XIAOMI চিনে তাদের স্মার্ট টিভির নতুন রেঞ্জ লঞ্চ করেছে

XIAOMI চিনে তাদের স্মার্ট টিভির নতুন রেঞ্জ লঞ্চ করেছে
HIGHLIGHTS

প্রায় 11,405 টাকা থেকে এর দাম শুরু হচ্ছে

প্যাচওয়াল ইন্টারফেস আর ব্লুটুথ ভয়েস রিমোট কন্ট্রোল অফার করছে এই টিভি

কোয়াড কোর 64 বিট প্রসেসার যুক্ত টিভি

Xiaomi চিনে নতুন স্মার্টটিভি রেঞ্জ নিয়ে এসেছে এর মধ্যে E32A 32 ইঞ্চি HD TV, E43A 43-ইঞ্চি full HD TV, E55A 55-ইঞ্চি আর E65A 65-ইঞ্চি 4K HDR TV আছে। আর শাওমি জানিয়েছে যে নতুন টেলিভিশান প্যাচওয়াল ইন্টারফেস আর ব্লুটুথ ভয়েস রিমোট কন্ট্রোল অফার করে। আর নতুন টিভি কোয়াড কোর 64 বিট প্রসেসার যুক্ত।

আমরা যদি এর দামের বিষয়ে বলি তবে 32ইঞ্চির  Xiaomi Mi E32A HD TV র দাম RMB 1,099(প্রায় 11,405 টাকা) তে লঞ্চ করা হয়েছে। আর সেখানে 43ইঞ্চির E43A full HD TVর দাম RMB 1,999 (প্রায় 20,740 টাকা)। 55ইঞ্চির E55A 4K HDR TV র দাম RMB 2,999 (প্রায় 31,115 টাকা) রাখা হেয়ছে আর 65 ইঞ্চির  Xiaomi E65A 4K HDR TV র দাম RMB 3,999(প্রায় 41,490 টাকা)। Fonearena র একটি রিপোর্ট অনুসারে এই টিভি চিনে কেনা যাচ্ছে।

এর স্পেসিফিকেশানের বিষয়ে যদি বলতে হয় তবে  Xiaomi Mi E32A সব থেকে সস্তার টিভি আর এতে 32ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1366×768 পিক্সাল আর এর 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আছে । এতে 1GB র‍্যাম আর 4GB স্টোরেজ আছে। এই স্মার্টটিভিতে 2×6 স্টিরিও স্পিকার আর DTS অডিও সাপোর্ট আছে, আর কানেক্টিভিটির জন্য এতে WiFi 802.11 b/g/n 2.4GHz, ব্লুটুথ 2 x HDMI, 1 x USB, ইথারনেট অপশান আছে।

আর যদি 55ইঞ্চির আর 65 ইঞ্চির মডেলের বিষয়ে বলি তবে 3840×2160 পিক্সাল রেজিলিউশানের আর এতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আছে আর এটি HDR 10 সাপোর্ট যুক্ত। আর এই টিভিটি 1.5GHz কোয়াদ কোর প্রসেসার আর 750MHz মালি 450 GPU যুক্ত। আর এই টিভিতে 2GB র‍্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ আছে।

Xiaomi র 43 ইঞ্চির E43A Smart TV র 1GB র‍্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এসেছে। এই TV  HDR 10, 2 x 8W স্টিরিও স্পিকার, DTS ওডিও অফার করে আর এর রেজিলিউশান 1920×1080 পিক্সাল।

ইমেজ সোর্সঃ

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo