Boat সংস্থার তরফে একটি নতুন নেকব্যান্ড লঞ্চ করা হল দেশে। এই নেকব্যান্ডটির নাম 1,300 টাকার মধ্যেই রাখা হয়েছে। ভারতীয় বাজারে যে নেকব্যান্ড লঞ্চ করল Boat সেটার নাম Boat Rockerz 378 Neckband। যাঁরা বাজেট ফ্রেন্ডলি নেকব্যান্ডের মধ্যে 3D স্পেসিয়াল বায়োনিক সাউন্ড চান তাঁদের জন্য এটা একদম উপযোগী। এছাড়া এই নেকব্যান্ডটি একবার চার্জ দিলে গোটা দিনের ব্যাটারি লাইফ দেবে। অর্থাৎ এক চার্জে এটি 25 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এখানে আছে 200mAh ব্যাটারি।
এর আগে Boat -এর তরফে Boat Rockerz 330 Pro লঞ্চ করা হয়েছিল ভারতে। সেই নেকব্যান্ডটির দাম রাখা হয়েছিল 1,499 টাকা। সেটার তুলনায় এই নতুন Boat Rockerz 378 নেকব্যান্ডটির দাম কম রাখা হয়েছে। কম দামে এখন ভালো মানের সাউন্ড মিলছে এই ব্যান্ডের নেকব্যান্ডে। কত দাম রাখা হয়েছে এই নেকব্যান্ডটির? থাকবে কোন ফিচার?
Boat Rockerz 378 নেকব্যান্ডটির দাম রাখা হয়েছে 1,299 টাকা। এটি গ্রাহকরা একাধিক রঙে কিনতে পারবেন, যেমন কালো, ডিপ নীল, হালকা নীল, লাল। গ্রাহকরা যাঁরা এই নেকব্যান্ড কিনতে চান তাঁরা এটিকে Boat -এর অফিসিয়াল সাইট বা Flipkart কিংবা Amazon থেকে কিনতে পারবেন।
অন্যান্য নেকব্যান্ডের তুলনায় এখানে অনেক বেশি ব্যাটারি লাইফ মিলবে। Boat -এর তরফে দাবি করা হয়েছে যে এটিকে একবার চার্জ দিলে এটি 25 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। এবং আপনি যদি মাত্র 10 মিনিট চার্জ দিয়ে এটিতে একটানা গান শোনেন তাহলে 15 ঘণ্টা পর্যন্ত চলবে এই নেকব্যান্ড। ফুল চার্জ হতে এই নেকব্যান্ড মাত্র 30 মিনিট সময় নেয়। এখানে আছে একটি 200mAh ব্যাটারি।
এখানে আছে 10mm ডায়নামিক ড্রাইভার, সঙ্গে আছে 3D স্পেসিয়াল বায়োনিক সাউন্ড। ফলে এটার সাহায্যে গ্রাহকরা দারুন মনের শব্দ পাবেন। Boat -এর তরফে জানানো হয়েছে অডিও লেটেন্সি 65 ms পর্যন্ত কমানো যাবে। 3 ডায়মেনশনাল রিয়েলিস্টিক অডিও মিলবে এখানে। এছাড়া এই নেকব্যান্ডটিতে যে ইয়ার বাড দেওয়া হয়েছে সেটার সাহায্যে গ্রাহকরা এই কোম্পানির সিগনেচার সাউন্ড কোয়ালিটি পাবেন।
এই ডিভাইসে গ্রাহকরা ব্লুটুথ V5.1 -এর সুবিধা পাবেন, সঙ্গে থাকবে দ্রুত কানেক্ট করার সুবিধা। IPX 5 রেটিং আছে এই নেকব্যান্ডে। ফলে এটি জল এবং ঘাম রেজিস্ট করা যাবে। আর যেহেতু এটা হালকা ওজনের সেহেতু সহজেই ক্যারি করা যাবে। এখানে মিলবে ম্যাগনেটিক বাড। এখানে গ্রাহকরা গুগল অ্যাসিস্ট্যান্ট এর সুবিধা মিলবে গুগল বা সিরির ভয়েস কম্যান্ড সহ। এর সাহায্যে গ্রাহকরা সহজেই খবর, ওয়েদার আপডেট, ক্রিকেট স্কোর, ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।