সাওমি খুব তাড়াতাড়ি ভারতে একটি ভাল সস্তা টিভি লঞ্চ করতে পারে?
কোম্পানি নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছে, যাতে বলা হয়েছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি বাজারে নিজেদের একটি নতুন টিভি নিয়ে আসবে
সাওমি সম্প্রতি ভারতের বাজারে নিজদের টিভি নিয়ে এসেছে। কোম্পানি গত মাসে তাদের দুটি নতুন ফোনের সঙ্গে Mi LED Smart TV 4ও ভারতে লঞ্চ করেছে। এটি একটি 55-ইঞ্চির 4K টিভি। ভারতের বাজারে এর দাম 39,999 টাকা রাখা হয়েছে।
Mi fans! It's time to switch to something smarter, slimmer & sleeker. Time to #SwitchToSmart TV. A new series coming soon! pic.twitter.com/ARiE3I54A7
— Mi India (@XiaomiIndia) March 1, 2018
এবার আশা করা হচ্ছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি বাজারে একটি নতুন টিভি নিয়ে আসবে। আসলে কোম্পানি তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছে। যাতে বলা হয়েছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি বাজারে তাদের একটি নতুন টিভি নিয়ে আসবে। আশা করা হচ্ছে যে এই নতুন টিভিটি সস্তা হবে আর কোম্পানি যেভাবে স্মার্টফোনের বাজাররে কম দামে সাম্রতফোন নিয়ে এসেছে ঠিক তেমনই সেই স্পিডের সঙ্গেই কোম্পানি এবার স্মার্টটিভির বাজারেও এরকম করতে চাইছে। ফ্লিপকার্ট আর অ্যামাজনে আজকে এই স্মার্টওয়াচ, পেন ড্রাইভ সহ অনেক জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
তবে আপনাদের বলে রাখি যে, সাওমির Mi LED Smart TV 4 ভারতীয় বাজারে ভাল রেসপন্স পেয়েছে। এই টিভিটির আরও একটি সেল ৬ মার্চ দুপুর ১২টায় অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে করা হবে।