Amazon-এ ব্যাপক ছাড় মিলছে 5 স্মার্টওয়াচে, তালিকায় আছে Realme, Noise সহ এই ব্র্যান্ডগুলো

Updated on 18-Apr-2023
HIGHLIGHTS

Amazon -এ চলছে Wearable সেল

এই একাধিক স্মার্টওয়াচের উপর ব্যাপক ছাড় পাওয়া যাচ্ছে

তালিকায় আছে Samsung, Realme, Noise -এর ঘড়ি

Amazon -এ এখন একগুচ্ছ স্মার্টওয়াচের উপর ব্যাপক ছাড় মিলছে। এর মধ্যে Samsung Galaxy Watch 4, থেকে Noise Colorfit Pro 4 সব আছে। এই ঘড়িগুলোতে 50% ছাড় মিলছে। কিছু কিছু ঘড়িতে তো 70% পর্যন্ত ছাড় মিলছে। কোন ফোনে কত ছাড় পাবেন দেখুন। 

Samsung Galaxy Watch 4

এই ঘড়িতে আছে 1.4 ইঞ্চির একটি গোলাকার সুপার AMOLED ডিসপ্লে। এটি চলে Wear OS সফটওয়্যারের সাহায্যে। এখানে অপটিক্যাল হার্ট রেট সেন্সর আছে সঙ্গে 90টির বেশি স্পোর্টস মোড পাবেন। উন্নতমানের স্লিপ অ্যানালিসিসের সুবিধাও পেয়ে যাবেন এখানে। সঙ্গে মহিলাদের হেলথ ট্র্যাক করা যাবে এই ঘড়ির সাহায্যে। এখন এই ঘড়িতে 50% ছাড় পাবেন। ফলে এটি এখন মাত্র 14,999 টাকায় কেনা যাবে।

Realme Smart Watch 2 Pro

এই ঘড়িতে আছে 1.75 ইঞ্চির একটি HD টাচস্ক্রিন ডিসপ্লে সহ 90টি ওয়ার্কআউট মোড। হার্ট রেট ট্র্যাকার, ব্লাড অক্সিজেন মনিটর, ডুয়াল স্যাটেলাইট GPS, ইত্যাদি ফিচার আছে এই ঘড়িতে। IP68 রেটিং আছে এই স্মার্টওয়াচে অর্থাৎ এটি জল এবং ধুলো প্রতিরোধ করতে সক্ষম। এটির উপর আছে 43% ছাড়। ফলে এটি এখন মাত্র 3,399 টাকায় কেনা যাবে।

Noise ColorFit Pro 4

এই ঘড়ি এখন 2,999 টাকায় কেনা যাবে। এখানে আছে 50% ছাড়। এই ঘড়িতে গ্রাহকরা পাবেন 1.72 ইঞ্চির একটি TFT LCD ডিসপ্লে সহ 100টির বেশী অ্যাকটিভিটি মোড সহ ব্লুটুথ কলিং সাপোর্ট, হার্ট রেট, ইত্যাদি।

OnePlus Nord Watch

এই ঘড়িতে আছে 1.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে সহ SPO2 ট্র্যাকার, 105 ফিটনেস মোড, হার্ট রেট ট্র্যাকার, ইত্যাদি। IP68 রেটিং পেয়ে যাবেন এখানে। এখন এই ঘড়িতে 29% ছাড় পাবেন। অর্থাৎ এটি মাত্র 4,999 টাকায় কেনা যাবে।

AmazFit Bip 3 স্মার্টওয়াচ

এখানে আছে 60% ছাড়। ফলে এক ঘড়ি এখন মাত্র 1,999 টাকায় কেনা যাবে। এই অর্থের বিনিময়ে আপনি অবেন 1.69 ইঞ্চির একটি ডিসপ্লে সহ 60টি স্পোর্টস মোড, SPO2 ট্র্যাকার, হার্ট রেট ট্র্যাকার, ইত্যাদি। এখানে 5 ATM ওয়াটার প্রতিরোধ করার ক্ষমতা আছে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :