Apple Watch 10 Series লঞ্চ, জানুন পয়েন্ট টু পয়েন্ট ডিটেল

Apple Watch 10 Series লঞ্চ, জানুন পয়েন্ট টু পয়েন্ট ডিটেল
HIGHLIGHTS

Apple এর মেগা ইভেন্ট its Glow Time শুরু

ইভেন্টের শুরুতে Apple Watch 10 Series নতুন জেনারেশন লঞ্চ করা হয়েছে

কোম্পানি একাধিক নতুন হেল্থ ট্র্যাকিং ফিচার অফার করেছে নতুন ওয়াচ 10 সিরিজে

Apple এর মেগা ইভেন্ট its Glow Time শুরু। কোম্পানির সিইও Tim Cook শুরু করল আজকের সবচেয়ে বড় ইভেন্ট। কোম্পানি ইভেন্টের শুরুতে Apple Watch এর নতুন জেনারেশন নিয়ে হাজির হয়েছে। কোম্পানি এবার নতুন Apple Watch 10 Series নিয়ে হাজির হয়েছে। অ্যাপল ওয়াচ সিরিজ 10 সবচেয়ে পাতলা ডিজাইন এবং সবচেয়ে বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।

এই নতুন ওয়াচ 10 সিরিজের ডিজাইনটি বেশ স্টাইলিশ। এছাড়াও, কোম্পানি একাধিক নতুন হেল্থ ট্র্যাকিং ফিচার অফার করেছে নতুন ওয়াচ 10 সিরিজে। কোম্পানি অ্যাপল ওয়াচ 10 সিরিজে দীর্ঘ ব্যাটারি লাইফ দাবি করেছে, যা এটিকে অন্যান্য ঘড়ি থেকে আলাদা করে তোলে।

আরও পড়ুন: Apple Glowtime event 2024: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, iPhone 16 Series থেকে Airpods হতে পারে লঞ্চ, জানুন কখন এবং কোথায় দেখবে লাইভ ইভেন্ট

Apple Watch 10 Series

ঘড়িতে নতুন Apple S10 চিপ দেওয়া হয়েছে, যা ফাস্ট পারফরম্যান্স দেওয়ার দাবি করে। এতে মেডিকেশন রিমাইন্ডার এবং লাউড এনভায়রমেন্ট মতো ফিচার দেওয়া হয়েছে। লেটেস্ট ঘড়িতে এডভান্স AI অ্যালগরিদমে কাজ করে। অ্যাপল ওয়াচে যুক্ত করা হেলথ ফিচার ইউজার কঠিন পরিস্থিতিতে ব্যবহারকারীদের জন্য উপযোগী। ঘড়িটিতে একটি বিশেষ ওয়ার্কআউট অ্যাপও রয়েছে। দামের কথা বললে, লেটেস্ট ওয়াচ 10 সিরিজের দাম $399 থেকে শুরু হয়৷

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo