Amazon Great Freedom Festival Sale: 82 শতাংশ সস্তায় কিনুন ব্লুটুথ কলিং সহ SmartWatch
গত 6 অগাস্ট থেকে Amazon Great Freedom Festival Sale শুরু হয়েছে
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল চলাকালীন 2000 টাকার কম দামে SmartWatch কিনতে চান তবে এটাই সুযোগ
নয়েজ কোম্পানির এই স্মার্টওয়াচটি গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে মাত্র 1099 টাকায় বিক্রি হচ্ছে
গত 6 অগাস্ট থেকে Amazon Great Freedom Festival Sale শুরু হয়েছে। সেল চলাকালীন দুর্দান্ত ডিসকাউন্ট এবং অফার সহ সেরা প্রডোক্ট বিক্রি হচ্ছে। আপনি এই সেল চলাকালীন 2000 টাকার কম দামে SmartWatch কিনতে চান তবে এটাই সুযোগ। আমরা অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল থেকে কিছু সেরা স্মার্টওয়াচ ডিল নিয়ে এসেছি। আসুন দেখে নেওয়া যাক পুরো লিস্ট।
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে Deals on Budget Smartwatch under 2000
Noise Pulse 2 Max
নয়েজ কোম্পানির এই স্মার্টওয়াচটি গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে মাত্র 1099 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই ঘড়ির আসল দাম 5,999 টাকা। যার মানে এতে সোজা 82 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয় কোম্পানি এতে SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 500 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট অফার করছে। যার পরে এই ঘড়ির দাম কমে মাত্র 599 টাকা রয়ে যাবে।
আরও পড়ুন: Deal Alert: মাত্র 6799 টাকায় 50MP ক্যামেরা সহ POCO ফোন, অ্যামাজন ফ্রিডম সেলে ধামাকা অফার
Fire-Boltt Phoenix Pro
অ্যামাজন সেলে ফায়র বোল্ট এর এই ঘড়িটি মাত্র 1499 টাকায় বিক্রি হচ্ছে। কোম্পানি এতে 88 শতাংশ সোজা ছাড় অফার করছে। তবে এতে কোনো ব্যাঙ্ক অফার নেই।
Noise Twist Go
নয়েজ কোম্পানির এই স্মার্টওয়াচ অ্যামাজন সেলে মাত্র 1299 টাকায় কেনা যাবে। কোম্পানি এতে 74 শতাংশ ছাড় অফার করছে। এছাড়া থাকছে SBI ক্রেডিট কার্ড অফার। এতে আরও 500 টাকার ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ঘড়িটি মাত্র 799 টাকায় আপনার হতে পারে।
boAt Wave Lite Smart Watch
এই তালিকায় সবচেয়ে কম দামের স্মার্টওয়াচ হল বোট ওয়েব লাইট। অ্যামাজন সেলে এটি মাত্র 999 টাকায় বিক্রি হচ্ছে। এই ঘড়ির আসল দাম 6999 টাকা।
আরও পড়ুন: 30000 টাকার কম দামে 43 ইঞ্চি 4K Ultra HD Smart TV, অ্যামাজন ফ্রিডম সেলে লুটমার অফার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile