Xiaomi Mi LED TV সিরিজের দাম কমল, এর নতুন দাম জানুন

Xiaomi Mi LED TV সিরিজের দাম কমল, এর নতুন দাম জানুন
HIGHLIGHTS

কিছুদিন আগে Xiaomi তাদের প্রথম POCO F1 ফোনটির দাম কমিয়েছিল আর এবার Mi LED TV সিরিজের দামেও পরিবর্তন করা হয়েছে

বৈশিষ্ট্য

  • 1,000 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত দাম কমেছে
  • এর আগে POCO F1 ফোনটির দাম কমেছিল
  • এবার নতুন দামের সঙ্গে এই টিভিটি পাওয়া যাবে

 

সাওমি এখন তাদের বেশ কিছু প্রোডাক্টের দাম কমাচ্ছে আর এবার তাদের জিনিস বেশ কিছু কম দামে কেনা যাবে। আর সম্প্রতি কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন POCO F1 য়ের দাম কমিয়েছিল আর এবার কোম্পানি তাদের Mi LED Smart TV সিরিজের দাম কমিয়েছে।

সাওমি তাদের Mi LED TV 4A 32 য়ের দাম 1,500 টাকা কমিয়েছে আর এবার দাম 12,499 টাকা হয়েছে। আর এবার আমরা যদি Mi LED TV 4C Pro32 য়ের বিষয়ে দেখি, তবে এই ফোনটির দাম 2,000 টাকা কমে এখন এটি 13,999 টাকায় কেনা যাবে। আর এছাড়া Mi LED TV 4A Pro 49 য়ের দাম 1000 টাকা কমার পরে এবার এটি 30,999 টাকা দামে কেনা যাবে।

সাওমি বলেছে যে 32 ইঞ্চির মডেলে GST 28 % থেকে 18% হওয়ার পরে এই দাম কমেছে। Mi LED TVs এবার সারা দেশে নতুন দামে অনলাইন আর অফলাইনে কেনা যাবে।

Xiaomi ইন্ডিয়ার প্রেধান অফ ক্যাটাগরি আর অনলাইন সেল Raghu Reddy বলেছেন যে,” আমরা আমাদের Mi ফ্যানদের জন্য দারুন খবর নিয়ে এসেছি। Mi TVs ভারতে Mi ফ্যানদের কাছে জনপ্রিয়। স্মার্ট TV অভিজ্ঞতার রিডিফাইন করে Mi TVs হাই কোয়ালিটি আর দারুন স্পেক্স অফার করে”।

ফ্লিপকার্ট গত সপ্তাহে কোয়াল্কম ডেজ করেছে সেখানে Xiaomi POCO F1 ফোনটির 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। আর এর দামে এক্সচেঞ্জ অফারে 2,000 টাকা এক্সট্রা ডিস্কাউন্টে কেনা গেছে।

Digit.in
Logo
Digit.in
Logo