Xiaomi Mi LED Smart TV 4 ফ্লিপকার্ট আর Mi.comএ সেলের জন্য এসেছিল আর আসার কিছুক্ষণ পরেই এটি সোল্ড আউট হয়ে যায়
Xiaomi Mi LED Smart TV 4 টি গত কাল দুপুর 12টায় ফ্লিপকার্ট আর Mi.comএ সেলের জন্য পাওয়া যাচ্ছিল। আর এই সেল শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই এই টিভিটি সোল্ড আউট হয়ে যায়। আর এর পরের সেল 13 মার্চ দুপুর 12টায় হবে। স্যামসং কার্নিভালঃ এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
এর দাম 39,999টাকা আর এই 55 ইঞ্চির Mi LED স্মার্ট TV 4 4.9mm পাতলা আর লাইট ডিজাইন যুক্ত। এটি 4K আর HDRসাপোর্ট যুক্ত, এই টিভিটি সাওমির প্যাচওয়াল আইওএসে চলে। এতে 2GB র্যাম আর 8GB স্টোরেজ আছে।
কানেক্টিভিটির ক্ষেত্রে এই টিভিটি ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই আর ব্লুটুথ 4.0 ব্যবহার করে। এটি 3 HDMI পোর্টস, 1 ARC, 1 USB 3.0 পোর্ট আর 1 USB 2.0 পোর্ট অফার করা হয়েছে। প্রসেসিং ইউনিটের জন্য Mi TV 4 মালী T830 গ্রাফিক্সের সঙ্গে এমলজিক 64 বিট কোয়াড কোর CPU যুক্ত। আর সাউন্ড সেকশানে Mi TV 4 Dolby+DTS সিনেমা অডিও কোয়ালিটি অফার করে।