আকাশছোঁয়া দাম, লঞ্চ হতেই ট্রোলের মুখে Apple-এর Vision Pro!
5 জুন WWDC 2023 -এ Apple ঘোষণা করল তাদের AR VR হেডসেটের কথা
এটির নাম Apple Vision Pro
দাম রাখা হয়েছে 3,499 ডলার, আর এতেই শুরু হয়েছে কটাক্ষের বন্যা
5 জুন, সোমবার থেকে শুরু হল Apple -এর বার্ষিক অনুষ্ঠান WWDC 2023। আর এই অনুষ্ঠানে আরও একাধিক প্রোডাক্টের সঙ্গে এই কোম্পানির তরফে তাদের বহু চর্চিত, বহু অপেক্ষিত AR VR হেডসেট ঘোষণা করল Apple। কুপার্টিনো, ক্যালিফোর্নিয়ায় এই বার্ষিক ডেভেলপার কনফারেন্স হচ্ছে।
এই নতুন হেডসেটটি আসলে বাস্তব জগৎ এবং ভার্চুয়াল দুনিয়ার এক সুন্দর মিশ্রণ। এমনটাই জানিয়েছেন Apple -এর সিইও টিম কুক। তাঁর কথা অনুযায়ী এটা নিয়ে বহু বছর ধরে গবেষণা করে, Apple -এর ইনোভেশনকে কাজে লাগিয়ে এই Vision Pro তৈরি করা হয়েছে যা সময়ের থেকে অনেকটাই এগিয়ে।
এটার মতো এখনও বাজারে কিছুই উপলব্ধ নেই বলে তিনি দাবি করেছেন। এখানে যুগান্তকারী নতুন ইনপুট সিস্টেম আছে, আছে একাধিক দুর্দান্ত ইনোভেশন।
আরও পড়ুন: Meta Quest 3-কে ছাপিয়ে গেল Apple Vision Pro, কিন্তু কেন কিনবেন এই AR VR হেডসেট?
এই Apple Vision Pro -এর দাম রাখা হয়েছে 3,499 ডলার। আগামী বছর এই হেডসেট আমেরিকায় লঞ্চ করা হবে। কিন্তু এই এত দাম রাখার ফলে বোঝাই যাচ্ছে এটা অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে।
এই VR Goggles -এর দাম বাজারে উপলব্ধ অন্যান্য জনপ্রিয় হেডসেট মূলত Meta -এর Quest 3 ইত্যাদির থেকে অনেকটাই বেশি। Meta -এর Quest 3 মাত্র 499 ডলারে বিক্রি হয়। সেখানে Apple -এর এই AR VR হেডসেটের দাম আকাশছোঁয়া।
আরও পড়ুন: WWDC 2023-এ ঘোষিত হল Apple-এর সেরা 5 প্রোডাক্ট, তালিকায় Vision Pro ছাড়া আর কী কী আছে?
আর এই মাথা ঘোরানো দামের কারণেই এই ডিভাইস লঞ্চ হতেই এটা নিয়ে শুরু হয়েছে কটাক্ষ। অনেকেই ট্রোল করেছেন এটিকে। টুইটার ছেয়ে গিয়েছে Apple -এর এই নয়া ডিভাইস নিয়ে।
After buying the Apple Vision Pro pic.twitter.com/F9SNZFV7bF
— Dennis N (@DennisN) June 5, 2023
Me after not buying an Apple Vision Pro pic.twitter.com/C0RCf8dzdd
— Benzinga (@Benzinga) June 5, 2023
এক ব্যক্তি মজা করে লেখেন, 'অ্যাপল ইভেন্ট দেখার সময়, ভিশন প্রোর দাম যাই হোক আমি কিনছি, আর অনুষ্ঠানের পর না বাবা ঠিক আছে। আমি Oculus এই কনটেন্ট দেখব।'
Watching the Apple Event: I dont care what the Vision Pro costs. Im buying it immediately.
After the Apple Event: Im good on that. Ill stick to watching the Hub on the Oculus. https://t.co/fMALByB3WF
— Maiq (@MaiqTh3Liar) June 5, 2023
Apple pricing that headset at 3500 is so funny. Yeah man people cant wait to throw down a couple months rent so that emails can chase them through their house like The Shining
— Dan Sheehan (@ItsDanSheehan) June 5, 2023
আরেক ব্যক্তি সেই ভিডিও পোস্ট করেন যখন সবাই এই AR VR হেডসেটের দাম শুনে হাঁপাতে শুরু করেছে সেটার। আর হবে নাই বা কেন একটা হেডসেটের দাম 3,499 ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 2.8 লাখ টাকা!
Crowds reaction to the Vision Pro price reveal pic.twitter.com/N20Fi8s3tH
— Moeqawama (@Docta_Moe) June 5, 2023
শুধু দাম নয় আরও বেশ কিছু জিনিস নিয়ে নেট নাগরিকরা মজা খুঁজে পেয়েছেন। এক ব্যক্তি Meta এর Quest 3 আর Vision Pro এর তুলনা টেনে Mark Zuckerberg এবং Tim Cook কে নিয়ে কী লিখেছেন দেখুন।
Zuck after a decade and 50B spent on a VR platform watching Tim Cook scoop him with the category-defining Apple Vision Pro. pic.twitter.com/oITKRmDqw0
— Trung Phan (@TrungTPhan) June 5, 2023
google glass, circa 2013: failed miserably because people looked dumb wearing it
companies in 2023: people will wear this pic.twitter.com/8JDJIa65XU
— Tyler Glaiel (@TylerGlaiel) June 5, 2023
Apple Vision Pro -এর সাহায্যে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে অবাধ বিচরণ করা যাবে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile