Dizo Watch R Talk এবং Watch D Talk ভারতে লঞ্চ, কম দামে কী কী ফিচার পাবেন জানুন

Updated on 12-Sep-2022
HIGHLIGHTS

ডিজো ব্র্যান্ড হল রিয়েলমি কোম্পানির টেকলাইফ ব্র্যান্ড, এই সংস্থা দুটো ঘড়ি লঞ্চ করল

ডিজো ওয়াচ আর টক এবং ওয়াচ ডি টক লঞ্চ হল

দুটো ঘড়িতেই আছে ব্লুটুথ কলিং সাপোর্ট

Realme সংস্থার টেকলাইফ ব্র্যান্ড হল Dizo। এই ডিজো ব্র্যান্ড ভারতে একসঙ্গে দুটো ঘড়ি লঞ্চ করল, এই ঘড়ি দুটো হল Dizo Watch R Talk এবং Watch D Talk। যদিও এই ঘড়ি দুটোকে দেখতে আলাদা, একটায় আছে গোল ডায়াল, আরেকটায় রয়েছে চৌকো ডায়াল। তবে এই ঘড়ি দুটোর স্পেসিফিকেশনে অনেকটাই মিল রয়েছে। আর এই ঘড়ি দুটোর নামের মধ্যে যে Talk শব্দটি আছে, তার অর্থ হল ব্লুটুথ কলিং আছে এই ঘড়িতে।

Dizo Watch R Talk ঘড়িতে আছে গোল ডায়াল এবং Watch D Talk ঘড়িতে আছে চৌকো ডায়াল। আসুন দেখে নেওয়া যাক এই ঘড়ি দুটোর দাম সহ ফিচার।

ভারতে এই ঘড়ি দুটোর দাম কত?

4,999 টাকায় Dizo Watch R Talk ঘড়িটি ভারতে লঞ্চ হয়েছে। কিন্তু বর্তমানে এই ঘড়ির উপর যে অফার আছে, তাতে এই ঘড়িটি মাত্র 3,799 টাকাতেই গ্রাহকরা পেয়ে যাবেন। আপাতত এই ঘড়িটি দুটো রঙে উপলব্ধ আছে, এই রঙ দুটি হল গ্রে এবং ব্ল্যাক। আগামী 13 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট (Flipkart) থেকে গ্রাহকরা এই ঘড়িটি কিনতে পারবেন। অন্যদিকে Dizo Watch D Talk ঘড়িটির আসল দাম 3,999 টাকা হলেও এটি অফারে 2,799 টাকায় কেনা যাবে। 16 সেপ্টেম্বর থেকে গ্রাহকরা এই ঘড়িটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই ঘড়িটি গ্রে, ব্ল্যাক এর সঙ্গে সবুজ রঙেও উপলব্ধ আছে।

এই ঘড়িতে কী কী ফিচার আছে?

Dizo Watch R Talk ঘড়িতে রয়েছে একটি 1.3 ইঞ্চির একটি সার্কুলার AMOLED ডায়াল যাতে আছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এই ঘড়ির ডিসপ্লেতে গ্রাহকরা পাবেন 360X360 পিক্সেলের রেজোলিউশন এবং 500 নিটসের ব্রাইটনেস। এছাড়া কলিংয়ের সময় নয়েজ ক্যানসেলশনের ফিচার আছে তাই গ্রাহকরা পাবেন দারুন অডিওর অভিজ্ঞতা। এছাড়া 300mAh ব্যাটারি যেখানে গ্রাহকরা কলিং সহ 5 দিন এবং কলিং ছাড়া 10 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র এক বার চার্জ দিলেই।

অন্যদিকে Dizo Watch D Talk ঘড়িতে আছে 1.8 ইঞ্চির একটি চৌকো ডায়াল যেখানে গ্রাহক পাবেন 550 নিটের ব্রাইটনেস সহ 240X286 পিক্সেলের রেজোলিউশন। মেটাল ফ্রেম এবং 2.5D গ্লাস হচ্ছে এই ঘড়ির বিশেষ বৈশিষ্ট্য। 260mAh ব্যাটারি আছে এই ঘড়িতে যেখানে একবার চার্জ দিলে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে কলিং ছাড়া। আর কলিং সহ 2 দিনের ব্যাটারি ব্যাকআপ মিলবে। এমনটাই জানানো হয়েছে Realme সংস্থার তরফে।

Connect On :