Amazon Great Freedom Festival Sale: অ্যামাজনে তুমুল সস্তা Sony, OnePlus সহ একাধিক TWS ইয়ারফোন, পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত ছাড়
Amazon Great Freedom Festival Sale চলছে
8 অগাস্ট পর্যন্ত চলবে এই সেল
এই সেলে বাম্পার অফার আছে TWS ইয়ারফোনে
Amazon -এ এখন চলছে Amazon Great Freedom Festival Sale 2023। এখানে একাধিক প্রোডাক্টের উপর আছে দারুন ছাড়। বাদ যাচ্ছে না TWS ইয়ারফোনও। OnePlus, Sony, Xiaomi সহ বিভিন্ন কোম্পানির TWS ইয়ারফোনে পাবেন এই ছাড়।
SBI এর গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত 10% ছাড় যদি তাঁরা কার্ড দিয়ে কেনাকাটা করেন তখন। এছাড়া এক্সচেঞ্জ অফার তো আছেই।
Samsung Galaxy Buds Live
এই ইয়ারফোনের আসল দাম 15,990 টাকা, কিন্তু Amazon সেলে এটি মাত্র 3,990 টাকায় কেনা যাবে। এখানে ইউনিক বিনের মতো শেপ সহ গ্লসি ফিনিশ পাওয়া যাবে।
AKG এর 12mm ড্রাইভার এবং অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা আছে Samsung এর ইয়ারফোনে। এক চার্জে 21 ঘণ্টা পর্যন্ত চলতে পারে এটি। ডিল দেখুন
Jabra Elite 3
IP55 রেটিং যুক্ত এই ইয়ারফোনের আসল দাম 6,999 টাকা। কিন্তু এটি এখন মাত্র 2,999 টাকায় কেনা যাবে। 6mm ড্রাইভার এবং 4টি মাইক্রোফোন পাবেন Jabra Elite 3 তে।
এক চার্জে এটি 28 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। Spotify লঞ্চ করার জন্য আলাদা বোতাম আছে। অ্যালেক্সা সাপোর্ট করে এটি। ডিল দেখুন
OnePlus Buds Pro 2R
11,990 টাকার বদলে 8,498 টাকায় কেনা যাবে এটি। 11mm এবং 6mm ড্রাইভার আছে এটিতে সঙ্গে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা।
এক চার্জে OnePlus এর এই প্রোডাক্ট 40 ঘণ্টার ব্যাটারি লাইফ দিতে পারে চার্জিং কেস সহ। SBI এর কার্ড ব্যবহার করলে আরও সস্তা হবে এটি। ডিল দেখুন
Sony WF 1000XM4
এটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা আছে। এক চার্জে এটি 36 ঘণ্টা পর্যন্ত চলতে পারে তাও চার্জিং কেস সমেত।
Sony এর এই ইয়ারফোনের আসল দাম 24,990 টাকা, কিন্তু এই সেলে এটি মাত্র 15,998 টাকায় কেনা যাবে। SBI এর কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পেতে পারেন। ডিল দেখুন
JBL Tune 130 NC
6,999 টাকার বদলে এটি ডিভাইস মাত্র 3,497 টাকায় কেনা যাবে। আর SBI এর কার্ড ব্যবহার করলে তো কথাই নেই, আরও 500 টাকা সস্তা হবে এটি।
JBL এর ইয়ারফোনে 40 ঘণ্টার ব্যাটারি লাইফ পাবেন এক চার্জে। এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা তো থাকছেই। ডিল দেখুন
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile