কোম্পানি Xiaomi Mi LED Smart TV 4A দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, একটি 32-ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর অন্যটি 43-ইঞ্চির ডিসপ্লে যুক্ত
সাওমি এবার টিভির বাজারে কাজ করার কথা ভাবছে। আসলে 14 ফেব্রুয়ারি সাওমি ভারতে তাদের প্রথম টিভি যা 55-ইঞ্চির তা লঞ্চ করেছিল। এই Mi LED Smart TV 4 য়ের দাম 39,999টাকা। আর এবার কোম্পানি ভারতে একটি নতুন টিভি লঞ্চ করেছে। এর দাম শুরু হচ্ছে 13,999টাকা থেকে। এটি এই টিভিটির 32-ইঞ্চি ভেরিয়েন্টের দাম আর এর 43-ইঞ্চির ভেরিয়েন্টটির দাম 22,999টাকা। আর আপনি যদি এই টিভি গুলির মধ্যে কোন একটি টিভি কিনতে চান তবে আপনি তা 13 মার্চ দুপুর 12টায় Mi.comয়ে কিনতে পারবেন। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ফ্লিপকার্ট নিয়ে এল কিছু অসাধারন অফার
তবে আপনাদের এটা বলে রাখি যে এই দাম আপাতত এই সময়ের জন্য বলে মনে হচ্ছে যেমনটা কোম্পানি Redmi 5Aয়ের সঙ্গে করেছে। প্রথমের ইউনিট গুলি 13,999টাকা আর 22,999টাকায় বিক্রি করা হবে আর এর পরে এদের দাম যথাক্রমে 14,999 টাকা আর 22,999 টাকা করা হবে।
এই টিভিটির 32-ইঞ্চি ভেরিয়েন্টটি দেখা হয় তবে এতে আল্ট্রা-ব্রাইট LED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এতে 20W স্টিরিও স্পিকার্সঅয়া ছে। এই টিভিটি প্যাচওয়েল অপারেটিং সিস্টেমে কাজ করে।
আর এতে 64-বিট কোয়াড-কোড় প্রসেসারের সঙ্গে 1GB র্যাম আর 8GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এটির LED রেজিলিউশান 1366×768 পিক্সাল।
43-ইঞ্চির ভেরিয়েন্টে ও এই ফিচার্স পাওয়া যাচ্ছে। তবে এর LED রেজিলিউশান 1920×1080।
যদি সাওমি টিভি বাজারে সাওমি স্মার্টফোনের মতন নিজের জায়গা বানাতে সফল হয় তবে তা কোম্পানির জন্য একটি আলাদা সাফল্য নিয়ে আসবে।