রাহকরা Amazon, Flipkart, Croma, Reliance থেকে কেনা যাবে। এছাড়া Jabra -এর অফিসিয়াল সাইট থেকেও কেনা যাবে এটি। গ্রাহকরা এটি চারটি রঙে কিনতে পারবেন, এই চারটি রং হল ডার্ক গ্রে, নেভি, লাইল্যাক এবং লাইট বেইজ রং। 

কী কী ফিচার থাকবে এই earbuds?

1. এখানে গ্রাহকরা পাবেন ব্লুটুথ মাল্টিপয়েন্ট। এর সাহায্যে গ্রাহকরা একসঙ্গে দুটো ডিভাইসে কানেক্ট করতে পারবেন কোনও সমস্যা ছাড়াই। 

2. এছাড়া এখানে মিলবে দ্রুত এবং সুইফ্ট পেয়ার করার সুবিধা। তাই গ্রাহকরা ফোন বলুন বা ল্যাপটপ, কম্পিউটার সেটার সঙ্গে জলদি এবং কোনও সমস্যা ছাড়াই পেয়ার করা যাবে। 

3. এছাড়া এই Earbuds -এ আছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা। এটার সাহায্যে অপ্রয়োজনীয় শব্দ, ইত্যাদিকে ফিল্টার করা যাবে। 

4. এই earbuds -এ আছে 4 মাইক্রোফোন কল টেকনোলজি সহ 6 mm স্পিকার। ফলে গ্রাহকরা এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার শব্দ পাওয়া যাবে। 

5. Jabra মিউজিক ইকুইলাইজার এবং সাউন্ড প্লাস অ্যাপের সাহায্যে নিজেদের প্রয়োজন মতো শব্দকে কাস্টোমাইজ করতে পারবেন গ্রাহকরা। ফলে এই earbuds ব্যবহার করলে দারুন অভিজ্ঞতা পাওয়া যাবে। 

6. সারাদিন ব্যবহার করেও যাতে গ্রাহকদের কোনও সমস্যায় না পড়তে হয় সেই সুবিধা দেওয়া আছে এখানে। Danish Ergonomic acousting ইঞ্জিনিয়ারিং- এর সুবিধা আছে এখানে।

7. এটা প্রিমিয়াম ডিউরাবেল মেটিরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আছে IP55 রেটিং, অর্থাৎ এটা ধুলো এবং জল দুই প্রতিরোধ করতে পারে। 

8. এই Earbuds একবার চার্জ দিলে 5.5 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দিতে সক্ষম। আর স্লিক কেস 22 ঘণ্টা পর্যন্ত চলে। আর গ্রাহক যদি ANC অফ রাখেন তাহলে সেক্ষেত্রে এটি এক চার্জে 28 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। 

ফলে বুঝতেই পারছেন এই earbuds -এ গ্রাহকরা দারুন ফিচার সহ ফাটাফাটি ডিজাইন পেয়ে যাবেন তাহলে কম দামে। Jabra -এর কান্ট্রি মার্কেটিং ম্যানেজার আশীষ শ্রীবাস্তব এই earbuds এর বিষয়ে বলেছেন, এই পরিবর্তনশীল পৃথিবীতে গ্রাহকদের চাহিদা পাল্টাচ্ছে। তাঁরা এমন প্রযুক্তি চান যা তাঁদের প্রত্যাশাকে পূরণ করতে পারবে। Jabra Elite 4 TWS Earbuds তাদের সেই সমস্ত চাহিদাকে পূরণ করবে। কোনও বাধা ছাড়া কানেক্ট করা যাবে, কল করা যাবে এটার সাহায্যে। আমি এই নতুন হাই পারফরমেন্স যুক্ত earbuds টি লঞ্চ করতে পেরে ভীষণই খুশি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :