Huawei Watch GT খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে

Updated on 05-Mar-2019
HIGHLIGHTS

Huawei একটি টুইটারে ভিডিওতে বলেছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে তাদের এই স্মার্টওয়াচটি লঞ্চ করবে

হাইলাইট

  • Huawei র Watch GT স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করবে বলে টিজ করেছে
  • কোম্পানি টুইটারে একটি ভিডিও ক্লিপ দিয়েছে
  • কোম্পানি এই ঘড়িটি গত বছর অক্টোবর মাসে লঞ্চ করেছিল

 

Huawei একটি নতুন টিজার নিয়ে এসেছে যেখানে ভারতে তাদের Watch GT স্মার্টওয়াচের ভারতে লঞ্চের বিষয়ে বলেছে। চিনের এই কোম্পানি তাদের ভারতের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শর্ট ভিডিও দিয়েছে। টুইটে লঞ্চ ডেটে রবিশ্যে কিছু বলা হয়নি। Huawei Watch GT একটি লেটেস্ট স্মার্টওয়াচ, যা কোম্পানির LightOS য়ে চলে। আর ফিটনেসের জন্য একটি অনেক ফিচার্সের সঙ্গে আসে। এতে GPS ট্র্যাকিং, হার্ট রেট মনিটার, 50 মিটার পর্যন্ত ওয়াটার রেজিস্টেন্স, ব্যারোমিটার, কম্পাস, আল্টিমিটার স্লিপ ট্র্যাকার আর অন্য অনেক ফিচার্স আছে।

https://twitter.com/HuaweiIndia/status/1101860976897318915?ref_src=twsrc%5Etfw

Huawei Watch GT র স্পেসিফিকেশান

Huawei Watch GT কার্টেক্স –M4 চিপসেট যুক্ত আর এটি লো পাওয়ার আর হাই পাওয়ার কোর্স যুক্ত। আর এই ডিভাইসে কোম্পানি LightOS য়ে কাজ করে আর কোম্পানি দাবি করেছে যে হার্ট মনিটারিং অন রাখার সময়ে ব্যাটারি লাইফ অফার করে। আর আপনারা এই ওয়াচের নোটিফিকেশান রিসিভ করলে ব্যাটারি লাইফ 30 দিন পর্যন্ত বাড়ানো যায়। আর এতে এক্সারসাইজ ট্রেকিং, হার্ট মনিটারিং আর GPS য়ের সঙ্গে Watch GT ব্যাবহার করে 22 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।

Huawei Watch Gt সাপোর্টে ক্লাসিক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল, আর এই দুটি ভেরিয়েন্টই 316L আর সেরামিক বেজেল যুক্ত। আর দুটি স্মার্টওয়াচে 5ATM রেটেড ওয়াটার রেজিস্টেন্স যুক্ত আর এর মানে এই যে এগুলি 10 মিনিট পর্যন্ত 50 মিটার জলের মধ্যে থাকতে পারে আর তাতে এটি ওয়াটার রেজিস্টেন্স হবে। আর এই ঘড়িটিতে 1.39 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 424×454 পিক্সাল।

Huawei এই ঘড়িটি “Huawei TruSeen 3.0”  হার্ট রেট মনিটার পর্যন্ত ব্যাবহার করা যায়, যে বটমে ছোট LEDs য়ের সঙ্গে নিজের সেলফি লার্নিং অ্যাল্গোরিদাম ব্যাবহার করে হার্ট রেট মাপে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :