Amazon Prime Day Sale 2022: বহু প্রতীক্ষিত স্মার্টওয়াচ লঞ্চ হতে চলেছে 23 জুলাই

Updated on 20-Jul-2022
HIGHLIGHTS

আগামী 23 জুলাই থেকে শুরু হচ্ছে আমাজন প্রাইম ডে সেল 2022

এই সেলটি 23 থেকে 24 জুলাই অবধি চলবে

বহু প্রতীক্ষিত স্মার্টওয়াচ এই সময়ে লঞ্চ হতে চলেছে

Amazon Prime Day Sale 2022 আসতে চলেছে। আর এই সেল আসা মানে সকলেই জানে যে একাধিক লোভনীয় অফার সহ নানান জিনিস সহজে কিনতে পারার সুযোগ। এই সেলটি শুরু হচ্ছে আগামী 23 জুলাই থেকে, শেষ হবে 24 জুলাই। 23 জুলাই বহু নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে অ্যামাজন প্রাইম সেল ডে 2022। আমরা এই প্রতিবেদনে দেখে নেব যে কোন স্মার্টওয়াচটি এই সময় লঞ্চ হচ্ছে যার অপেক্ষা বহুদিন ধরেই করা হচ্ছিল।

কোন কোন স্মার্টওয়াচ আমাজন প্রাইম ডে সেলে লঞ্চ হচ্ছে?

Realme Watch 2 Pro

Realme Watch 2 Pro তে থাকতে চলেছে 1.75 ইঞ্চির LED স্ক্রিন যাতে থাকছে 320X350 রেজোলিউশন। এই ঘড়িটি গ্রাহকের হার্ট রেট, SpO2, স্লিপ ট্র্যাকার মাপতে সক্ষম। এছাড়াও গ্রাহক কত ডিসটেন্স কভার করলেন, কত ক্যালোরি বার্ন করলেন সেই সমস্ত তথ্য দেবে। এতে এছাড়াও থাকছে 90 টি স্পোর্টস মোড এবং 390mAh এর ব্যাটারি। এই ব্যাটারি একবার চার্জ দিলে 14দিন অবধি চলতে পারবে।

Noise Evolve 2 Play

এই স্মার্টওয়াচে থাকছে AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকতে চলেছে 390X390 রেজোলিউশন। 11mm থিন chasis থাকবে এই ঘড়িটি। সঙ্গে থাকবে গোল ডায়েল এবং দুটি UI নেভিগেশন বাটন। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে একবার চার্জ দিলে 10দিন অবধি চলতে পারে এই স্মার্টওয়াচ। এতে একই সঙ্গে থাকছে 100টি স্পোর্টস মোড। ঘড়িটির স্ট্র্যাপগুলো detachable থাকবে। Google Fit এবং Apple Health সাপোর্ট করবে এই ঘড়িটি। আপাতত তিনটি রঙে পাওয়া যাবে ঘড়িটি। যার মধ্যে থাকবে নীল, কালো এবং গ্রে রং।

Boat Watch Xtend Pro

Boat এর এই স্মার্টওয়াচে থাকছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। 1.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে এই ঘড়িতে। 700 এরও বেশি স্পোর্টস মোড থাকতে চলেছে এই ঘড়িতে। সঙ্গে একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচ 10দিন অবধি চলতে পারে। 100 টির বেশি ওয়াচ ফেস, IP 68 ডাস্ট অ্যান্ড প্রোটেকশনের সুবিধা পাওয়া যাবে। Boat watch xtend pro তে থাকবে মেটালিক বডি। Google assistant এবং siri সাপোর্ট থাকতে চলেছে ঘড়িটিতে। চারটি রঙে এই ঘড়িটি পাওয়া যায়। লাল, নীল, কালো, এবং সবুজ রঙে পাওয়া যাবে এই ঘড়িটি।

Fire Boltt Neptune

5ATM ওয়াটার রেসিসটেন্স থাকছে এই ঘড়িতে। সঙ্গে থাকবে 1.69 ইঞ্চির HD ডিসপ্লে যাতে 240X280 রেজোলিউশন থাকতে চলেছে। কোম্পানির দাবি অনুযায়ী একবার চার্জ দিলে ঘড়িটি 7 দিন অবধি চলতে পারে। 118 স্পোর্ট মোড, SpO2 ফিচার থাকবে এই ঘড়িতে। সঙ্গে 24X7 আপনার হার্ট বিট মাপতে সক্ষম এই ঘড়ি। পাশাপাশি থাকবে ইন বিল্ট গেম এবং স্লিপ ট্র্যাকার।

Zebronics Iconic

জেব্রণিক্স আইকনিক ঘড়িতে থাকতে চলেছে 368X448 রেজোলিউশন সমৃদ্ধ 1.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে। 600 নিটসের ব্রাইটনেস থাকবে এই ডিসপ্লেতে। থাকবে ব্লুটুথ কলিং, IP 67 ওয়াটার এবং ডাস্ট রেসিসটেন্স এর সুবিধা। পাশাপাশি এই ঘড়িতে থাকবে 100 টির বেশী স্পোর্টস মোড। 250 mAh এর ব্যাটারি থাকতে চলেছে এই ঘড়িতে। 10 টি ইনবিল্ট ওয়াচ ফেস, ব্লাড প্রেসার মনিটর, হার্টবিট মনিটর, সহ একাধিক দারুন সব ফিচার।

Connect On :